ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৪:২৫

“গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট-২০২৫ এর পর্দা উঠলো। বুধবার সন্ধ্যায় নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। 
অনুষ্ঠানে নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্ণামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, টেনিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, খেলোয়ারবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় খেলা দেখতে বিভিন্ন শ্রেণিপেশার সকল বয়সের টেনিস খেলা প্রেমী দর্শকরা মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। 
টুর্ণামেন্টে দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টের প্রতিটি খেলা দর্শকরা শৃঙ্খলা বজায় রেখে বিনা টিকেটে উপভোগ করতে পারছেন। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্ণামেন্টের সমাপনি খেলা অনুষ্ঠিত হবে। সমাপনি খেলা শেষে ওই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেবেন। উদ্বোধনী খেলায় স্বাগতিক নওগাঁ টেনিস দলকে হারিয়ে জামালপুর টেনিস দল বিজয়ী হয়।
আয়োজকরা জানান ১৯২৪ সালে নওগাঁ টেনিস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাব দলের সুনাম এখনোও অক্ষুন্ন রয়েছে। নওগাঁর টেনিস খেলার সুনামকে দেশ-বিদেশের মাটিতে পৌছে দিতে এবং নতুন নতুন টেনিস খেলোয়ারদের খুজে বের করে আনতে নওগাঁ টেনিস ক্লাব কাজ করে আসছে। নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকে নওগাঁর প্রতিটি খেলাপ্রেমী মানুষের মাঝে পৌছে দিতে জেলা প্রশাসকের নিজ উদ্যোগে এমন টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্ণামেন্ট দেশজুড়ে নওগাঁর ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনকে নতুন করে তুলে ধরবে বলে মনে করছেন আয়োজকরা। আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এমএসএম / এমএসএম

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি

সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ

কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান

নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত

দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি

আদমদীঘিতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা