ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৫ দুপুর ৪:৪৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নেত্রকোনা-২ আসনের (নেত্রকোনা সদর-বারহাট্টা) প্রার্থী ডাক্তার মোঃ আনোয়ারুল হকের পক্ষে বারহাট্টায় সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রা ও সমাবেশ সফল করতে মঙ্গলবার সকাল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ স্ব-স্ব ব্যানারে উপজেলা সদরের গোপালপুর পশ্চিম বাজার গরুহাট্টায় এসে জমায়েত হন। পরে বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আশিক আহম্মেদ কমলের সঞ্চালনায় ও সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার মোঃ আনোয়ারুল হক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজাত, সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান খান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিলকী। এছাড়াও জেলা ও বারহাট্টা উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, 'বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এ কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও আগামীতে দেশ পরিচালিত হবে। এখন দেশে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, তা আরো কয়েক বছর আগে তারেক রহমান ঘোষণা করেছিলেন। উল্লেখিত দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে।'
তিনি আরও বলেন, সবার আগে দেশ, আর সেই দেশের উন্নয়ন অগ্রগতি প্রশ্নে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশী নাগরিকদের মুক্তির সনদ। ৩১ দফার বাস্তবায়ন দেশকে উন্নয়ন ও সমতার চরম শিখরে নেবে ইনশা আল্লাহ।
সমাবেশ শেষে বিকালে উপজেলার শহরের গরুহাট্টা থেকে জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Aminur / Aminur

সাভারের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সিআরপি হাসপাতাল পরিদর্শন

কৃষকের কল্যাণেই গবেষণা হোক : স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত

দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল

বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ

দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহমেদের যোগদান

দীর্ঘদিন অবহেলার পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

রাণীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু

জুলাই বিপ্লবের মুখ্য বিষয় ছিল বৈষম্যের বিরোধ, পূর্বধলায় গণসমাবেশে মামুনুল হক