দীর্ঘদিন পর মুকসুদপুরে শুরু হলো রোডসেন হাইওয়ে উন্নয়ন কাজ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে
রোডসেন হাইওয়ে উন্নয়ন প্রকল্পের কাজ ১১ নভেম্বর মঙ্গলবার রাত ১০টা হতে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। কাজ শুরু হওয়াতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনের সৃষ্টি হয়েছে।
মুকসুদপুর উপজেলার সদর বাজারে মুকসুদপুর সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন মডেল (এস,জে) উচ্চ বিদ্যালয়ের হতে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত
দীর্ঘদিন ধরেই এই সড়কটির বেহাল দশা হয়েছিল।
খানাখন্দে ভরা,ভাঙ্গাচোরা এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীকে চলাচল করতে হয়েছে। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়নের পদক্ষেপ নেয়া এলাকার জনগণ আনন্দিত হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে,
রোডসেন হাইওয়ে উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ১৯০ মিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হবে। এরমধ্যে মুকসুদপুর এস. জে. স্কুল থেকে উপজেলা হাসপাতাল পর্যন্ত ৩০ মিটার, চৌরঙ্গী মোড়ে ৯০ মিটার,এবং সোনালী ব্যাংক পর্যন্ত ৭০ মিটার সড়ক পুনর্নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬২ লাখ ২৬ হাজার ৫৭ টাকা।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া বলেন, এই রাস্তাটি মুকসুদপুরের প্রাণকেন্দ্রের অংশ। দীর্ঘদিন ভাঙ্গাচোরা অবস্থায় থাকায় মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি শুরু করায় এলাকাবাসীর ভিতরে স্বস্তি ফিরে এসেছে। তিনি আরো বলেন কাজটি দ্রুত ও মানসম্মতভাবে শেষ হবে।
মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কালী মো: ওহিদুল ইসলাম বলেন,এই সড়কটি মুকসুদপুর উপজেলার প্রাণকেন্দ্র। এসড়কে মুকসুদপুরের হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। অনেক আগেই কাজটি করা উচিত ছিল। সড়কটির সংস্কার উন্নয়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেরীতে হলো পদক্ষেপ নেয়ায় এলাকার জনগণ খুশি হয়েছে।
তিনি আরো বলেন,রোডসেন হাইওয়ে শুধু একটি রাস্তা নয়, এটি মুকসুদপুরের অর্থনৈতিক গতিশীলতার প্রতীক। এই প্রকল্পের উন্নয়ন কাজ শেষ হলে বাজার, হাসপাতাল ও স্কুল কলেজে যাতায়াত অনেক সহজ হবে। মানুষের দৈনন্দিন জীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে।”
এমএসএম / এমএসএম
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন
রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ
নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ
মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান
চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ
এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী
শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু
তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ
যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা
নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল