ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

প্রধানমন্ত্রীকে কষ্টের কথা শোনাতে চান মুক্তিযোদ্ধার সন্তান নজরুল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৯-২০২১ বিকাল ৬:২৬

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ৫টি মিথ্যা মামলার শিকার হয়ে ৫ বছর থাকতে হয়েছে জেলে। এর আগে বিএনপির ক্যাডাররা তার হাত-পা ভেঙে দেয়, ছুরি মেরে ভুঁড়ি পর্যন্ত বের করে ফেলে। বউ-বাচা মিয়ে বিএনপির দুঃশাসনে এলাকায় যেতে পারেননি। মাথা গোছার নেই কোনো নিজস্ব ঠাঁই। অসুস্থ শরীর নিয়ে অনিশ্চিত জীবন কাটছে তার। এমন কথাগুলো বলে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম বাদশা মিয়ার সন্তান মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর বিএনপি-জামায়াত আমাদের পরিবারের ওপর যুদ্ধ ঘোষণা করে। তারা সীতাকুণ্ডের দক্ষিণ ইদুলপুর এলাকায় বঙ্গবন্ধুর নাম মুছে দিতে আমাদের পরিবারের ওপর নির্মম নির্যাতন করে। ১৯৯৫ সালে আমার পিতা মারা গেলেও তাকে জানানো হয়নি রাষ্ট্রীয় সম্মান। আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে আমাদের পরিবারের ওপর বারবার হামলা করে বিএনপির ক্যাডাররা। আমার হাতের কব্জি, পেটে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত, শরীরের বিভিন্ন অংশে গুলি করে আমাকে এক প্রকার পঙ্গ‍ু বানিয়ে দেয়। ৫টি মিথ্যা মামলায় জড়িয়ে জেলের ঘানি টানতে হয়েছে দীর্ঘ সময়। এখন অসুস্থ স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

সংবাদ সম্মেলনে নজরুল বলেন, আওয়ামী লীগ সরকার ভূমিহীনদের ঘর দেয়ার জন্য সীতাকুণ্ড উপজেলায়ও বরাদ্দ দিয়েছিল। আমিও সেখানে আবেদন করি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমি ভূমিহীন মুক্তিযোদ্ধা সন্তান উল্লেখ করে আমাকে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ঘর দেয়ার অনুরোধ করেন ইউএনওর কাছে। কিন্তু রহস্যজনক কারণে আমার কপালে জোটেনি ঘর বরাদ্দের টাকা।

মোহাম্মদ নজরুল বলেন, মনে অনেক চাপা কষ্ট নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে প্রধানমন্ত্রীর দপ্তরে ঘুরেছি একটু সাক্ষাৎ পাওয়ার জন্য। কিন্তু কেউ সুযোগ করে দেননি। মানবতার মা খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একবার সাক্ষাতের সুযোগ পেলে মনের মধ্যে চাপা কষ্টগুলো শেষ হয়ে যেত।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী, ছেলে-মেয়ে ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত