ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ফারইস্ট লাইফের টাকা আত্মসাৎকারি নজরুল ইসলাম আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ৩:৫৯

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে কোম্পানিটির সম্পদ ক্রয়ের নামে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গতকাল বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরপরই নজরুল ইসলামকে সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য দুদকের পক্ষ থেকে আদালতের কাছে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্পদ ক্রয়ের নামে বিরাট অংকের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ মোট ২৪ জনের বিরুদ্ধে এই বছরের ৩১ জুলাই দুদক একটি মামলা দায়ের করেছিল। সংস্থাটির উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে এই মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা সকলে যোগসাজশে প্রতিষ্ঠানটির অনুকূলে ২০৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকায় ৩৩.৫৬ শতাংশ জমি ও ভবন ক্রয়ের প্রক্রিয়া দেখিয়েছিল, কিন্তু তারা অসৎ উদ্দেশ্যে এর সুযোগ নিয়ে ৪৫ কোটি টাকা আত্মসাৎ করে।

মামলার এজাহারে আরও বলা হয় যে, আত্মসাৎকৃত এই অর্থ আসামিরা তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও অজ্ঞাত গোষ্ঠীর নামে অবৈধভাবে স্থানান্তর করেছেন। এই কাজ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী শাস্তিযোগ্য গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যানের স্ত্রী ও মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক তাসলিমা ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্লাহ, পরিচালক, বিকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২৪ জন।

এমএসএম / এমএসএম

ভবন দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধিতে জোর, ফায়ার সার্ভিসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশে পলিনেটের মাধ্যমে আঙুর চাষে বিপ্লব ঘটানো সম্ভব

জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা

১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৪ আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন

ফারইস্ট লাইফের টাকা আত্মসাৎকারি নজরুল ইসলাম আটক

গ্রাহকদের ৩ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও এম.এম. সেইফ সিকিউরিটির মালিক মাসুদ রানা

আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা'র অষ্টম বর্ষ পূর্তি ও নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভারে ‘শিরিন মেকওভার অ্যান্ড বিউটি সেলন’-এর উদ্বোধন

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দাবি সাংবাদিকদের

কোম্পানীগঞ্জ সড়কে অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট

উত্তরায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

যাত্রাবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ