রৌমারীতে ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন হাজারো মানুষের ঢল, হাতপাখা মার্কায় জয়ের প্রত্যাশা
জনগণের ন্যায় বিচার, নিরাপত্তা এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একনিষ্ঠভাবে কাজ করছে। রৌমারীর মানুষ দেশ প্রেমিক, ধর্মপরায়ণ তারা সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী দিনের পরিবর্তনের সূচনা এখান থেকেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ আশরাফ আলী আকন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুড়িগ্রামের রৌমারীতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাওলানা আব্দুল কাদের আহ্বায়ক ইসলামী আন্দোলন রৌমারী উপজেলা শাখার সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাতপাখা মার্কার জয়ের প্রত্যাশায় শুরু থেকেই মাঠ জুড়ে ছিল সমর্থক ও সাধারণ মানুষের ঢল, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
তিনি আরও বলেন, রাজনীতির মাঠে অশান্তি নয়, শান্তি চাই, বিভেদ নয়, ঐক্য চাই। আমরা সবার জন্য সমান সুযোগ, শিক্ষার আলো, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। সেই লক্ষে ইসলামী ৮ টি দলের সমন্বয়ে ঐক্যজোট করা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের হাতপাখা মার্কার মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান। তিনি উপস্থিত জনসমাগম দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন, আজকের এই জনস্রোত প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। রৌমারীকে দ্বিতীয় চরমোনাই বলা হয় এ এলাকার মানুষ ন্যায়ের পক্ষে স্পষ্ট অবস্থান রাখে। তাই আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ব্যাপক ভোটে বিজয় নিশ্চিত ইনশাআলাহ। তিনি আরও প্রতিশ্রুতি দেন নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কৃষিখাতে আধুনিকায়ন, শিক্ষা,স্বাস্থ্য সেবার সম্প্রসারণসহ মানুষের আশাআকাঙক্ষাকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাঠ জুড়ে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রত্যন্ত গ্রাম থেকে আগত হাজারো সাধারণ মানুষের উপস্থিতিতে সম্মেলন পরিণত হয় শক্তির প্রদর্শনীতে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক তৎপরতা অনুষ্ঠানস্থলকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখে। সংশিষ্টরা জানান, এবারের সম্মেলন রৌমারীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জনসমাগমে স্পষ্ট হয়েছে হাতপাখা মার্কার প্রার্থী নিয়ে বিজয়ের প্রত্যাশায় অগ্রযাত্রা।
এমএসএম / এমএসএম
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার
নেত্রকোনা-৪ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী
গোপালগঞ্জের তিন সংসদীয় আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চাঁদপুরে পুলিশ হেফাজতে নির্যাতন আইনে মামলা, আসামী ৪ পুলিশ সদস্য
নেত্রকোণা-৪ আসনে, সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন বাবর ও বাবরের স্ত্রী
নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী