ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৬-৯-২০২১ বিকাল ৫:২৬

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি (৯নং ওয়ার্ড) গ্রামে অবস্থিত সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় টিআর প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি-অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট টিআর প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান আলহাজ মো. উমর ফারুক নিজেই সভাপতি সেজে ওই অর্থ আত্মসাৎ করেছেন মর্মে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও কুড়িগ্রাম পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন ওই মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলাধীন হলোখানা ইউনিয়নের সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নামে ২০২০-২১ অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় ১ ল‍াখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হলে হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. উমর ফারুক উক্ত প্রতিষ্ঠানের সভাপতি থাকার সুবাদে বরাদ্দকৃত সমুদয় টাকা নিজে আত্মসাৎ করার জন্য সুকৌশলে নিজেই উক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হয়ে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেন। বরাদ্দকৃত উক্ত টিআর প্রকল্পের সমুদয় টাকা উত্তোলনসহ প্রকল্প বাস্তবায়নে সকল কাজের দায়-দায়িত্ব নিজে নিয়ে বিভিন্ন জাল-জালিয়াতির মাধ্যমে প্রকল্পের কোনো কাজ না করে প্রথম ধাপে গত ৩১/০৩/২০২১ইং তারিখে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে গত ১৯/০৫/২০২১ইং তারিখে ৫৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রেও কখনো সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা আবার কখনো স্বতন্ত্র কথাটি ব্যবহার না করে শুধু সুভারকুটি এবতেদায়ী মাদ্রাসা ব্যবহার করেন। 

সরেজমিন এ ব্যাপারে জানতে চাইলে কয়েকজন এলাকাবাসী ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভের সঙ্গে বলেন, বরাদ্দকৃত সমুদয় অর্থ (১ ল‍াখ ১৫ হাজার টাকা) উত্তোলন করা হলেও মাদ্রাসার কোনো কাজ না করে বরাদ্দের পুরোটাই পকেটে পুরেছেন চেয়ারম্যান আলহাজ মো. উমর ফারুক।  

এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, চেয়ারম্যান এভাবে অনেক মসজিদ, মাদ্রাসার নামে আসা প্রকল্পের  টাকাও আত্মসাৎ করেছেন। এমনকি ইউনিয়ন পরিষদে আসা সুযোগ-সুবিধা যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সব কার্ড তিনি টাকার বিনিময়ে দেন। এর ফলে প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগগুলো ব্যাহত হচ্ছে এবং সুবিধাভোগীরা অর্থের বিনিময়ে সুবিধা পাওয়ায় সরকারের প্রতি খুশি হওয়ার পরিবর্তে বিমুখ হচ্ছে।

তিনি আরো জানান, চেয়ারম্যান প্রতিষ্ঠানের সভাপতি হয়ে শিক্ষক নিয়োগের নামেও লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে হলোখানা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ওমর ফারুক বলেন, আনীত অভিযোগ সত্য নয়। তিনি জানান, প্রকল্পের অর্থ অগ্রিম উত্তোলন করে সদস্য সচিবকে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকায় সঠিক সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। আমি আনুমানিক ২০ দিন আগে কাঠের তৈরি ১৫টি ব্রেঞ্চ দিয়েছি। বাকি কাজ চলমান রয়েছে।

সরেজমিন দেখা যায়, এলজিএসপি-৩ প্রকল্পের বরাদ্দকৃত ব্রেঞ্চ দেয়া হয়েছে। প্রদত্ত প্রতিটি ব্রেঞ্চে সিল মারা আছে এলজিএসপি-৩ প্রকল্প, অর্থবছর ২০২০-২১ইং, বাস্তবায়নে হলোখানা ইউনিয়ন পরিষদ। এতে প্রতীয়মান হয় যে, এলজিএসপি-৩ প্রকল্পের ব্রেঞ্চ অভিযোগ ওঠা টিআর প্রকল্পে দেয়া হয়েছে। ফলে এলজিএসপি-৩ প্রকল্পের অনিয়মের চিত্রও স্পষ্ট ফুটে উঠেছে।

কাজ না করে প্রকল্পের সমুদয় অর্থ উত্তোলন ও আত্মসাতের অভিযোগ সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো. ফিজানুর রহমান বলেন, কোনো কাজ করা হয়নি তা নয়। প্রকল্পের কিছু কাজ করা হয়েছে আর কিছু কাজ বাকি ছিল। অবশিষ্ট কাজ এখন করা হচ্ছে।

এমএসএম / জামান

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু