সিংগাইরে ডাবল-ট্রিপল জয়লাভে ব্যস্ত নৌকার চেয়ারম্যানগণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরেও জমে ওঠতে শুরু করেছে রাজনীতিপাড়া। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নিজেদের পছন্দের প্রার্থী সরকারদলীয় মনোয়ন নৌকা প্রতীক পাবে- এমন আশায় চায়ের দোকান ও বিভিন্ন পাড়া-মহল্লায় আলোচনা-সমালোচনা চলছে দেদার। একই সাথে বর্তমান নৌকার চেয়ারম্যানরা পুনরায় নৌকা প্রতীক পেতে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই শুরু করে দিয়েছেন নিজ নিজ এলাকায় প্রচারণা এবং লবিং ও দৌড়ঝাঁপ। তাই ডাবল-ট্রিপল জয়লাভে ব্যস্ত আছেন নৌকার চেয়ারম্যানগণ।
এদিক থেকে এগিয়ে সবচেয়ে বেশিবারের (৬ বার) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. মাজেদ খান। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান আন্দোলনে ছাত্র অবস্থায় যোগ দেন। ৯০-এর দশকের শুরুর দিক থেকে বর্তমান পর্যন্ত তিনি সিংগাইর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এলাকায় আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আওয়ামী লীগের ভরসার কাণ্ডারি হয়ে আছেন দীর্ঘদিন যাবৎ। তার হাতেই এবারো শোভা পাবে দলীয় প্রতীক নৌকা- এমনটাই দাবি করছেন বিজ্ঞ আওয়ামী রাজনীতি বিশেষজ্ঞ ও তার সমর্থকরা।
এর পরেই আছেন থানা আ’লীগের যুগ্ম সম্পাদক ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের ২বারের নির্বাচিত সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন। বিশেষ কারণে পুরো উপজেলা ব্যাপী রয়েছে তাঁর যশ-খ্যাতি। জনগণকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে লোকাল গভর্নমেন্ট (বিচারক) হিসেবে রয়েছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা। তাই এবারও নৌকা প্রতীক পেয়ে ট্রিপল জয়লাভের হ্যাট্রিক করে ইউনিয়নবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।
ইঞ্জি: শাহাদতের মতোই আরেক জনপ্রিয় চেয়ারম্যান হচ্ছেন থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাদল। তিনি ২ বারের চান্দহর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সফল চেয়ারম্যান। নিজ এলাকাকে একচ্ছত্র আ’লীগের ঘাটিতে রুপান্তরে তার জুড়ি মেলা ভাড়। তাই এবারও নৌকা প্রতীক পেয়ে ট্রিপল জয়লাভের হ্যাট্রিক করতে এবং জনগণকে নিয়ে বাকিটা জীবন পার করতে চান তিনি।
ডাবল পেরিয়ে ট্রিপল জয়লাভের হাতছানি দিচ্ছে থানা আ’লীগের সহ-সভাপতি ও তালেবপুর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান রমজান আলীকে। রমজানের বাবা কাংশা গ্রাম নিবাসী মরহুম কাশেম আলী মুন্সী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক। তাই রক্তের ধারাবাহিকতায় রমজানের ছেলেও অ্যাডভোকেট রুহুল আমীন আওয়ামী আইনজীবি রাজনীতির সাথে এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। নিজ এলাকায় আ’লীগের আধিপত্য বিস্তারে রমজান আলী এক অপরিসীম ব্যক্তি। তাই এবারও নৌকা প্রতীক পেয়ে ট্রিপল জয়লাভের হ্যাট্রিক করে জনগনকে সাথে নিয়ে নিজ ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।
অপরদিকে সিংগাইরে ঢোকার প্রবেশদ্বার খ্যাত শহিদ রফিক সেতু সংলগ্ন সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান থানা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আ. হালিম রাজু। বিন্নাডাঙ্গী গ্রামের বিখ্যাত ধনী পরিবার ও অঢেল সম্পত্তির মালিক লালমিয়া সাহেবের সন্তান এই রাজু। সাম্প্রতিক করোনা মহামারিতে যে ক’জন ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত অর্থায়ণে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তারমধ্যে উল্লেখযোগ্য তিনি। নব্বই দশকের শুরুর দিকে ঢাকা ভার্সিটিতে অধ্যয়ণরতকালে কবি জসিমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। এরপর নিজ ইউনিয়ন ও থানা কমিটিতে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থেকে এক সময় হাই কমান্ডের নজরে এলে আ’লীগের বর্তমান পদ লাভ করেন। তারই ধারাবাহিকতায় নৌকা প্রতীক পেয়ে ভোটে জয়লাভ করে বেশ সুনামের সাথে ইউনিয়নবাসীর সেবা করে আসছেন। এলাকা যাতায়াতেরও ব্যাপক উন্নয়ন করেছেন। তাই এবারও নৌকার টিকিট পেয়ে ডাবল জয়লাভ করতে চান তিনি।
আরেকদিকে ভৌগোলিক অবস্থান গত দিক হতে সিংগাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হচ্ছে ধল্লা। গতবার দলের হাইকান্ডের নির্দেশনায় নৌকা প্রতীক পেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত চেয়ারম্যান হন থানা যুবলীগের সাবেক থানা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া। এরপর হতে অত্যন্ত সুনামের সাথে ইউনিয়নবাসীর সেবা করে আসছেন তিনি। এলাকায় উন্নয়নও হয়েছে অভূতপূর্ব। শিক্ষিত-মেধাবী ও বিনয়ী এ যুবক চেয়ারম্যানের ধল্লা ইউনিয়ন পরিবার পরিকল্পনায় টানা পাঁচবার শ্রেষ্ঠত্বের মর্য়াদা পায়। এলাকায় যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটাতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক প্রত্যাশা করে ডাবল জয়লাভ করতে চান জাহিদ ভূঁইয়া।
মানিকগঞ্জ সদরের সাথে সিংগাইর উপজেলার সন্ধিযুক্ত ইউনিয়ন বায়রা। গতবার দলের হাইকমান্ডের সুপারিশক্রমে দলের মনোয়ন পান আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুলের চাচাতো ভাই এবং জেলার মধ্যে সবচেয়ে বেশি দানশীল ব্যক্তিত্ব দানবীর ও বিশিষ্ট্য শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলুর বড় ভাই সিংগাইর থানা আ’লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক দেওয়ান জিন্নাহ্ লাঠু। বেজায় সহজ-সরল প্রকৃতির বিত্তশালী এ মানুষটি সরকারি অনুদানের আশায় না থেকে নিজ অর্থায়নে এলাকায় শিক্ষাঙ্গণে, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে দুহাত খোলে ব্যায় করেন। করোনাকালে নিজ অর্থায়ণে সবচেয়ে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরন করেন। তাই বংশগত ঐতিহ্য ও তাদের ধারাবাহিক উন্নয়ণমূলক কর্মকাণ্ডই পুনরায় নৌকা পেতে যথেষ্ট সহায়তা করবে বলে জানান প্রবীন আ’লীগ নেতা টুটুলের সমর্থকগোষ্ঠী।
সিংগাইরের আরেক বর্ডার এরিয়া জামশা ইউনিয়ন। গতবার দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মিজানুর রহমান মিঠু। তারপর বেশ কিছুদিন ইউনিয়ন পরিষদে যাতায়াত করলেও পরে তাকে তেমনটা না পাওয়াতে ক্ষুদ্ধ হয় ইউনিয়ন ব্যাপী অনেকেই। তবে মিঠুর সমর্থকদের দাবী স্থানীয় একটি চক্রের হাত থেকে নিজেকে সেভ রাখতে চেয়ারম্যান এটা করেন। পুনরায় দলীয় মনোয়ন দিলে ডাবল জয়লাভ করতে চান তিনি।
তবে এই ইউনিয়ন ও সায়েস্তা ইউনিয়নে দলীয় মনোয়ন প্রদানে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করেন সিনিয়র অনেক আ’লীগ নেতা। আর সিংগাইর সদর ও চারিগ্রাম ইউনিয়নে আ’লীগের ত্যাগী ও হেভিওয়েট প্রার্থী সঙ্কট রয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মহল জানান।
এমএসএম / জামান
মাত্র ৯ মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ইয়াছিন
বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? -হাসনাত আব্দুল্লাহ,
ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের সংবর্ধনা
বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী
জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ
হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি
প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে
রাজশাহীতে সাংবাদিক অধিকার আদায়ে আরইউজে'র বিক্ষোভ সমাবেশ
ঝড় বৃষ্টিতে গোদাগাড়ীতে বোরো ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা