মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন
লাল-সবুজ ও মজলুম ফিলিস্তিনবাসীর পতাকা হাতে ঝিনাইদহের আরাপপুরে অবস্থিত নিউ একাডেমি খেলার মাঠে দীর্ঘ ২২ বছর পরে আয়োজিত শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকে দেশ ও বিশ্বব্যাপী সুস্থতা-সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাচ্ছেন টুর্নামেন্টটির আয়োজক যুব নেতা সাজ্জাদুল হক মিলন।
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ, বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে আব্দুল মজিদ বিশ্বাস বলেন,
"বর্তমান যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে অবশ্যই খেলার মাঠে প্রাণ ফেরাতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আপনারা জানেন, দীর্ঘদিন মাঠটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। রাজনৈতিক পালাবদলে আমাদের হাতে এখন যতটুকু সুযোগ এসেছে, আমরা সেটি দিয়েই নব আগামীর জন্য শতভাগ কাজ করবো। মাদকের আসর ভেঙে আমাদের যুবদল নেতা সাজ্জাদুল হক মিলনের এই অতুলনীয় পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই।"
এদিকে, শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক যুব নেতা সাজ্জাদুল হক মিলন বলেন,
"আমাদের ঝিনাইদহবাসীর প্রাণ প্রিয় নেতা প্রয়াত আলহাজ্ব মশিউর রহমান নিউ একাডেমি খেলার মাঠটি আমাদের জন্য বরাদ্দ দেওয়ার পরের ইতিহাস আপনারা সবাই জানেন। আমি একান্ত উদ্যোগে একজন ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবে এলাকাবাসীর জন্য মাঠটি খেলাধুলার উপযোগী করে গড়ে তুলি। এক পর্যায়ে, ২০০৩ সালে আমরা আরাপপুর যুব ও ছাত্র সমাজ শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টও আয়োজন করতে সক্ষম হই। কিন্তু, দুঃখের বিষয় হলেও সত্য যে, দীর্ঘ ২২টি বছর সেই শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আর আলোর মুখ দেখেনি। একইসাথে, বিগত দিনে এই মাঠেই বসেনো হয় ক্যানসার ব্যাধি মাদকের আসর। ৫ আগস্ট পরবর্তী সময়ে আবারও আমি সবাইকে একত্রিত করে মাঠ থেকে মাদক সিন্ডিকেট বিতারিত করে, পুনরায় শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২৫ আয়োজন করেছি।...মাদকের বিরুদ্ধে আমৃত্যু আমি বিদ্রোহ করবো। এখন থেকে এই নিউ একাডেমি খেলার মাঠে নিয়মিত শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সহ, বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্ট আয়োজন করা হবে। বর্তমান ছাত্র ও যুব সমাজকে রক্ষা করার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।"
তিনি আরও বলেন,
"আমি একজন মুসলিম হিসেবে ফিলিস্তিন সহ, পৃথিবীতে যত মজলুম আছে, তাদের সকলের জন্য বিশেষ বার্তা পৌঁছে দিতে দুটি পতাকা একত্রে বহন করছি।"
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে স্থানীয়রা বলেন,
"আমরা চাই এই টুর্নামেন্টের মতো আরও বিভিন্ন ইভেন্ট নিয়মিত আয়োজন করা হোক। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। আমরা আরাপপুরবাসী যুব নেতা সাজ্জাদুল হক মিলনকে ধন্যবাদ জানাই।"
এদিকে, আরাপপুর যুব সমাজের বিশেষ উদ্যোগ এবং ঝিনাইদহ পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ রাজীব সহ, জেলা বিএনপির বিভিন্ন ব্যক্তিবর্গ ও অঙ্গ-সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এলাকাবাসীর বিশেষ অনুরোধে, ২০০১ সালে ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব মশিউর রহমান নিউ একাডেমি প্রাঙ্গনের আবাদি জমিটি আরাপপুর ছাত্র ও যুব সমাজের খেলার মাঠ হিসেবে বরাদ্দ প্রদান করেন। তৎকালীন সময়ে ছাত্রদল কর্মী আরাপপুর নিবাসী যুব নেতা সাজ্জাদুল হক মিলনের নেতৃত্বে মাঠটিকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হয়। ২০০৩ সালে আরাপপুর যুব ও ছাত্র সমাজের বিশেষ উদ্যোগে নিউ একাডেমি মাঠেই সর্বপ্রথম আয়োজিত হয়, শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। তারপর দেখতে-দেখতে পেরিয়ে গেছে দীর্ঘ ২২টি বছর। বিগত সময়ে রাজনৈতিক নানা টানাপোড়েনে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আর আলোর মুখ দেখেনি। ফলে, পরিত্যক্ত হয়েছিল খেলার মাঠটি; বসেছিল মাদকের ভয়াবহ আসর। ৫ আগস্ট পরবর্তী সময়ে আবারও সাজ্জাদুল হক মিলনের নেতৃত্ব ও সার্বিক পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ২২ বছর পর মাদকের আসর ভেঙে নিউ একাডেমি খেলার মাঠে আয়োজিত হয়েছে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টটি ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে, মাদকের ভয়াবহ আসর ভেঙে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে প্রশংসায় ভাসছেন যুব নেতা সাজ্জাদুল হক মিলন।
এমএসএম / এমএসএম
জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ