ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

প্রধানমন্ত্রীকে কষ্টের কথা শোনাতে চান মুক্তিযোদ্ধার সন্তান নজরুল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৯-২০২১ বিকাল ৬:২৬

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ৫টি মিথ্যা মামলার শিকার হয়ে ৫ বছর থাকতে হয়েছে জেলে। এর আগে বিএনপির ক্যাডাররা তার হাত-পা ভেঙে দেয়, ছুরি মেরে ভুঁড়ি পর্যন্ত বের করে ফেলে। বউ-বাচা মিয়ে বিএনপির দুঃশাসনে এলাকায় যেতে পারেননি। মাথা গোছার নেই কোনো নিজস্ব ঠাঁই। অসুস্থ শরীর নিয়ে অনিশ্চিত জীবন কাটছে তার। এমন কথাগুলো বলে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম বাদশা মিয়ার সন্তান মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর বিএনপি-জামায়াত আমাদের পরিবারের ওপর যুদ্ধ ঘোষণা করে। তারা সীতাকুণ্ডের দক্ষিণ ইদুলপুর এলাকায় বঙ্গবন্ধুর নাম মুছে দিতে আমাদের পরিবারের ওপর নির্মম নির্যাতন করে। ১৯৯৫ সালে আমার পিতা মারা গেলেও তাকে জানানো হয়নি রাষ্ট্রীয় সম্মান। আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে আমাদের পরিবারের ওপর বারবার হামলা করে বিএনপির ক্যাডাররা। আমার হাতের কব্জি, পেটে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত, শরীরের বিভিন্ন অংশে গুলি করে আমাকে এক প্রকার পঙ্গ‍ু বানিয়ে দেয়। ৫টি মিথ্যা মামলায় জড়িয়ে জেলের ঘানি টানতে হয়েছে দীর্ঘ সময়। এখন অসুস্থ স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

সংবাদ সম্মেলনে নজরুল বলেন, আওয়ামী লীগ সরকার ভূমিহীনদের ঘর দেয়ার জন্য সীতাকুণ্ড উপজেলায়ও বরাদ্দ দিয়েছিল। আমিও সেখানে আবেদন করি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমি ভূমিহীন মুক্তিযোদ্ধা সন্তান উল্লেখ করে আমাকে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ঘর দেয়ার অনুরোধ করেন ইউএনওর কাছে। কিন্তু রহস্যজনক কারণে আমার কপালে জোটেনি ঘর বরাদ্দের টাকা।

মোহাম্মদ নজরুল বলেন, মনে অনেক চাপা কষ্ট নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে প্রধানমন্ত্রীর দপ্তরে ঘুরেছি একটু সাক্ষাৎ পাওয়ার জন্য। কিন্তু কেউ সুযোগ করে দেননি। মানবতার মা খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একবার সাক্ষাতের সুযোগ পেলে মনের মধ্যে চাপা কষ্টগুলো শেষ হয়ে যেত।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী, ছেলে-মেয়ে ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন