আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট জয়ী দলের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল
নওগাঁয় সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর খেলায় জয়লাভের পর মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ফুটবল টিমের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, নওগাঁ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিপক্ষ সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। অভিযোগ উঠেছে, খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়রা ফেরার পথে সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ খেলোয়াড়বৃন্দ এবং একদল বাহিনী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলোয়াড় তানভির, তোহা, নিরব, রায়হান, ইলিয়াস, জয়সহ আর-ও অনেকে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই হামলার প্রতিবাদে মঙ্গলবার ১৮ নভেম্বর সকাল ১১টায় সাজু মৃধা, রিফাত, রাহুল, জিহাদ ও সাজুর নেতৃত্বে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক-এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি সহানুভূতির সাথে বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের নজরে এসেছে এবং আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। খেলাধুলা হলো সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক, এমন দুঃখজনক ঘটনা খেলার চেতনাকে আঘাত করে। আমরা চাই দ্রুত পরিবেশ শান্ত ও স্বাভাবিক হোক। এই লক্ষ্যে, আমরা উভয় কলেজের অধ্যক্ষ মহোদয় এবং রাণীনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে সচেষ্ট থাকব।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২