ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

রাজশাহীর বাগমারায় টানা সহিংসতা: বোমা হামলা ও পুকুরে বিষ প্রয়োগে উত্তেজনা


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ৪:৩১

রাজশাহীর বাগমারা উপজেলায় একের পর এক সহিংস ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে ও পরবর্তী দিনগুলোতে উপজেলার বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ও পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে, আনুমানিক রাত ২টা ১০ মিনিটের দিকে গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়ির সামনে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির বেলকুনির পাশে বোমা রেখে দ্রুত মাড়িয়া মোড়ের দিকে পালিয়ে যায়। বিস্ফোরণের তীব্র শব্দ ও ধোঁয়ায় মুহূর্তেই চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মূল ফটকের কাছ থেকে একটি কৌটা সদৃশ বোমার অবশিষ্টাংশ উদ্ধার করে। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে বাড়ির দেয়াল ও আশপাশের এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে স্থানীয় নেতা রেজাউল করিম টুটুল বলেন, “এটা নিছক রাজনীতি নয়, এটি সন্ত্রাসী হামলা। আমি মানুষের কল্যাণে রাজনীতি করতে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। বোমা মেরে রাজনীতি করা যায় না। শুধু শ্বশুরবাড়ি নয়, আমার নিজ বাসার সামনেও একটি ব্যাগে ককটেল সদৃশ বোমা পাওয়া গেছে।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত চলছে।”

একই রাতে উপজেলার দুবিলার বিলে আরও একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহানের লিজ নেওয়া প্রায় ৫০ বিঘা আয়তনের একটি পুকুরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে প্রায় দেড় কোটি টাকার মাছ মারা যায় বলে অভিযোগ করেছেন তিনি।

রবিবার সকালে স্থানীয়রা পুকুরপাড়ে গিয়ে দেখতে পান বড় বড় মাছ পানিতে ভেসে উঠেছে। এলাকাবাসীর ধারণা, পানি ঠান্ডা এবং বিষের প্রভাবে অনেক মাছ তলিয়ে গেছে, যেগুলো পরবর্তী এক-দুই দিনের মধ্যে পচে ভেসে উঠবে।

উপাধ্যক্ষ সোবহান বলেন, “রাজনৈতিক কারণে, বিশেষ করে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে থাকার কারণে এই ক্ষতি করা হয়েছে। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি, আনুষ্ঠানিক অভিযোগও করব।”

এছাড়া গত বৃহস্পতিবার সকালে একই ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান তাঁর নিজ মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ এনে পুকুরপাড়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই কোটি টাকার মাছ নিধন করেছে।

চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসারই ফল। আমি বিএনপির মনোনয়ন বঞ্চিত অধ্যাপক কামাল হোসেনের অনুসারী। রাজনৈতিক কারণে আমার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
এই ঘটনায় বাগমারা থানায় বোয়ালিয়া গ্রামের আয়নাল হকের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাষ্টার আনিসুর রহমান, আব্দুস সালাম, আহসান হাবিব, আনোয়ার পারভেজ, আব্দুর রউফ, রেজাউল করিম, ফিরোজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী

ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত

রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন

তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারীপুরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় বিচার চায় পরিবার

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে স্টুডিও টেলিকম ও ফটোকপি ব্যবসায়ীদের মতবিনিময় ও মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় টানা সহিংসতা: বোমা হামলা ও পুকুরে বিষ প্রয়োগে উত্তেজনা