ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

প্রশাসনের নীরব ভূমিকা

মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট


কাইয়ুম পাটোয়ারী photo কাইয়ুম পাটোয়ারী
প্রকাশিত: ১৮-১১-২০২৫ রাত ১০:৪০

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর ইউনিয়নের খৈইয়াখালী ও চাপুর গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমির মাটি কেটে সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে সাইম -পারভেজ নামক দুই প্রভাবশালী বিরুদ্ধে। এই অবৈধ ড্রেজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে মোটা অংকের ঘুষ নিয়ে সহযোগিতা করে আসছেন বলে আভিযোগ মুরাদনগরের সহকারী কমিশনার ভূমি সাকিবুল হাসান খানের গাড়ির চালক মোহাম্মদ নেয়ামতের বিরুদ্ধে। 
স্থানীয় সূত্রে জানা যায় চাপুর গ্রামের মাসুদ নামে এক ব্যক্তির কৃষি জমি থেকে মাটি ও বালু উত্তোলন করে আটাশ গ্রামের সাইম খৈয়াখালী রাস্তার পাশে ডিসিখাল ভরাট করছে। তাছাড়া কদমতলী গ্রামের মোঃ পারভেজ খৈইয়াখালী থেকে কৃষি জমি কেটে খৈইয়াখালী বাজার করাতকল সংলগ্ন ডিসি খাল, এবং খৈইয়াখালী ব্রিজের উত্তর পশ্চিম পাশে কৃষি জমি ভরাট করছে।

তাছাড়া চাপুর রাস্তার দক্ষিণ পাসের খালের একাধিক অংশে দীর্ঘদিন ধরে মাটি ফেলে ভরাট করছে। কৃষি জমি শত বছরের পুকুরও ভরাট করছে এই দুই মাটি খেকো।  এলাকাবাসীর অভিযোগ—আটাশ গ্রামের মো. সায়িম ও কদমতলীর মো. পারভেজ এই অবৈধ ড্রেজারের কর্মকাণ্ড পরিচালনা করছে।

কৃষকদের দাবি, চাঁদপুর গ্রামের মাসুদ চাপুর বিলে প্রথমে অল্প কৃষি জমি ক্রয় করে সেখানে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোল করে একপর্যায়ে আশেপাশের জমি ভেঙে পড়তে শুরু করলে মালিকরা বাধ্য হয়ে কম দামে জমি বিক্রি করতে হয় তার কাছে। কিছু আশাধু কর্মকর্তাকে ম্যানেজ করে মাসুদ একাধিক ফসলি জমি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে  হয়ে উঠে আঙ্গুল ফুলে কলাগাছ।তাছাড়া কদমতলী গ্রামের পারভেজ খৈইয়াখালী কৃষি জমি কেটে মাটি ও বাল উত্তোলন করছে।  একটি জরিপে দেখা গেছে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার কারনে উপজেলার প্রায় 25% কৃষিজমি বিলুপ্তের পথে। 
 
তাছাড়া খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকাজুড়ে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, পুরোনো জলাধার নষ্ট হচ্ছে এবং ফসল উৎপাদন কমে যাচ্ছে।ড্রেজার ব্যবসায়ী পারভেজ বলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল হাসান খানের গাড়িচালক মো. নেয়ামতকে টাকা দিলে মাটি কাটার কাজে বাধা থাকে না; প্রতিটি কাজের জন্য ৩০ হাজার টাকা দিতে হয়। টাকা দিয়ে এই সকল অবৈধ পরিচালনা করি। তাছাড়া দিঘীরপাড় গ্রামের সারোয়ার বলেন নেয়ামত আমার কাছে ও টাকার জন্য লোক পাঠিয়েছে আমার ড্রেজার বন্ধ থাকায় আমি টাকা দিতে পারিনি। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি)সাকিবুল হাসান খান তাহার গাড়ি চালক মোঃ নেয়ামতের ঘুষের লেনদেনের কিছুই জানেননি বলে জানায়“তবে অবৈধ ড্রেজার দিয়ে খাল ভরাটের প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নেয়ামতের কাছে জানতে চাইলে নেয়ামত ঘুষ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “সরকারি খাল ভরাট বা ফসলি জমি নষ্ট করা গুরুতর অপরাধ। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”খোঁজ নিয়ে দেখা গেছে প্রশাসন অবৈধ ড্জারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কথা জানালেও প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বর্তমানে অবৈধ ড্রেজার দিয়ে খাল ভরাট চলমান রয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি,ডিসি খাল ভরাটের কারণে কৃষিজমি নষ্ট হচ্ছে, উৎপাদন কমছে এবং জীবিকা সংকট দেখা দিচ্ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও অপরাধীদের শাস্তির দাবি করেছেন।

এমএসএম / এমএসএম

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন

জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ

পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি