ফসলের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন
                                    বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু ঘন সবুজের সমারোহ। যতদূর দৃষ্টি যায়, ততদূর হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছেধানের সবুজ পাতা ও কাঁচা শীষ। দিগন্ত জোড়া ফসলের সবুজ মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বিকশিত করে তুলেছে। মাঠ ভরা ফসলের ঢেউ আর এমন ঢেউয়ের তালে সবুজের সমারোহে ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের হৃদয় জুড়ে বুনা সোনালী স্বপ্ন। মাঠের পর মাঠ কাঁচা-পাকা ধানের ফসলি খেত যেন দিগন্ত ছুঁয়ে গেছে। মাঠজুড়ে সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে।
ভোরে আলোয় কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ। হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠ ভরা আমন ধান। ধানের মৌ মৌ ঘ্রাণে ভরে উঠছে ফসলের ক্ষেত। এরমধ্যেই শুরু হয়েছে শীষে দুধ-দানা গঠন। আর ক'দিন পরেই শুরু হবে পুরোদমে ধান কাটা, মাড়াই আর ঘরে তোলার মহোৎসব। কৃষকের ঘরে ঘরে শুরু হবে ধান তোলার পালা। রাশি রাশি সোনালি ধানে ভরে উঠবে কৃষক-কৃষাণির শূন্য গোলা। অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে এবার আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। মাঠে মাঠে দোল খাওয়া নতুন ধানের স্বপ্ন দেখছেন কৃষকেরা।
উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকায় আমন ধানের মাঠে সবুজের সমারোহ। প্রতিটি ধান খেতে ধানের শীষ উঁকি দিচ্ছে। কৃষকরা তাদের ধানের জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা সদরের গড়মা এলাকার কৃষক তপন সরকার, সবুজ মিয়া,কাশবন এলাকার অরুণ সিংহ, তরুণী সিংহ, বাউসী এলাকার আব্দুল রশিদ, জজ মিয়া, চিরাম এলাকার মজনু শেখ, জলিল মিয়ার সাথে কথা বললে তারা জানান, বরাবরের তুলনায় এ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল। সার, বীজ ও বালাইনাশক সংকট ছিল না। ফলে ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। ধানের সবল-সতেজ চারা এবং শীষ বের হয়েছে। তাই এবার ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের তুলনায় এবার ভালো ফলন ঘরে তুলতে পারব। বাজারে ধানের ন্যায্য দাম পেলে তখন আমাদের স্বপ্ন পূরণ হবে। তারা জানান, এক বিঘা জমিতে ধান উৎপাদনে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, যে পরিশ্রম করা হয়, সে তুলনায় ধানের মূল্য পাচ্ছেন না কৃষকরা। ফলে অনেক চাষি তাদের জমিতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। সরকারের কাছে তাদের দাবি, যেমন করে সার, বীজ ও কীটনাশকের ঘাটতি মেটানো হয়েছে, তেমনি করে তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য নির্ধারণ করলে প্রান্তিক চাষিদের দুঃখ-দুর্দশা মুছে যাবে।
কথা হয় সাহতা এলাকার প্রান্তিক কৃষক জামাল মিয়া বলেন, এ বছর তিনি তার ৪ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। এ সময় তিনি তার জমির সুস্থ-সবল সবুজ ধান গাছে হাত নাড়াচাড়া করছিলেন। এমন সুন্দর ধান খেত দেখে তার মন খুশিতে ভরে উঠেছে।
বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা জানান, চলতি রোপা-আমন মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ১৬ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর সময়মতো বৃষ্টি না হওয়ায় রোপা আমন লাগাতে দেরি হয়েছে কৃষকদের। তবে বৃষ্টি একটু দেরিতে হলেও আষাঢ়ের শেষ থেকে শ্রাবণ মাসে আমন রোপণের উপযুক্ত সময়। গত কয়েকদিন ধরে বৃষ্টি শুরু হওয়ায় এখন আর কৃষকের সেই সমস্যা নেই। আশা করি, গত বছরর মতো এ বছরেও আমন চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে। এসব জমিতে এ এলাকার কৃষকদের আতব, ব্রি-৯৫, বিনা-১৭, স্বর্ণা-৫, ব্রি-৭১, ব্রি-৭৫, ব্রি-৪৯সহ বেশ কয়েকটি জাতের ধান রোপণের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সার ডিলাররা পর্যাপ্ত পরিমাণ কৃষকদের চাহিদা অনুযায়ী রাসায়নিক সার তাদের গুদামে আগাম মজুত রেখেছে। বিএডিসি তালিকাভুক্ত রাসায়নিক সারের ডিলারদের মাধ্যমেই কৃষকের চাহিদা অনুযায়ী ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং এমওপি সার সরবরাহ করা হচ্ছে। কৃষকদের আমন চাষে রাসায়নিক সারের কোনো ধরনের ঘাটতি না হয় এজন্য বাজারে সারের অবাধ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বাজার মনিটর করা হচ্ছে। এছাড়াও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে প্রান্তিক কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
Aminur / Aminur
                আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
                চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
                গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
                সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
                ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
                নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
                ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
                মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
                ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
                সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
                হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
                আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল