ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের ষড়যন্ত্র ও মামলা-হয়রানি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭-৯-২০২১ বিকাল ৫:১৪

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল কর্তৃক ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার শ্রীউলা গ্রামের মৃত বাবুর আলী সরদারের ছেলে ভুক্তভোগী আলাউদ্দীন লাকী। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাকী বলেন, বর্তমানে তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। বিগত জোট সরকারের আমলে তার পরিবার বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হয়েছে। 

তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জামায়াত-বিএনপির লোকদের প্রশ্রয় দিচ্ছেন এবং তিনিসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ইউপি নির্বাচনকে ঘিরে শ্রীউলা ইউনিয়নে অশান্ত পরিবেশ সৃষ্টির চক্রান্ত করেছেন। গত ২৫ সেপ্টেম্বর সাকিল তার ক্যাডারদের সহযোগিতায় তার বাড়ির বাইরে পরিত্যক্ত জায়গায় বস্তায় করে কিছু দেশীয় অস্ত্র রেখে র‌্যাবকে ভুল তথ্য দিয়ে আটক করান। পরে র‌্যাব বিষয়টি তদন্ত করে মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে স্বসম্মানে ইউনিয়ন এবং উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তি দেন। বিষয়টি রংচং মাখিয়ে সাকিল আমাকে ও আমার পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালান। ওই অস্ত্রের মালিক সাকিল। এসব অপকর্মের জন্য সাকিলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরো বলেন, বর্তমানে আবু হেনা সাকিল ইউনিয়ন পরিষদে দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশনে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত আছেন। গত ঈদুল আযজা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার (চাল) অসহায় গরিব মানুষের মাঝে ১০ কেজি করে চাল দেয়ার কথা হলে তিনি মাত্র ৬-৭ কেজি করে চাল দিয়ে বাকিটা আত্নসাৎ করেন। এর প্রতিবাদ জানালে ষড়যন্ত্রকারী চেয়ারম্যান আমার ওপর ক্ষিপ্ত হন। সংবাদ সম্মেলনে তিনি শ্রীউলা ইউনিয়নের কোনো নিরাপরাধ মানুষ যাতে চেয়ারম্যান সাকিলের দ্বারা হয়রানির শিকার না হন এবং আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ইউনিয়নের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কমনা করেন।

এমএসএম / জামান

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উদযাপন

সুবর্ণচরে দারুল আজহার মডেল মাদ্রাসার ক্যাম্পাস অনুষ্ঠিত

মাত্র ৯ মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ইয়াছিন

বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? -হাসনাত আব্দুল্লাহ,

ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের সংবর্ধনা

বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী

জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ

হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি

প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে

রাজশাহীতে সাংবাদিক অধিকার আদায়ে আরইউজে'র বিক্ষোভ সমাবেশ