ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের একাধিক আসনে মনোনয়ন নিয়ে টানাপোড়েন: বিপাকে পড়তে পারেন বিএনপি প্রার্থীরা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:৩২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটি থেকে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের জন্য প্রার্থী ঘোষণার পর জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। এর ফলে জেলার অন্তত তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনে জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের অনুসারীরা বিভিন্ন আসনে পুনর্বিবেচনার দাবিতে সভা-সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন করছেন। এমনকি মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।

দলীয় সূত্র থেকে জানা যায়, জেলার চারটি আসনে বিএনপির অন্তত ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। গত ৩ নভেম্বর দলের মহাসচিব জেলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার পর মনোনয়নবঞ্চিত নেতারা প্রকাশ্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও, তাঁদের মধ্যে ভেতরে ভেতরে ক্ষোভ বিরাজ করছে।

মৌলভীবাজার-১ আসনের পরিস্থিতি: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির দুই সম্ভাব্য প্রার্থীর মাঝে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিঠু ছয় ইউনিয়নভুক্ত জুড়ী উপজেলার অধিবাসী। অন্যদিকে, মনোনয়নবঞ্চিত কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু দশ ইউনিয়ন ও এক পৌরসভাভুক্ত বড়লেখা উপজেলার বাসিন্দা। এই আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৮৪ জন। উপজেলা নির্বাচন অফিসের খসড়া তথ্য অনুযায়ী, বড়লেখা উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৬৬৮ জন এবং জুড়ী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ২১৬ জন। ভোটারদের মধ্যে বড়লেখা উপজেলার আধিক্য রয়েছে।

এছাড়াও, এই আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আমিনুল ইসলামও বড়লেখার বাসিন্দা। অন্যদিকে, বিএনপি মনোনীত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে যদি ভোটারদের মধ্যে এলাকাপ্রীতি (স্থানীয় পরিচয়) প্রাধান্য পায়, তবে বড়লেখা এলাকার বাসিন্দা না হওয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা