ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দালাল সিন্ডিকেটে খাশেরহাট ভূমি অফিস, জমাখারিজ, নালিশী রিপোর্টে মোট অংকের ঘুষ দাবীর অভিযোগ


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:১৭

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুস সত্তার সহ অফিসের কর্তব্যরত অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে নামজারী  (জমাখারিজ)ও নালিশী ভূমির মামলা সরজমিনে তদন্তে, নাম ভুল সংসদে মোটা অংকের ঘুষ দাবী সহ খাশেরহাট ভূমি অফিসটি দালাল সিন্ডিকেট দখলে তহশিলদারের বেপরোয়া বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে সরজমিন গিয়ে দেখা যায়,  জুয়েল, রশিদ, রাকিব, মনির মৃর্ধা সহ আওয়ামীলীগের ব্যানারে থাকা একাধিক দালাল দখলে রয়েছে খাশের হাট ভূমি অফিসটি।

অভিযোগের ভিত্তিতে জানা যায়,  তহসিলদার আব্দুস সত্তার দালালদের মূল হোতা জুয়েলের মাধ্যমে নামজারী (জমাখারি),  নালিশী ভূমির মামলা তদন্ত ও ভূমি সংক্রান্ত যেকোনো আবেদনে উপজেলা এবং জেলার কর্মকর্তাদের মেনেজ করার নাম করে মোটা অংকের ঘুষ দাবী করেন।  ঘুষের টাকা দিলেই দলিলে ভুল থাকলেও জমাখারিজ সহ সবকিছুই সহজে করে দেন, টাকা না দিলে ঐ জমাখারিজ সহ সকল আবেদনে নানাভাবে হয়রানি করে মাসের পর মাস রিপোর্ট ঝুলিয়ে রাখেন বল তথ্য পাওয়া যায়।

চরবংশী থেকে জমা খারিজ করতে আসা আলী আহমদ ও হারুনুর রশিদ  সহ একাধিক ভুক্তভোগীদের তথ্যমতে একেকটি জমাখারিজে ৮ হাজার থেকে ৩০ হাজার টাকারও বেশি ঘুষ বাণিজ্যের করার কিছু ডকুমেন্টস রয়েছে এই প্রতিবেদকের হাতে। তদন্ত রিপোর্টের জন্য ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবীরও অভিযোগসহ একাধিক ডকুমেন্টস রয়েছে প্রতিবেদকের কাছে।

নালিশী ভূমি মামলায় তহশিলদারের ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয়ে সুবিচার চেয়ে সরাসরি অভিযোগ রয়েছে এক ভুক্তভোগীর।

অভিযোগকারী চরমোহনার মন্তাজ মিয়া বলেন, "  ১১৮৬ নং খতিয়ানের কিছু সম্পত্তি মালিক সূত্রে দখল থাকিয়া নামজারী জমা খারিজ ২৫১৫ নং সৃজনে থাকা অবস্থায় সানজিদা আক্তার আমার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারায় মিস ৩৯৭/ ২০২৫ইং মামলা দায়ের করেন। আদালত উক্ত মামলার নালিশী ভূমি সরজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য চরবংশী ইউনিয়ন ভূমি অফিসের উপর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অভিযুক্ত আব্দুস সত্তার তদন্ত পরিচালনার সময় আমাকে কোন নোটিশ না করিয়া ফাতেমা বেগমকে আমার পক্ষ দেখাইয়া নোটিশ রিসিভ করান। পরবর্তীতে আমি বিষয়টি লোকমুখে জেনে তার কাছে গিয়ে সরজমিনে তদন্ত করে প্রতিবেদনের অনুরোধ করিলে তহশিলদার আব্দুস সত্তার আমাকে হুমকি দিয়ে ৫০ হাজার টাকা ঘুষ  দাবী করে বলেন,  টাকা দিলে আমার পক্ষে প্রতিবেদন দিবেন, না হয় আমার বিরুদ্ধে  প্রতিবেদন দিবেন।  আমি ঘুষ না দিলে ভূমি অফিসের তহশিলদার আব্দুস সত্তার সরজমিন তদন্ত না করে আমার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে আমার কাছে প্রতিনিয়ত নানাউপায়ে ঘুষ চেয়ে নানাভাবে হয়রানি করে আসছেন।  আমি এর সত্যতা তদন্ত সাপেক্ষে ঘুষখোর তহসিলদারের বিরুদ্ধে সুবিচার চাই।  তাকে আইনের আওতায় এনে কঠোর বিচার দাবী করছি। "

তথ্য সংগ্রহ থেকে জানা যায়, আওয়ামিলীগ নেতাদের বাঁচাতে  ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ১নং খতিয়ানভুক্ত সরকারি খাস জমি একাধিক আওয়ামীলীগ নেতাদের দখলে থাকায় তথ্য অধিদপ্তর আইনে আবেদন করেও গণমাধ্যমে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তহসিলদার আব্দুস সত্তার।

তথ্য সংগ্রহে গেলে দালাল সিন্ডিকেটের মূল হোতা রামগঞ্জের জুয়েল সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তহশিলদার আব্দুস সত্তার সবকিছু অস্বীকার করে বলেন, " জুয়েল সহ যেসকল দালাল অফিসে বশত আগামীকাল থেকে আর কেউ অফিসে আসবে না।  সবাইকে নিষেধ করা হয়েছে।  আর জেলা প্রশাসক কার্যালয়ে আমার বিরুদ্ধে দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট।  সরকারি খাস জমির কোন তথ্য দেওয়ার বিধান নেই তাই দিতে পারবোনা।"

এবিষয়ে রায়পুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নিগার সুলতানা বলেন, " তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও অভিযোগ পেয়েছি, আউটসোর্সিংয়ের লোকদের অফিসে ঢুকতে নিষেধ করা হয়েছে।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

Aminur / Aminur

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ