মুক্তিপণ না দেওয়ায় ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্তকে অপহরণের পর হত্যা
রাজধানীর দিয়াবাড়িতে পাওয়া যায় সুদীপ্তর লাশ। শিক্ষার্থী সুদীপ্ত রায় (১৭) ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকার হিমাংশু রায়ের ছেলে। সে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছে। অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তার নাম পিয়াল, যার বাড়ি ঠাকুরগাঁও এবং সে সুদীপ্তের প্রতিবেশী। মঙ্গলবার রাজধানীর দিয়াবাড়ি থেকে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্ত রায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৭ নভেম্বর রাতে অপহরণের শিকার হন সুদীপ্ত। পরে তার পরিবারের কাছে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে অপহরণের পর ওই শিক্ষার্থীর মায়ের কাছে ফোন করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সুদীপ্ত ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। ভাটারা থানার শহীদ আব্দুল আজিজ সড়কে ক্যামব্রিয়ান কলেজের হোস্টেলে সে থাকত। শুক্রবার রাতে অপহরণের শিকার হওয়ার পর শনিবার সন্ধ্যায় সুদীপ্তের বাবা হিমাংশু কুমার রায় ভাটারা থানা এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। জিডির তদন্তের সূত্র ধরে ভাটারা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চলতি মাসের ৩ তারিখে শাহআলী থানার দিয়াবাড়ী এলাকার একটি নির্মানাধীন দশতলা ভবনের তিন তলার ফ্ল্যাটে দুই শিক্ষার্থী সাবলেট নেয়। দশতলা ভবনটির শুধু তিন তলা একটি ফ্ল্যাট রেডি হয়েছে। ওই দুই শিক্ষার্থী ৮ নভেম্বর শনিবার রুমে তালা দিয়ে চলে যায়। এরপর ওই রুমে কেউ আসেননি। মঙ্গলবার ভোরে সাবলেটের ওই রুম থেকে পঁচা গন্ধ পেয়ে ফ্ল্যাটের ভাড়াটিয়া পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজার তালা ভেঙ্গে রুমের বাথরুমে সুদীপ্তের মরদেহ দেখতে পায়। এর আগে তার বাবা হিমাংশু গত শনিবার গণমাধ্যমকে বলেছিলেন, শুক্রবার বিকেলে সুদীপ্তের মায়ের কাছে ফোন করে জানায় সে হোস্টেল থেকে বের হয়ে ঘুরতে যাবে। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে সুদীপ্ত তার কলেজের হোস্টেল সুপার সোয়াশ স্যারকে ফোনে জানায় যে, সে রাতে হোস্টেলে ফিরবে না। কিন্তু রাত ১০টার দিকে তার মাকে ফোনে জানায় যে সে মিরপুরে রয়েছে এবং হোস্টেলে ফিরবে। এরপর রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সুদীপ্তের ফোন থেকে তার মাকে ফোন করে জানায়, সুদীপ্ত তাদের জিম্মায় রয়েছে। শনিবার দুপুর ২টার মধ্যে নির্ধারিত স্থানে ৮০ লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। এসময় এ বিষয়ে পুলিশসহ কাউকে না জানানোর হুমকি দেওয়া হয়। হুমকির ঘটনার পর থেকে সুদীপ্তের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এই ব্যাপারে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অনিক জানান, তদন্তের ধারাবাহিকতায় পুলিশ ময়মনসিংহের মাধবপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ কয়েকজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তাঁর নাম পিয়াল, যিনি সুদীপ্তের ঠাকুরগাঁওয়ের প্রতিবেশী। এ খবর লিখা পর্যন্ত মরদেহ বাসায় আসেনি, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুবৃর্ত্তরা
মনোহরগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বোদায় এসিল্যান্ডের উপর হামলা : আটক-২
নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত
দাগনভূঞায় জামায়াতের পথসভায় আজহারুল ইসলামের বক্তব্য
কুমিল্লা–৬ এ টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান
মনপুরা উপকূলে আজও দগদগে ৭০ এর ১২ নভেম্বর
রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান
চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে বিক্রয় প্রতিনিধি নিহত
ধামরাইয়ে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার-১