সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের ষড়যন্ত্র ও মামলা-হয়রানি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল কর্তৃক ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার শ্রীউলা গ্রামের মৃত বাবুর আলী সরদারের ছেলে ভুক্তভোগী আলাউদ্দীন লাকী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাকী বলেন, বর্তমানে তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। বিগত জোট সরকারের আমলে তার পরিবার বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জামায়াত-বিএনপির লোকদের প্রশ্রয় দিচ্ছেন এবং তিনিসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ইউপি নির্বাচনকে ঘিরে শ্রীউলা ইউনিয়নে অশান্ত পরিবেশ সৃষ্টির চক্রান্ত করেছেন। গত ২৫ সেপ্টেম্বর সাকিল তার ক্যাডারদের সহযোগিতায় তার বাড়ির বাইরে পরিত্যক্ত জায়গায় বস্তায় করে কিছু দেশীয় অস্ত্র রেখে র্যাবকে ভুল তথ্য দিয়ে আটক করান। পরে র্যাব বিষয়টি তদন্ত করে মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে স্বসম্মানে ইউনিয়ন এবং উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তি দেন। বিষয়টি রংচং মাখিয়ে সাকিল আমাকে ও আমার পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালান। ওই অস্ত্রের মালিক সাকিল। এসব অপকর্মের জন্য সাকিলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরো বলেন, বর্তমানে আবু হেনা সাকিল ইউনিয়ন পরিষদে দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশনে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত আছেন। গত ঈদুল আযজা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার (চাল) অসহায় গরিব মানুষের মাঝে ১০ কেজি করে চাল দেয়ার কথা হলে তিনি মাত্র ৬-৭ কেজি করে চাল দিয়ে বাকিটা আত্নসাৎ করেন। এর প্রতিবাদ জানালে ষড়যন্ত্রকারী চেয়ারম্যান আমার ওপর ক্ষিপ্ত হন। সংবাদ সম্মেলনে তিনি শ্রীউলা ইউনিয়নের কোনো নিরাপরাধ মানুষ যাতে চেয়ারম্যান সাকিলের দ্বারা হয়রানির শিকার না হন এবং আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ইউনিয়নের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কমনা করেন।
এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
