ভোলা-৪ আসনের এমপি প্রার্থী নয়নের আগমন উপলক্ষে মনপুরায় উৎসবমুখর পরিবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো ভোলা-৪ চরফ্যাশন মনপুরার আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন । সেই প্রেক্ষাপটে নিজ নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে আগামীকাল মনপুরায় আসছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
দীর্ঘ ৩৭ বছর পর স্থানীয় সন্তান বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় আগামীকাল মনপুরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং এলাকাবাসী তাদের প্রিয় সন্তানকে বরণ করে নিবেন।
মনপুরা উপজেলা বিএনপি সূত্রে জানা যায়,শনিবার (৮ নভেম্বর ) সকাল ১০ টায় বিএনপির মনোনীত ভোলা ৪ (চরফ্যাশন, মনপুরার) এমপি পার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়ে মনপুরায় আগমন করবেন নূরুল ইসলাম নয়ন । মনপুরা উপজেলার স্থানীয় লক্ষ লক্ষ নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করবেন।
আরও জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে,
এ বিষয়ে মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার জানান, গত ৩৭ বছরে মনপুরা বিএনপির নেতাকর্মীরা স্থানীয় এমপি প্রার্থী পাননি, এবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, আজ নিজ এলাকার সন্তান এমপি প্রার্থী হিসেবে দেড় লক্ষাধিক মানুষ মনপুরার হাজীরহাট বাজারের সদর রোডে তাকে বরণ করে নিবেন, তাই তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।’
মনপুরা উপজেলা বিএনপির সহ- সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন জানান , নূরুল ইসলাম নয়ন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪( চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর আগামীকাল শনিবার মনপুরায় আগমন করবেন নূরুল ইসলাম নয়ন। নূরুল ইসলাম নয়ন ভাইয়ের মনপুরায় শুভাগমন উপলক্ষে মনপুরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উজ্জীবিত রয়েছে। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এর ধারাবাহিকতায় চরফ্যাশন-মনপুরার মানুষের ভালোবাসা নিয়েই নূরুল ইসলাম নয়ন ভাই এগিয়ে যাবে এবং তার শুভাগমন উপলক্ষে আমার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।
মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা জানান , কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা ৪ (চরফ্যাশন -মনপুরার) মনোনীত প্রার্থী প্রিয় নেতা মোঃ নূরুল ইসলাম নয়ন ভাই আগামীকাল মনপুরায় আগমন উপলক্ষে মনপুরা নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ব্যাপক উদ্যোগ ও তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে মনপুরায় জনসমুদ্রে রূপ নিবে বলে আমি আশাবাদী।
মনপুরা উপজেলা বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের মাঝে নূরুল ইসলাম নয়ন ভাইয়ের আগমন ঘিরে উচ্ছাসে মেতে উঠেছে নেতাকর্মীরা। তার সফর ঘিরে উজ্জীবিত হয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনাকে আরো গতিশীল করবে বলে জানিয়েছেন উপজেলা নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন
ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ
মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা
রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা
চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী
হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?