ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৩:৫৯

০৯ নভেম্বর ২০২৫ খ্রি. রাজশাহী জেলাধীন বাঘা থানাধীন আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকা হতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ নামক বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি চাক-’সহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: জালাল উদ্দিন ২। মোঃ কামরুজ্জামান (৩৮) ৩। কবির উদ্দিন ৪। খবির উদ্দিন, ৫। মোসা:মনোয়ারা খাতুন(৫০) ৬। মোসাঃ মনিয়ম খাতুন(৪২) ৭। মোঃ আনোয়ার হোসেন(৩৫) ৮। মোঃ আলমগীর হোসেন(৩৭) ৯। মোঃ আলম ইসলাম (১৮) ১০। মোঃ আশরাফুল ইসলাম(৩০) ১১। মোঃ বাচ্চু মন্ডল(৩৯) ১২। আওলাদ হোসেন ১৩। মোঃ মিজানুর রহমান(২৬)।
গ্রেফতারকৃত অভিযুক্ত মো: জালাল উদ্দিন রাজশাহী জেলার বাঘা থানাধীন নূরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র। মোঃ কামরুজ্জামান একই জেলার একই থানার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রাং-এর পুত্র । কবির উদ্দিন একই জেলার একই থানার চৌমাদিয়া গ্রামের মৃত-হাবু দেওয়ানের পুত্র। খবির উদ্দিন, একই জেলার একই থানার একই গ্রামের মৃত হাবু দেওয়ানের পুত্র। মোসা:মনোয়ারা খাতুন, একই জেলার একই থানার কালিদাসখালি গ্রামের মোঃ জিন্নাহ সিকদারের স্ত্রী। মোসাঃ মনিয়ম খাতুন, একই জেলার একই থানার একই গ্রামের মোঃ হান্নানের স্ত্রী, মোঃ আনোয়ার হোসেন, একই জেলার একই থানার একই গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের পুত্র, মোঃ আলমগীর হোসেন, একই জেলার একই থানার খানপুর গ্রামের মোঃ জমসেদ প্রাং-এর পুত্র। মোঃ আলম ইসলাম, একই জেলার একই থানার চকরাজাপুর গ্রামের বকসু মন্ডলের পুত্র, মোঃ আশরাফুল ইসলাম, একই জেলার একই থানার খানপুর গ্রামের সাহাব উদ্দিন কাজীর পুত্র। মোঃ বাচ্চু মন্ডল, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়ীয়া গ্রামের মৃত এলাজ মন্ডলের পুত্র, আওলাদ হোসেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন চৌমাদিয়া গ্রামের দুখাই দেওয়ানের পুত্র, মোঃ মিজানুর রহমান, একই জেলার একই থানার পলাশী ফতেপুর গ্রামের মোঃ আদু মোল্লার পুত্র। 
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি-মহোদয়ের নির্দেশে অতিরিক্ত ডিআইজি (অপস্), নওরোজ হাসান তালুকদারের তদারকিতে ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নেতৃত্বে আজ ০৯ নভেম্বর ২০২৫ খ্রি. ভোর ০৪:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এতে রাজশাহী জেলাধীন আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকা হতে অপারেশনস্ ফার্স্ট লাইট বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের হেফাজত হতে ৩টি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেন্সিডেল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি চাকু উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরর্দীর দুর্গম চরাঞ্চলে চাঁদাবাজি, মাদক চোরাকারবারি, বালুমহাল দখলকে কেন্দ্র করে কয়েকটি সন্ত্রাসী বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে। উপরে বর্ণিত তিনটি জেলার চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আজ ০৯ নভেম্বর ২০২৫ খ্রি. ভোর ০৪:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত জেলা পুলিশ, র‌্যাব, আরআরএফ, রাজশাহী, এপিবিএন ও নৌ-পুলিশের যৌথ অভিযানে মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু হয়েছে।

এমএসএম / এমএসএম

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত