ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেজে কোটি টাকা প্রতারণা: মূলহোতাসহ ৬ জন গ্রেপ্তার


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ২:১১

সুনামগঞ্জে পেঁয়াজ, রসুন ও আলুর ভুয়া ব্যবসায়ী সেজে সাধারণ ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই চাঞ্চল্যকর ঘটনা এবং প্রতারক চক্রের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে সুনামগঞ্জ র‌্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্পে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় যে, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘ দিন ধরে সুনামগঞ্জ, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ ব্যবসায়ী ও জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। প্রায় পাঁচ থেকে ছয় মাস পূর্বে প্রতারক চক্রটি সুনামগঞ্জ এসে স্ব-পরিবারে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে এবং পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি ব্যবসায়ীদের টার্গেট করে একটি প্রতারণার ফাঁদ তৈরি করে। তারা সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায় 'মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে। ব্যবসায়িক কার্যক্রমে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা প্রথম দিকে বাজার দরের চেয়ে কম মূল্যে পেঁয়াজ ও রসুন স্থানীয় ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রয় শুরু করে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তাদের প্রতি বিশ্বাস তৈরি হয়।

বিশ্বাস অর্জনের পর, চক্রটি সকল ব্যবসায়ীর কাছ থেকে পেঁয়াজ ও রসুনের বড় চালান আনার কথা বলে একযোগে অগ্রিম হিসেবে মোটা অংকের কোটি টাকা হাতিয়ে নিয়ে গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে অফিস তালাবদ্ধ করে গা-ঢাকা দেয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ভুক্তভোগীদের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই প্রেক্ষিতে প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়কের নির্দেশে ছায়া তদন্ত শুরু হয় এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার, সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইনের নেতৃত্বে এবং গাইবান্ধা র‌্যাব-১৩ এর সাথে যৌথ অভিযানে গত ১১ নভেম্বর মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), ২. মোছা: শাহানা পারভীন (৪৩), ৩. মো: মশিউর রহমান ওরফে মাসুক (৩০), ৪. শফিউর রহমান (২৬), ৫. রিনা আক্তার (২০) এবং ৬. নারগিস আক্তার (৩৪)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৭/২৭০, তারিখ-১৭/০৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড)। র‌্যাব-৯ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলছে এবং চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একইসাথে র‌্যাব-এর পক্ষ থেকে সাধারণ জনগণকে ভুয়া ব্যবসা বা বিনিয়োগের প্রলোভনে না পড়ার জন্য সচেতন থাকতে এবং সন্দেহজনক কার্যক্রমের তথ্য নিকটস্থ র‌্যাব অফিসে জানানোর অনুরোধ জানানো হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা