ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২৬ দুপুর ৪:০

নেত্রকোনার মদন উপজেলার বারবুড়ি গ্রামে প্রকাশ্য দিবালোকে সংঘটিত লাহুত মিয়া হত্যাকাণ্ডের আট মাস অতিক্রান্ত হলেও মামলার চার্জশীট দাখিল করতে পারেনি মদন থানা পুলিশ। 
দীর্ঘসূত্রতা ও আসামীদের হুমকির কথা উল্লেখ করে নিহতের বড় ভাই ও মামলার বাদী আবুল বায়েছ সোমবার(১৯ জানুয়ারি) পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন। মামলার এজাহার ও আবেদনের সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১মে পারিবারিক বিরোধের জেরে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের এক পর্যায়ে অভিযুক্ত মানিক মিয়া লাহুত মিয়াকে পিটিয়ে বল্লম দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনায় অন্যান্য অভিযুক্তদের আঘাতে আশদ আলী সহ বেশ কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় লাহুত ও আশদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। আশদ আলী চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে লাহুত মিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুতে ময়মনসিংহ কোতয়ালী থানা পুলিশের তত্ত্বাবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ দাফন করা হয়। 
এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল বায়েছ বাদী হয়ে মদন থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১৭ মে মদন থানা পুলিশ মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই গোলাম রসুলকে নিয়োগ করে।
মামলাটির তদন্তে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে দীর্ঘ সময় পার হলেও চার্জশীট দাখিল না হওয়ায় প্রধান আসামি মানিক মিয়া ছাড়া অন্যান্য আসামিরা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে জামিনে মুক্তি পান।
মামলার বাদী আবুল বায়েছ অভিযোগ করে বলেন, চার্জশীট না থাকায় জামিনে মুক্ত আসামিরা আমাকে এবং মামলার সাক্ষীদের মামলা প্রত্যাহারের জন্য প্রকাশ্যে ও পরোক্ষভাবে হুমকি প্রদান করছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে মামলার প্রধান আসামিদের নাম বাদ দেওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এতে তিনি রাজি না হওয়ায় তদন্তে ইচ্ছাকৃত বিলম্ব করা হচ্ছে বলে তাঁর দাবি। তিনি আরও বলেন,প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে সংঘটিত একটি হত্যাকাণ্ডের চার্জশীট দিতে এত দীর্ঘ সময় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম রসুল বলেন,ঘটনাটি প্রকাশ্য দিবালোকে সংঘটিত হলেও মামলায় ৩৪ জনকে আসামি করা হয়েছে। প্রকৃতপক্ষে কার আঘাতে নিহত হয়েছেন,তা নিরূপণে তদন্তে সময় লাগছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই চার্জশীট দাখিল করা হবে।
মদন থানার ওসি হাসনাত জামান বলেন,একটি হত্যা মামলায় প্রকৃত ঘটনা উদঘাটনে সময় প্রয়োজন হয়। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই চার্জশীট দেওয়া হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন,মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই চার্জশীট প্রদান করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।  

Aminur / Aminur

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন

জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ

পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন