দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অকেজো হয়ে পড়েছে দ্বীপ মনপুরা এলাকার স্লুইসগেটগুলো
ভোলা জেলা মনপুরা উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অকেজো হয়ে পড়েছে দ্বীপ মনপুরা এলাকার স্লুইসগেটগুলো। উপজেলার ১৫ টি স্লুইসগেটের মধ্যে ৭ থেকে ৮ টি এখন সম্পূর্ণ অকার্যকর। এতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার পাশাপাশি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছেন অন্তত ৭০ হাজার কৃষকসহ উপকূলবর্তী সাধারণ মানুষ।
জানা গেছে, ১৯৯৩ সালের দিকে পানি উন্নয়ন বোর্ড মনপুরা উপজেলা'র উপকূলীয় ইউনিয়নগুলোতে কৃষি জমি রক্ষায় স্লুইসগেট নির্মাণ করে। এসব গেট দিয়ে বৃষ্টির পানি খাল হয়ে সমুদ্রের দিকে চলে যেত। স্লুইসগেটগুলোর মাধ্যমে সমুদ্রের জোয়ারের পানিও নিয়ন্ত্রণে রাখা যেত। তবে ২৫ থেকে ৩০ বছর পর থেকে এসব গেটের রক্ষণাবেক্ষণ কার্যক্রম একপ্রকার বন্ধ হয়ে যায়। ফলে ধীরে ধীরে লোহার গেটগুলো মরিচা পড়ে জরাজীর্ণ হয়ে পড়ে এবং এখন সেগুলোর অধিকাংশই কার্যক্ষমতা হারিয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, জংলার খাল ,রিজির খাল,তালতলা,কোড়ালিয়া,এলাকায় এবং মনপুরা,হাজীরহাট, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের স্লুইসগেটগুলো দীর্ঘদিন ধরে অকেজো থাকায় বর্ষা এলেই দুশ্চিন্তায় থাকতে হয় । গত বছর জলাবদ্ধতায় রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। অনেক জমি এখন অনাবাদী। এতে বেকার হয়ে পড়েছেন অনেক চাষি ও দিনমজুর।
জংলার খালের স্লুইসগেটের ৪ টি দরজা পানিতে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। প্রতিবারই গেটগুলোতে জোড়াতালির চেষ্টা করা হলেও তা টেকসই হয় না। লাখ লাখ টাকা খরচ হলেও কার্যকর সমাধান মিলছে না। ফলে বর্ষা মৌসুমে জোয়ার ও বৃষ্টির পানি একত্র হয়ে কৃষিজমিতে দীর্ঘ সময় জলাবদ্ধতা তৈরি করে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে।
এদিকে মনপুরা উপজেলার খাল গুলোতে কয়েক কোটি টাকা ব্যায়ে নতুন স্লুইসগেট নির্মাণ কাজ চলমান। প্রকল্পের কাজ ধীরগতিতে এগোচ্ছে, ফলে ৩ বছর আগেই স্লুইসগেট এর কাজ শেষ হবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জংলার খাল এলাকার স্থানীয় বাসিন্দা ফারুক জানান , “স্লুইসগেটটি'র দীর্ঘ ৩ থেকে ৪ বছর ধরে অকেজো থাকায় আমাদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় নেতা এবং পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এই সমস্যার মূল কারণ।”
তিনি আরো জানান, ২ বছর আগে জংলার খালের স্লুইসগেট এর ৪ টি দরজা পূনঃনির্মাণ করা হয়েছে । কিন্তু পূনঃনির্মাণ এর ৫ মাসের মাথায় একটি দরজা ছুটে পরে জায় এর পরের বছর আরো দুইটি দরজা ছুটে পরে জায় এতে করে গত বছর বর্ষার মৌসুমে আমাদের সোনালী ফসল জোয়ারের পানি উঠে নষ্ট হয়ে যায়। এতে করে আমাদের প্রায় ১৫ হাজার পরিবারের কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়ে যায়। আমরা অনেক বার ইউএনও, মেম্বার চেয়ারম্যান এর কাছে অনুরোধ করেছি আমাদের স্লুইসগেট এর দরজা গুলো মেরামত করে দেওয়ার জন্য কিন্তু কোন কাজ হয়নি। তাহারা শুধু নিজেদের স্বার্থ খুঁজে।
স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অবিলম্বে স্লুইসগেটগুলো সংস্কার ও নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিলো , স্লুইসগেট এর কারণে এই বছর কৃষি ও জনজীবন দুইই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে ।
এমএসএম / এমএসএম
সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী
তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা
খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু
তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা
দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত
বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র্যালী
শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'
মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার
জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন
ফ্যাসিবাদীদের কারনে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি-মানিকগঞ্জে রিতা
নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মভঙ্গ দুপুরে জাতীয় পতাকা নামিয়ে স্কুল বন্ধ