ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অকেজো হয়ে পড়েছে দ্বীপ মনপুরা এলাকার স্লুইসগেটগুলো


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ১:১৬

ভোলা জেলা মনপুরা  উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অকেজো হয়ে পড়েছে দ্বীপ মনপুরা এলাকার স্লুইসগেটগুলো। উপজেলার ১৫ টি স্লুইসগেটের মধ্যে ৭ থেকে ৮ টি এখন সম্পূর্ণ অকার্যকর। এতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার পাশাপাশি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছেন অন্তত ৭০ হাজার কৃষকসহ উপকূলবর্তী সাধারণ মানুষ। 
জানা গেছে, ১৯৯৩ সালের  দিকে পানি উন্নয়ন বোর্ড  মনপুরা উপজেলা'র উপকূলীয় ইউনিয়নগুলোতে কৃষি জমি রক্ষায় স্লুইসগেট নির্মাণ করে। এসব গেট দিয়ে বৃষ্টির পানি  খাল হয়ে সমুদ্রের দিকে চলে যেত। স্লুইসগেটগুলোর মাধ্যমে সমুদ্রের জোয়ারের পানিও নিয়ন্ত্রণে রাখা যেত। তবে ২৫ থেকে ৩০ বছর পর  থেকে এসব গেটের রক্ষণাবেক্ষণ কার্যক্রম একপ্রকার বন্ধ হয়ে যায়। ফলে ধীরে ধীরে লোহার গেটগুলো মরিচা পড়ে জরাজীর্ণ হয়ে পড়ে এবং এখন সেগুলোর অধিকাংশই কার্যক্ষমতা হারিয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, জংলার খাল ,রিজির খাল,তালতলা,কোড়ালিয়া,এলাকায় এবং মনপুরা,হাজীরহাট, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া  ইউনিয়নের স্লুইসগেটগুলো দীর্ঘদিন ধরে অকেজো থাকায় বর্ষা এলেই দুশ্চিন্তায় থাকতে হয় । গত বছর জলাবদ্ধতায় রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। অনেক জমি এখন অনাবাদী। এতে বেকার হয়ে পড়েছেন অনেক চাষি ও দিনমজুর।
জংলার খালের স্লুইসগেটের ৪ টি দরজা পানিতে  সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। প্রতিবারই গেটগুলোতে জোড়াতালির চেষ্টা করা হলেও তা টেকসই হয় না। লাখ লাখ টাকা খরচ হলেও কার্যকর সমাধান মিলছে না। ফলে বর্ষা মৌসুমে জোয়ার ও বৃষ্টির পানি একত্র হয়ে কৃষিজমিতে দীর্ঘ সময় জলাবদ্ধতা তৈরি করে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে।
এদিকে মনপুরা উপজেলার খাল গুলোতে  কয়েক কোটি টাকা ব্যায়ে  নতুন স্লুইসগেট নির্মাণ কাজ চলমান। প্রকল্পের কাজ ধীরগতিতে এগোচ্ছে, ফলে ৩ বছর  আগেই স্লুইসগেট এর কাজ  শেষ হবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


জংলার খাল এলাকার স্থানীয় বাসিন্দা ফারুক জানান , “স্লুইসগেটটি'র দীর্ঘ ৩ থেকে ৪ বছর ধরে অকেজো থাকায় আমাদের  সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় নেতা এবং  পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এই সমস্যার মূল কারণ।”
তিনি আরো জানান, ২ বছর আগে জংলার খালের স্লুইসগেট  এর ৪ টি দরজা পূনঃনির্মাণ করা হয়েছে । কিন্তু পূনঃনির্মাণ এর ৫ মাসের মাথায় একটি দরজা ছুটে পরে জায় এর পরের বছর আরো দুইটি দরজা ছুটে পরে জায় এতে করে গত বছর বর্ষার মৌসুমে আমাদের সোনালী ফসল জোয়ারের পানি উঠে নষ্ট হয়ে যায়। এতে করে আমাদের প্রায় ১৫ হাজার পরিবারের কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়ে যায়। আমরা অনেক বার ইউএনও, মেম্বার চেয়ারম্যান এর কাছে অনুরোধ করেছি আমাদের স্লুইসগেট এর দরজা গুলো মেরামত করে দেওয়ার জন্য কিন্তু কোন কাজ হয়নি। তাহারা শুধু নিজেদের স্বার্থ খুঁজে।  

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অবিলম্বে স্লুইসগেটগুলো সংস্কার ও নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিলো , স্লুইসগেট এর কারণে এই বছর  কৃষি ও জনজীবন দুইই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে ।

এমএসএম / এমএসএম

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে