সাইফুল আলম নিরবকে ঢাকা -১২ আসন মনোনয়ন দেওয়ায় আনন্দের বন্যা
ঢাকা-১২ আসনে এখন ভরপুর উৎসবের আমেজ। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এই আসনে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকেই এলাকাজুড়ে চলছে আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময়। কারণ, দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা সাইফুল আলম নিরব এবার প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নামছেন।
রাজনীতিতে দীর্ঘ পথচলার মধ্য দিয়ে উঠে আসা নিরবের নাম নতুন নয়। তিনি ছাত্রজীবন থেকেই বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে ছাত্রদল ও যুবদলের দায়িত্বশীল পদে থেকে কেন্দ্রীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সর্বশেষ তিনি বিএনপি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ সংগ্রামের প্রতিদান
গত সরকারের আমলে রাজনৈতিক কারণে সাইফুল আলম নিরবের বিরুদ্ধে প্রায় ৪৭৬টি মামলা দায়ের হয়েছিল। প্রায় ১৫ বছর তিনি বিভিন্ন সময়ে কারাভোগ করেছেন, কিন্তু কখনো দল ত্যাগ করেননি বা অবস্থান বদলাননি। বিএনপি’র তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা তার এই ধৈর্য, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার নাম চূড়ান্ত করেছেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় উচ্ছ্বাস দেখা দেয়। একাধিক ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন, কেউ কেউ একে ‘ত্যাগের পুরস্কার’ হিসেবে দেখছেন।
জনপ্রিয়তার কারণ
ঢাকা-১২ আসনের সাধারণ ভোটাররাও নিরবের সঙ্গে পরিচিত। বহু বছর ধরে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন। কারাগারে থাকা অবস্থাতেও তিনি সহকর্মী ও পরিবারের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, “দীর্ঘদিন ধরে তিনি আমাদের পাশে ছিলেন। দলে সংকট আসলে নিরব ভাই সামনে থাকেন। এবার আমরা চাই তার বিজয় দিয়ে সেই ত্যাগের প্রতিদান দিতে।”
রাজনীতিতে নতুন গতি
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাইফুল আলম নিরবের প্রার্থিতা বিএনপি’র জন্য কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। তিনি শুধু অভিজ্ঞ নন, বরং তরুণ প্রজন্মের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত সততার কারণে তিনি নতুন নেতৃত্বের ধারক হতে পারেন বলে তারা মনে করেন।
এমএসএম / এমএসএম
উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল
তেজগাঁও শিল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, গণপূর্তের জমি উদ্ধার করল রাজউক
বিভিন্ন প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা: প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ
প্রশিক্ষক হিসেবে ‘বেস্ট টিওটি’ অ্যাওয়ার্ড পেলেন রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস
মানবাধিকার দিবসে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার
জাঁকজমক আয়োজনে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত
প্রিয় নেতাকে স্বাগত জানাতে মহানগর ছাত্রদলের কর্মীসমাবেশ
শিক্ষা ও সমাজ উন্নয়নে অনন্য ভূমিকায় রিডফোর্ড ফাউন্ডেশন