তাড়াশের নওগা ডিগ্রী কলেজের মামলা উপেক্ষা করে নিয়োগ

সিরাজগঞ্জের তাড়াশের নওগা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ নিয়োগ কমিটির বিরুদ্ধে মামলা থাকাবস্থায় আইন অমান্য করে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৪ মে এবং চলতি বছরের ২ জুন উপাধ্যক্ষ নিয়োগের জন্য পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে মোতাবেক মামলার বাদী মো. দুলাল হোসেন ১ হাজার টাকা জমার রসিদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজ অফিসে দরখাস্ত জমা দেন। উল্লিখিত আবেদনপত্র যাচাই-বাচাই অন্তে সঠিক বিবেচনায় সাক্ষাৎকারের জন্য অনুমোদন দেয়া হয়। কিন্ত অনিবার্য কারণবশত নিয়োগ বন্ধ হয়ে যায়। পরে আবেদনকারীদের বরাবর কোনো ধরনের সাক্ষাৎকারপত্র প্রেরন না করে মামলার ৬নং বিবাদী মো. আব্দুর রহিমের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে নিয়োগ প্রদানের জন্য প্রতিশ্রুতি দেন।
মামলার বিবাদী কেএম আব্দুল আলীম ও মো. আবুল হাসান জানান, নিয়োগের ব্যাপারে খোঁজখবর নিতে গেলে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম বলেন, ওই পদে কমিটি আব্দুর রহিমকে যোগ্য মনে করে নিযোগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। লোক দেখানো একটি সাক্ষাৎকার গ্রহণ ও ওই কলেজে উপাধ্যক্ষ পদে মেধাসম্পন্ন এবং যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে বর্তমান কলেজ পরিচালনা পরিষদ কর্তৃক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার মাধ্যমে যোগ্য মেধাসম্পন্ন প্রার্থীকে নিয়োগ প্রদানের স্বার্থে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন উল্লাপাড়া উপজেলার কয়ড়া হোড়পাড়া গ্রামের মো. ফজলুর হকের ছেলে মো দুলাল হোসেন। মামলা নং ২৩৮/২০২১ তাং ২৩.০৯.২১ এবং বাংলাদেশ সুপ্রিমকোর্ট ডিভিশনের হাইকোর্ট বেঞ্চ ২৪.০৯.২১ তারিখের নিয়োগ বোর্ড বাতিল চেয়ে রিট পিটিশন করা হয়, যার নং ৮২৮৬ তাং ২৩.০৯.২১।
মামলার বাদী মো. দুলাল হোসেন বলেন, ২৪.০৯.২১ তারিখে লোক দেখানো বোর্ড গঠন করে মোটা অংকের টাকার বিনিময়ে সভাপতি মো. নুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেই কোর্টে মামলা দেয়া হয়েছে।
এ ব্যাপারে নওগা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম বলেন, কলেজের নিয়োগ বাতিল সংক্রান্ত কোর্টের কোনো নোটিস আমরা পাইনি। বিধায় নিয়োগ স্থগিত করার কোনো কারণ নেই।
এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
