রাজশাহীর বাগমারায় ৯৫ কোটি টাকার সমিতি কেলেঙ্কারি: ২৩০০ গ্রাহক নিঃস্ব।
রাজশাহীর বাগমারা উপজেলার একডালা গ্রামের খোদেজা বেগম (৫৬) বহু বছর মানুষের বাসায় কাজ ও হাঁস–মুরগি পালন করে চার লাখ টাকা জমিয়েছিলেন। পাকা ঘর তৈরির স্বপ্নে তিনি টাকা রাখেন স্থানীয় এক সমিতিতে—স্বপ্ন ছিল মেয়াদ শেষে টাকাটি দ্বিগুণ হবে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই সমিতির লোকজন টাকা নিয়ে গা–ঢাকা দেয়।
খোদেজা বেগমের মতো প্রায় ২ হাজার ৩০০ গ্রাহকের ৯৫ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বাগমারার ১৮টি সমিতি। মামলা, অভিযোগ, বিক্ষোভ—কিছুতেই ফেরত মিলছে না গ্রাহকদের টাকাপয়সা।
শাহানাজ নামে এক নারী জানান, তিনি ও স্বজনেরা ম্যাসেঞ্জার সঞ্চয় ও ঋণদান সমিতিতে ৩৩ লাখ টাকা রেখেছিলেন। আগে নিয়মিত মুনাফা পেলেও একসময় তা বন্ধ হয়ে যায়, পরে সমিতির কর্মকর্তারা উধাও হয়ে যান। থানায় অভিযোগ করেও লাভ হয়নি।
উপজেলা সমবায় দপ্তরের তথ্য অনুযায়ী, বাগমারায় নিবন্ধিত সমিতি ৩০৩টি হলেও অনিয়মের অভিযোগে ৬৮টির নিবন্ধন বাতিল এবং প্রায় ১০০টি কালোতালিকাভুক্ত করা হয়েছে। ২০১৮ সালের পর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়ায় অনেকেই মুনাফার লোভ দেখিয়ে বড় অঙ্কের আমানত সংগ্রহ করেছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ—প্রতি লাখে মাসিক ১,৫০০–২,০০০ টাকা ও বাৎসরিক ২০ হাজার টাকা মুনাফার প্রতিশ্রুতি দিত সমিতিগুলো। কেউ পাঁচ বছরে দ্বিগুণ পাওয়ার আশায় টাকা রেখেছিলেন। শুরুতে মুনাফা দিলেও এ বছর থেকে একে একে ১৮টি সমিতির পরিচালক অফিস গুটিয়ে উধাও হয়ে যান।
‘আলোর বাংলা’ সমিতির গ্রাহক কমিটির সভাপতি জানান, মাত্র তিন শাখা থেকেই ৪৫০ গ্রাহকের ২৩ কোটি টাকা নিয়ে গেছে পরিচালকরা। ‘মোহনা’ সমিতিতে ৯ লাখ টাকা রাখা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীরেন্দ্রনাথসহ গ্রাহকেরা মামলা করলেও গ্রেপ্তার পরিচালক জামিন নিয়ে আবার লাপাত্তা।
একাধিক সমিতির পরিচালকরা স্বীকার করেছেন—টাকা তাঁদের কাছে আছে, তবে ফেরত দিতে পারছেন না। কারও দাবি ব্যবসায় লোকসান হয়েছে, কারও দাবি সময় দিলে ফেরত দেবেন।
বাগমারা থানার ওসি বলেন, বিভিন্ন মামলায় কয়েকজন পরিচালক গ্রেপ্তার হয়েছে, অভিযোগ আসছে অব্যাহতভাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমিতিগুলো সমবায় নীতি মানেনি; আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Aminur / Aminur
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
মনোহরগঞ্জ–লাকসাম আসনে আওয়ামী লীগ অনুপস্থিত, দুই মুখী লড়াই বিএনপি–জামায়াতে
সাভারে ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নগরকান্দায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সুদমুক্ত ঋন বিতরণ
চট্টগ্রাম ৯ আসনে ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের সমাবেশ অনুষ্ঠিত
কেশবপুরে আবুবকর আবু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
মনিরামপু্ের পাকিস্তানি জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান
ফতেয়াবাদ স্কুলকে সরকারিকরণের উদ্যোগ নিব ব্যারিস্টার মীর হেলাল
মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ–বিএনপি : এলাকায় শান্তির বার্তা
আমরা দীর্ঘদিন আপন লোকদের জানাজায় যেতে পারিনি - আবুল কালাম
বাঘা পৌর প্রকল্পের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লাকসামে ৪নং ওয়ার্ডে বিএনপি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়