ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ইতিহাসের ক্রান্তিলগ্নেএকজন পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে শহীদ জিয়ার আবির্ভাব। উস্কানি ও চক্রান্তে জর্জরিত সশস্ত্র বাহিনীকে তিনি কঠোর পদক্ষেপে সুশৃঙ্খল করলেন। দেশে রাজনীতি ছিল না, জিয়া রাজনৈতিক দলের পুনরুজ্জীবন ঘটালেন। রাজনীতিকদের জারি করা সামরিক শাসন তুলে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন।
তিনি ১৯ জানুয়ারি (সোমবার) বিকালে নাছিমন ভবন দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ব্যক্তিগত সততা, উন্নয়ন, ঐক্য এবং সুসম্পর্কের রাজনৈতিক দর্শনের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতির ইতিহাসে তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা ব্যক্তি ও মহান রাষ্ট্রনায়ক। জিয়া বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া ছিলেন বাংলার আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতা উত্তর দুর্ভিক্ষ পীড়িত জনগণ শেখ মুজিবের মৃত্যুর পর যখন শুধু অনিশ্চয়তা আর হতাশা ছাড়া কিছুই চোখে দেখছিল না, ঠিক তখনই জিয়া জ্বালিয়েছিলেন আশার আলো, বাংলাদেশের জনগণ বুকে বেঁধেছিল অনেক বড় স্বপ্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন।
দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে জান্নাতের উচ্চতম মাকাম দান করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানান। মরুহমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতের মেহমান হিসাবে কবুল করার জন্য দোআ করেন। মোনাজাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মজিবুর রহমান, অরূপ বড়–য়া, মোহাম্মদ আলী সাকি, সাবেক সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খান, আব্দুল্লাহ আল টিটু, এরশাদ উল্লাহ, এরশাদ হোসেন, আবদুল হামিদ পিন্টু, তৌহিদুল ইসলাম রাসেল, সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, ওসমান গনি, শাহজালাল পলাশ, মজিবুর রহমান রাসেল, আহাদ আলী সায়েম, সাবেক সম্পাদক মন্ডলী'র সদস্য নুর হোসেন উজ্জ্বল, মুহাম্মাদ সাগির, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, জসিম উদ্দিন সাগর, মোহাম্মদ আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান আতিক, কমল জ্যোতি বড়–য়া, কোরবান আলী, শাহেদুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, সিরাজুল ইসলাম সিকদার, আরিফ হোসেন, আবুল কালাম, মোহাম্মদ ইদ্রিস, গোলজার হোসেন মিন্টু, মোহাম্মদ জসিম উদ্দিন, নুরুল ইসলাম আজাদ, আবদুল্লাহ আল মামুন জিতু, হোসেন উজ জামান, এ কে আজাদ, মিজানুর রহমান দুলাল, জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সদস্য আইয়ুব আলী, কলিম উল্লাহ, প্রফেসর সাইদুল হক শিকদার, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম শুভ, থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমেদ, খুরশিদ আলম, মোশাররফ আমিন সোহেল, মোহাম্মদ সেলিম, ইসমাইল হোসেন লেদু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান, মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, হাবিব উল্লাহ খান রাজু, তাজ উদ্দিন তাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেল, মোর্শেদ কামাল, আবদুল জলিল, ইউনুছ মুন্না, মুস্তাকিম মাহমুদ, নুরুদ্দিন শরিফ দিদার, মোহাম্মদ সোহেল, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক আবু বক্কর বাবু, মোহাম্মদ হাসান, এস সাদেক আহমেদ, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান রানা, রাসেল খান, মোহাম্মদ ইস্কান্দারসহ প্রমুখ।
Aminur / Aminur
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা
ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন
জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ
ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ