ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় কিশোরী পূর্ণিমা ধর্ষণ-হত্যাকাণ্ড : ঘাতক পার্থ গ্রেফতার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৬-৯-২০২১ বিকাল ৫:২৭

সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট এলাকার পূর্ণিমা ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামি পার্থ মণ্ডলকে গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে পুলিশ। এ বিষয়ে রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যলয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি সাংবাদিকদের বলেন, গত ২৪ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে দেবহাটা থানাধীন টিকেট গ্রামস্থ তারক বাবুর পুরাতন পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খানের নেতৃত্বে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মাে. ইয়াছিন আলম চৌধুরীর সম্বন্বয়ে একটি চৌকস টিম মামলার মূল রহস্য উদ্ঘাটন শুরু করে এজাহারনামীয় একমাত্র আসামি দেবহাটার টিকেট এলাকার শিবু মণ্ডলের ছেলে পার্থ মণ্ডলকে (২১) সাঁড়াশি অভিযান পরিচালনা করে বৈকারী সীমান্ত থেকে আটক হয় ।

জিজ্ঞাসাবাদে আসামি পার্থ মণ্ডল স্বীকারােক্তিকালে জানায়, গাভা এ কে এম মাধ্যমিক বিদ্যালয় পড়াশোনাকালে ভিকটিম পূর্ণিমা দাস ও আসামি পার্থ মণ্ডলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে ‍আসছিল। বর্তমানে ভিকটিম পূর্ণিমা দশম শ্রেণির ছাত্রী এবং আসামি পার্থ মণ্ডল এসএসসি পাস করে খান বাহাদুর আহসান উল্লাহ প্যারামেডিকেলে দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত।

গত ৪ মাস পূর্বে তাদের প্রেমের সম্পর্ক উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়ে গেলে উভয় পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় হতাশাগ্রস্ত হয়ে আসামি পার্থ মণ্ডল বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে চিকিৎসায় সুস্থ হয়। আসামি অসুস্থয থাকাকালীন তার প্রেমিকা পূর্ণিমা দাস কোনো খোঁজখবর না নিয়ে তাকে এড়িয়ে চলে এবং পরবর্তীতে এলাকায় এবং এলাকার বাইরে একাধিক ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়। এ ধরনের সংবাদ আসামির কানে এলে আসামি পার্থ মণ্ডল ভিকটিম পূর্নিমার প্রতি ক্ষিপ্ত হয় এবং মনে মনে পরিকল্পনা করে সে পূর্ণিমাকে না পেলে অন্য কাউকে তাকে পেতে দেবে না। সুযােগ বুঝে আসামি ভিকটিম পূর্ণিমাকে হত্যা করবে। হত্যা সংঘটনের এক থেকে দেড় মাস পূর্ব হতে মােবাইল ফোনের কথােপকথনের মাধ্যমে তাদের মধ্যে আবার সখ্যতা তৈরি হয় ।

পূর্বপরিকল্পনার অংশ হিসেবে গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেবহাটা থানাধীন টিকেট গ্রামস্থ তারক বাবুর পুরাতন পরিত্যক্ত বাড়িতে ভিকটিম পূর্ণিমা আসামি পার্থ মণ্ডলের সাথে দেখা করে। ঘটনাস্থলে কথাবার্তার একপর্যায়ে আসামি তার কাছে থাকা কালাে ক্যাবল তার দিয়ে ভিকটিমের গলায় পেঁচিয়ে শ্বাসরােধ করে অচেতন করে মাটিতে ফেলে দেয় এবং পরবর্তীতে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে ভিকটিমের শরীরে বিভিন্ন স্থানে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে সর্বশেষ তার হাত দিয়ে গলার টুটি চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর দ্রুত সাতক্ষীরা শহরে সাইকেলযোগে পালিয়ে চলে এসে শহরের বড় বাজারস্থ প্রাণ সায়ের খালে তার ব্যবহৃত মােবাইল ফোন সীমসহ ফেলে দিয়ে রাতে পুরাতন সাতক্ষীরা এলাকায় বসুন্ধরা মেসে অবস্থান করে। পরদিন ভােরে জেলার বিভিন্ন জায়গায় ছােটাছুটি করে বৈকারী সীমান্ত থেকে ভারতে যাওয়ার সয়ম আটক হয়।

আসামির স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাজে ব্যবহৃত ক্যাবল ও তার সাইকেল উদ্ধার করা হয়। তার ব্যবহৃত মােবাইল ফোনটি উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও