ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের একাধিক আসনে মনোনয়ন নিয়ে টানাপোড়েন: বিপাকে পড়তে পারেন বিএনপি প্রার্থীরা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:৩২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটি থেকে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের জন্য প্রার্থী ঘোষণার পর জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। এর ফলে জেলার অন্তত তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনে জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের অনুসারীরা বিভিন্ন আসনে পুনর্বিবেচনার দাবিতে সভা-সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন করছেন। এমনকি মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।

দলীয় সূত্র থেকে জানা যায়, জেলার চারটি আসনে বিএনপির অন্তত ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। গত ৩ নভেম্বর দলের মহাসচিব জেলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার পর মনোনয়নবঞ্চিত নেতারা প্রকাশ্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও, তাঁদের মধ্যে ভেতরে ভেতরে ক্ষোভ বিরাজ করছে।

মৌলভীবাজার-১ আসনের পরিস্থিতি: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির দুই সম্ভাব্য প্রার্থীর মাঝে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিঠু ছয় ইউনিয়নভুক্ত জুড়ী উপজেলার অধিবাসী। অন্যদিকে, মনোনয়নবঞ্চিত কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু দশ ইউনিয়ন ও এক পৌরসভাভুক্ত বড়লেখা উপজেলার বাসিন্দা। এই আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৮৪ জন। উপজেলা নির্বাচন অফিসের খসড়া তথ্য অনুযায়ী, বড়লেখা উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৬৬৮ জন এবং জুড়ী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ২১৬ জন। ভোটারদের মধ্যে বড়লেখা উপজেলার আধিক্য রয়েছে।

এছাড়াও, এই আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আমিনুল ইসলামও বড়লেখার বাসিন্দা। অন্যদিকে, বিএনপি মনোনীত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে যদি ভোটারদের মধ্যে এলাকাপ্রীতি (স্থানীয় পরিচয়) প্রাধান্য পায়, তবে বড়লেখা এলাকার বাসিন্দা না হওয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।

এমএসএম / এমএসএম

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল

মাদারীপুর-৩ আসনে খোকন তালুকদারের গণজাগরণ, বালিগ্রামে দুই ওয়ার্ডে নতুন কমিটি

জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে বাজার ফান্ডের ভুমি হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

লাকসামে ফেয়ার হেলথ্ হসপিটালের দেড়যুগ পূর্তি পালিত

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ

আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠীঃ আমির খসরু চৌধুরী

ধানের শীষের পবিত্রতা রাখতে হবেঃ আবুল কালাম

এ যেনো এক বালু খেকো রাক্ষসের থাবা ,মনপুরা কেটে মনপুরা কে বুঝ দেওয়া হচ্ছে

গাজীপুর-২ আসনে ধানের শীষের মহাসমাবেশে জনতার ঢল

হাটহাজারীতে শীত মৌসুমের শুরুতেই শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে

শার্শায় ১৫ বাঁওড় দখল কর্মহীন ১ লাখ জেলে