ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৬-৯-২০২১ বিকাল ৫:২৬

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি (৯নং ওয়ার্ড) গ্রামে অবস্থিত সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় টিআর প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি-অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট টিআর প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান আলহাজ মো. উমর ফারুক নিজেই সভাপতি সেজে ওই অর্থ আত্মসাৎ করেছেন মর্মে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও কুড়িগ্রাম পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন ওই মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলাধীন হলোখানা ইউনিয়নের সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নামে ২০২০-২১ অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় ১ ল‍াখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হলে হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. উমর ফারুক উক্ত প্রতিষ্ঠানের সভাপতি থাকার সুবাদে বরাদ্দকৃত সমুদয় টাকা নিজে আত্মসাৎ করার জন্য সুকৌশলে নিজেই উক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হয়ে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেন। বরাদ্দকৃত উক্ত টিআর প্রকল্পের সমুদয় টাকা উত্তোলনসহ প্রকল্প বাস্তবায়নে সকল কাজের দায়-দায়িত্ব নিজে নিয়ে বিভিন্ন জাল-জালিয়াতির মাধ্যমে প্রকল্পের কোনো কাজ না করে প্রথম ধাপে গত ৩১/০৩/২০২১ইং তারিখে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে গত ১৯/০৫/২০২১ইং তারিখে ৫৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রেও কখনো সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা আবার কখনো স্বতন্ত্র কথাটি ব্যবহার না করে শুধু সুভারকুটি এবতেদায়ী মাদ্রাসা ব্যবহার করেন। 

সরেজমিন এ ব্যাপারে জানতে চাইলে কয়েকজন এলাকাবাসী ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভের সঙ্গে বলেন, বরাদ্দকৃত সমুদয় অর্থ (১ ল‍াখ ১৫ হাজার টাকা) উত্তোলন করা হলেও মাদ্রাসার কোনো কাজ না করে বরাদ্দের পুরোটাই পকেটে পুরেছেন চেয়ারম্যান আলহাজ মো. উমর ফারুক।  

এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, চেয়ারম্যান এভাবে অনেক মসজিদ, মাদ্রাসার নামে আসা প্রকল্পের  টাকাও আত্মসাৎ করেছেন। এমনকি ইউনিয়ন পরিষদে আসা সুযোগ-সুবিধা যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সব কার্ড তিনি টাকার বিনিময়ে দেন। এর ফলে প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগগুলো ব্যাহত হচ্ছে এবং সুবিধাভোগীরা অর্থের বিনিময়ে সুবিধা পাওয়ায় সরকারের প্রতি খুশি হওয়ার পরিবর্তে বিমুখ হচ্ছে।

তিনি আরো জানান, চেয়ারম্যান প্রতিষ্ঠানের সভাপতি হয়ে শিক্ষক নিয়োগের নামেও লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে হলোখানা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ওমর ফারুক বলেন, আনীত অভিযোগ সত্য নয়। তিনি জানান, প্রকল্পের অর্থ অগ্রিম উত্তোলন করে সদস্য সচিবকে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকায় সঠিক সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। আমি আনুমানিক ২০ দিন আগে কাঠের তৈরি ১৫টি ব্রেঞ্চ দিয়েছি। বাকি কাজ চলমান রয়েছে।

সরেজমিন দেখা যায়, এলজিএসপি-৩ প্রকল্পের বরাদ্দকৃত ব্রেঞ্চ দেয়া হয়েছে। প্রদত্ত প্রতিটি ব্রেঞ্চে সিল মারা আছে এলজিএসপি-৩ প্রকল্প, অর্থবছর ২০২০-২১ইং, বাস্তবায়নে হলোখানা ইউনিয়ন পরিষদ। এতে প্রতীয়মান হয় যে, এলজিএসপি-৩ প্রকল্পের ব্রেঞ্চ অভিযোগ ওঠা টিআর প্রকল্পে দেয়া হয়েছে। ফলে এলজিএসপি-৩ প্রকল্পের অনিয়মের চিত্রও স্পষ্ট ফুটে উঠেছে।

কাজ না করে প্রকল্পের সমুদয় অর্থ উত্তোলন ও আত্মসাতের অভিযোগ সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো. ফিজানুর রহমান বলেন, কোনো কাজ করা হয়নি তা নয়। প্রকল্পের কিছু কাজ করা হয়েছে আর কিছু কাজ বাকি ছিল। অবশিষ্ট কাজ এখন করা হচ্ছে।

এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

দোহারে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন