তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
রাজশাহীর তানোরে বাড়ির খৈলানে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে শতাধিক হাঁস মুরগীসহ বাচ্চা মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়ন ইউপির কালনা পূর্বপাড়া গ্রামে ঘটে হাঁস মুরগী মারার ঘটনাটি। এঘটনায় ক্ষতিগ্রস্ত হাঁস মুরগীর মালিক শাফিউল ইসলাম ও আশরাফুল ইসলাম বাদী হয়ে ওই গ্রামের আনেস আলী কারিকর কে বিবাদী করে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার নির্বাহীর দপ্তরে ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে করে গৃহপালিত হাঁস মুরগী হত্যা কারী আনেস কারিকরের শাস্তির দাবি তুলেছেন অভিযোগ কারী সহ গ্রামের লোকজন। এছাড়াও চার পাঁচ দিন আগে মতিউর নামের আরেক ব্যক্তির একই কায়দায় ৬ টা মুরগী ও চারটি বাচ্চা মেরে ফেলে। অভিযোগে উল্লেখ, পূর্ব শক্রতার জের ধরে মঙ্গলবার সকাল ৬ টার দিকে বাড়ির খৈলানে ভাতের সাথে বিষ মিশিয়ে ছিটিয়ে দেয়। বাড়ি থেকে হাঁস মুরগী বের হওয়া মাত্রই ভাত খাওয়া শুরু করে। খাওয়ার সাথে সাথে মারা যায় হাঁস মুরগীসহ বাচ্চাগুলো। আমাদের দুই ভায়ের যতগুলো হাঁস মুরগী ও বাচ্চা ছিল সব মরে গেছে।শাফিউল জানান, ভোর ৬ টার দিকে বাড়ির দরজা খোলা মাত্রই হাঁস মুরগী বের হয়ে খৈলানে ভাত দেখে খাওয়া শুরু করে। সাথে সাথে সব হাঁস মুরগী মাটির সাথে লুটিয়ে পড়ে মারা যায়। আমার ৫ টা হাঁস ও ২৫ টির মত মুরগী এবং সমপরিমাণ বাচ্চা ছিল। সব মরে গেছে। সামান্য কিছু মরা হাঁস মুরগী নিয়ে ইউএনও স্যারের কাছে এসেছি। যাতে করে এর সঠিক বিচার পায়।তার ভাই আসরাফুল জানান, একই ভাবে বাড়ির খৈলানে ভাতের সাথে বিষ মিশিয়ে আমার ১৫ টা মুরগী ও ১২ টির মত বাচ্চা মেরে ফেলেছে। মতিউর নামের আরেক জন জানান, গত চার পাঁচ দিন আগে আমার বাড়ির উত্তরে ডাংগায় একই কায়দায় ভাত খেয়ে ৬ টা মুরগী ও ৫ টির মত বাচ্চা মারা যায়।তারা আরো বলেন, হাঁস মুরগী নির্বিচারে মেরে ফেলার পর গ্রামের লোকজন হত্যাকারী আনেস কে বললে তিনি দাম্ভিকতা দেখিয়ে বলে যা খুশি করতে পার। বেশি বাড়াবাড়ি করলে সবাইকে জেল খাটানো হবে। হাঁস মুরগী না মারলে আমার চাষাবাদ হত না। এজন্য মারা হয়েছে। আনেস দুই আড়াই শতাংশ জমিতে দেশি আলু চাষ করেছে। জমিতেও বিষ মিশিয়ে ভাত ছিটিয়ে রেখেছে। গ্রামের মেম্বার ও মহিলা মেম্বার তাকে এসব বললে কোন গুরুত্ব দেয়নি। সে কারো কথা শুনেনা। আমরা গরীব অসহায়। হাঁস মুরগী লালন পালন করে সংসারের বাড়তি খরচের জোগান দেয়া হয়। জানা গেছে, মরা হাঁস মুরগী নিয়ে গ্রামের অন্তত ১৫/২০ জন লোক উপজেলা পরিষদের সামনে এসে মরা হাঁস মুরগী গেটের সামনে ফেলে আনেসের বিচার দাবি করেন। তবে তারা সেখানে ১১ টা পর্যন্ত অবস্থান করেও ইউএনওর দেখা না পেয়ে থানায় অভিযোগ দিয়ে বাড়িতে চলে যায় গ্রামবাসী জানায়, গত সোমবার সন্ধ্যার সময় আনেস ঘোষণা দেয় শাফিউল ও আসরাফুলের হাঁস মুরগী মেরে ফেলা হবে। সে মোতাবেক মঙ্গলবার ভাতের সাথে বিষ মিশিয়ে হাঁস মুরগীসহ বাচ্চা মেরে ফেলেছে। তার কঠিন শাস্তি হওয়া দরকার। নচেৎ তার দেখাদেখি অনেকেই এধরণের নোংরা কাজ করবে।তবে আনেস কারিকর জানান, আমি যে হাঁস মুরগী মেরেছে তার কোন প্রমান আছে। সবাই বলছে আপনি ভাতের সাথে বিষ মিশিয়ে খৈলানে ছিটিয়ে দিয়ে হাঁস মুরগী মেরেছেন জানতে চাইলে তিনি জানান, আমার সরিষা ও আলুর আবাদ নষ্ট করেছে। তাহলে আপনিই মেরেছেন প্রশ্ন করা হলে কোন উত্তর না দিয়ে তালবাহানা করেন।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান জানান, অভিযোগ হাতে পেলে উভয় পক্ষকে ডেকে তাদের কথা শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Aminur / Aminur
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা
ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন
জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ
ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ