২৭ লাখ টাকায় টিনশেড ঘর
নাগেশ্বরী পাউবো'র সংস্কার বরাদ্দে ব্যাপক অনিয়ম
কুড়িগ্রামের নাগেশ্বরী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের সংস্কার প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি ২৭ লাখ টাকার ‘সংস্কার বরাদ্দ’ নিয়ে নির্মাণ করা হয়েছে নতুন একটি টিনশেড ঘর- যার আয়তন মাত্র ৩০ বর্গফুট! অর্থাৎ, যে অর্থে পুরনো ভবনটি সংস্কার করার কথা ছিল, তা ব্যবহার করা হয়েছে ভিন্ন খাতে যা স্পষ্টভাবে সরকারি অর্থ ব্যবহারের নীতিমালা লঙ্ঘন ও আত্মসাতের শামিল।
সরকারি কাগজে লেখা আছে 'অফিস ভবন সংস্কার কাজ সম্পন্ন,। কিন্তু সাইটে গিয়ে দেখা যায়, পুরনো ভবনটি আগের মতোই অবস্থায় রয়েছে-
তার পাশেই দাঁড়িয়ে আছে কাঠ ও লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি একটি টিনশেড ঘর। এটাই এখন পাউবো অফিস! স্থানীয় ঠিকাদার বলেন এই ঘর বানাতে সর্বোচ্চ ৭- ৯ লাখ টাকার বেশি খরচ হয় না। ২৭ লাখ টাকার বিল দেখানো মানে সরাসরি লুটপাট।
২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ‘দুধকুমর প্রকল্পের আওতায় অফিস ভবন সংস্কার’ নামে ২৭ লাখ টাকা বরাদ্দ হয়। কিন্তু বাস্তবে কোনো সংস্কার হয়নি- হয়েছে সম্পূর্ণ নতুন নির্মাণ।
প্রকল্পের কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের ইউনাইটেড ব্রাদার্স, আলমনগর, কিন্তু কাজটি বাস্তবে করেছে কুড়িগ্রামের বেলাল কনস্ট্রাকশন।
এবিষয়ে যোগাযোগ করা হলে বেলাল হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছু বলব না।
নাগেশ্বরী পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী মুন্না হক বলেন, পুরনো ভবনটি নষ্ট ছিল, তাই নতুন ঘর করা হয়েছে। নতুন ভবনের বরাদ্দ না থাকায় সংস্কারের অর্থেই টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে।
তিনি আরোও বলেন, বিভাগীয় পিডি ও জেলা নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা ও পরামর্শক্রমে সংস্কারের পরিবর্তে নতুন করে টিনশেড ঘর তৈরি করা হয়েছে।
এ বিষয়ে জেলা পাউবো’র নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান বলেন, আমরা সমন্বয় করে কাজ করেছি। এতে নীতিগত কোনো সমস্যা নেই।
রংপুর বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা (পুর) বলেন, আমি নতুন এসেছি। কিভাবে অনুমোদন হয়েছে জানি না। তবে
উর্ধতন কর্মকর্তার নির্দেশনায় এক বরাদ্দের অর্থ দিয়ে অন্য বরাদ্দের কাজ করা যায়। কিন্তু এখানে কীভাবে করেছে সেটা বলতে পারব না।
দুধকুমর প্রকল্পটি পরিচালক তৎকালীন রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী বর্তমানে পাউবোর প্রধান কার্যালয়ে অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) হিসেবে দায়িত্বে থাকা মাহবুবুর রহমান বলেন, এ বিষয়টি এখন আমার মনে নেই, মাথায় কিছু আসছে না। কয়েকদিন পরে জানাতে পারব। সংস্কারের নামে বরাদ্দ নিয়ে তার নির্দেশ ও পরামর্শেই টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে বলে উপসহকারী মুন্নার দাবির সত্যতা জানতে চাইলে এ কথাগুলো বলেন তিনি।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়