উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত মনপুরা দ্বীপের দেড় লাখ মানুষ: যোগাযোগ ও স্বাস্থ্যসেবার নাজুক দশা
একটি দেশের সার্বিক স্থিতাবস্থা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে থাকে এবং সামগ্রিক উন্নয়নের জন্য শহর ও গ্রাম উভয় দিকে সমানভাবে নজরদারি ও বরাদ্দ প্রদান করা প্রয়োজন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, মেগা প্রকল্পগুলোর দিকে অধিক দৃষ্টি প্রদান করতে গিয়ে ছোট-খাট অনেক জায়গায়ই আলোচনার বাইরে থেকে যায়। এখনো গ্রামে-গঞ্জে শহরের তুলনায় বেশি মানুষ বসবাস করে, তাই গ্রামের সার্বিক বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও নজরদারি গ্রামীণ সমাজে কাঙ্খিত পরিবর্তন আনয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।
বিশেষ করে ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা দ্বীপে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে সজাগ দৃষ্টি উপস্থাপন করলে গ্রামীণ সমাজে উন্নয়নের ছোঁয়া পরিলক্ষিত হতো। এ কথা অস্বীকার করার অবকাশ থাকে না যে, উন্নত যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে মনপুরা দ্বীপের প্রায় দেড় লক্ষ জনগোষ্ঠী এখনো উন্নয়নের ধরা ছোঁয়ার বাইরে। এমনো দেখা গেছে একটি মাত্র ব্রীজ এবং উন্নত যানবাহনের কারণে প্রায় দেড় লক্ষাধিক মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন। আবার এমনো দেখা যায়, তিন/চার কিলোমিটার রাস্তা পাকাকরণের আওতায় নিয়ে আসলে মনপুরা উপজেলার হাজার হাজার মানুষের জীবনযাত্রা বহুলাংশে উন্নত ও আধুনিক হবে। তাছাড়া গ্রাম পর্যায়ে সরকারের বরাদ্দের বিষয়ে নজরদারি ও জবাবদিহীতার সমন্বয়ে কাজ করে যেতে পারলে পরিস্থিতি আরো উন্নত ও আধুনিক হবে।
মানুষের মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত এবং রাষ্ট্রের সকল নাগরিকের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু ভোলা জেলা মনপুরা উপজেলার দেড় লাখ মানুষের জীবন যাত্রায় দেখা যায়, স্বাস্থ্য পরিসেবা থেকে দূরত্ব, যথাযথ সেবা না পাওয়া, সেবার অপ্রতুলতা ইত্যাদি কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা বিভাগ হতে সেবা গ্রহণ করতে অনিচ্ছুক থাকে। আবার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনটি দীর্ঘদিন ধরে সংষ্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কমপ্লেক্সটির অবকাঠামো প্রয়োজনীয় সংস্কারের অভাবে দিনকে দিন নাজুক অবস্থায় পতিত হচ্ছে, যেখানে কর্মরতদের তেমন টয়লেট সুবিধাও নেই এবং বসার পরিবেশও ভালো নেই। কাজেই বলা যায়, উপযুক্ত পরিবেশ এবং স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের অভাবে মনপুরার স্বাস্থ্য খাতের পরিবেশ প্রতিনিয়ত প্রতিকূলে চলে যাচ্ছে এবং মনপুরা উপজেলার স্বাস্থ্য সেবার অবস্থার পরিবর্তন অত্যন্ত প্রয়োজন।
দ্বিতীয় যে কারণটিকে চিহ্নিত করা হয়েছে সেটি হলো: কর্মরত স্টাফদের ব্যবহার সাধারণ মানুষদের নিকট গ্রহণযোগ্য নয় এবং স্টাফদের উপস্থিতিও আশাব্যঞ্জক নয়। যিনি এমবিবিএস পাশ করা ডাক্তার উনাদেরকে কালে ভদ্রে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায় এমন অভিযোগ রয়েছে। পাশাপাশি কিছু কর্মরত স্টাফ সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করে যে, কমপ্লেক্স থেকে প্রদত্ত ওষুধ সরকারি সেবা নয়; এটা তারা নিজেরা মানুষদেরকে দিচ্ছে। এমন রূঢ় আচরণের কারণে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। লোকমুখে শোনা যায়, মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা চাকুরি করেন তাদের আত্মীয় স্বজনদেরও নাকি ওষুধ পত্র কিনতে হয় না, অথচ এই ওষুধগুলো সাধারণ মানুষের জন্য সরকারের অনুদান। কাজেই বিষয়গুলোকে সুষ্ঠু তদন্তের আওতায় এনে স্বাস্থ্য সেবা খাতকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে আসা অত্যন্ত জরুরী।
মনপুরার যোগাযোগ ব্যবস্থার চিত্র তুলে ধরে বলা যায়, বিশেষ করে ২ নং হাজীরহাট ইউনিয়ন এর অধিকাংশ রাস্তা গুলো এখনো কাঁচা রাস্তা, খানা-খন্দে ভরপুর, সামান্য বৃষ্টিতে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে উঠে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি রাস্তাটি পাকাকরণের, কিন্তু এখনো এই রাস্তাগুলো আলোর মুখ দেখছে না। মনপুরার এই সকল রাস্তা গুলো দীর্ঘদিনের দাবি হলেও জনআকাঙ্খা মেটাতে কেউই যেমন এগিয়ে আসছে না ঠিক তেমনিভাবে কর্তৃপক্ষের নজরেও গোচরীভূত হচ্ছে না। কাজেই বিষয়গুলোকে ভাবনার মধ্যে নিয়ে এসে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণের স্বপ্নকে বাস্তবে রূপদানের প্রচেষ্টা থাকতে হবে, বিশেষ করে গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে।
এমএসএম / এমএসএম
সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী
তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা
খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু
তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা
দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত
বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র্যালী
শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'
মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার
জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন
ফ্যাসিবাদীদের কারনে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি-মানিকগঞ্জে রিতা
নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মভঙ্গ দুপুরে জাতীয় পতাকা নামিয়ে স্কুল বন্ধ