ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

"দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই"-মাওলানা আমিনুল ইসলাম


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ২:৩৫

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, ৫৪ বছর এই এলাকার অনেক মন্ত্রী এমপি হয়েছেন কিন্তু সত্যিকার অর্থে চা শ্রমিকদের মজুরি নিয়ে কোন কথা বলেন নাই। আজকে খাসিয়া পুঞ্জির শ্রমিক ভাইদের নাগরিকদের সন্তানদের পড়া লেখা করার জন্য কোন উপযুক্ত ব্যবস্থা করেন নাই এভাবে তারা বৈষম্য করেছেন। এই বৈষম্যর বিরুদ্ধে জামায়াতে ইসলামি লড়বে। আমরা সকল নাগরিককে সমান ভাবে দেখতে চাই। বড়লেখা-জুড়ি আসনে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আসেন আপনাদের উদেশ্যে বলতে চাই জামায়াতে ইসলামির আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন আমরা মেঝরিটি মাইনোরিটি বলেতে কিচ্ছু বুঝি না, আমরা জন্মসুত্রে সবাই এই দেশের নাগরিক। নাগরিক হিসেবে আমাদের অধিকার সকলকে দিতে চাই, সকলকে আমরা পেতে চাই-ইনশাআল্লাহ। সুতরাং জামায়াতে ইসলামী সরকার গঠন করলে কোন ধরনের শ্রেণী বৈষম্য করা হবে না, সকল নাগরিককে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে সম্মান শ্রদ্ধা দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বুধবার রাতে ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি চাই আপনাদের সকলকে নিয়ে আগামী দিনে এই বড়লেখা-জুড়ীকে সাজাতে যাতে করে আমরা সুন্দর ভাবে এই জনপদে বসবাস করতে পারি। বাংলাদেশ আজকে একটি ফ্যাসিবাদের সাথে যুদ্ধ করে আমাদের ছাত্র তরুনেরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করছে। জুলাই যুদ্ধাদের স্বাধীনতার আজকে বিজয়ের পরে সারা দেশে পরিবর্তনের শ্লোগান তুলেছে আর সেই স্লোগান হচ্ছে "দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চাই"। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে আল্লাহর দ্বীন কায়েম করার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চায়। তাহলে জুলাই যুদ্ধাদের বিপ্লবের যে লক্ষ ছিল, জামায়াতে ইসলামীর বুনিয়াদি যে টার্গেট আমরা এই জমিনে সব ধরনের বৈষম্য দূর করে মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই। কোন শ্রেনী বিভাজন নয়, আমরা চাই একটি সুন্দর শান্তির বাংলাদেশ গড়ে তুলতে।

ফেস্টুন ছেড়া নিয়ে মাওলানা আমিনুল ইসলাম বলেন, উনারা আমার ফেস্টুন ছিড়তেছেন, আমরা আমাদের কর্মীদের এখনো শান্ত রাখার চেষ্টা করেছি। নির্বাচন রাজনীতি এগুলো হচ্ছে আদর্শের লড়াই। আপনারা যারা কল্যাণ করেন, আপনারা ভালো কাজ করে প্রমান করেন, জনগণ যদি নিরপেক্ষ ভোটের মাধ্যমে আপনাদের সমর্থন দেয় এতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আপনারা ভোট কেন্দ্রে মারামারি করবেন ভোট ডাকাতি করবেন এটা আর বাংলাদেশে করতে দেয়া হবে না। নির্বাচনের মাঠে আমাদের কর্মীদের সাথে এমন কোন আচরন করবেন না। যে আচরন কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। 

উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম ও অর্থ সম্পাদক রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির ও মৌলভীবাজার-১ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতে নায়েবে আমির ফয়সাল আহমদ, সিলেট ইউনিভার্সেল কলেজের প্রিন্সিপাল সাবেক শিবিরের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মাহমুদ তাপাদার, ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে নায়েবে আমির আব্দুলাহ আল মাহফুজ সুমন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, জামায়াতে ইসলামী (যুব বিভাগ) এর উপজেলা সভাপতি ডাঃ কামাল উদ্দিন,  ইউনিয়ন সহ সভাপতি আব্দুল মালিক, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ইউনিয়ন সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহ, সহ সেক্রেটারি আহমেদ হোসাইন মোল্লা, গোলাম কিবরিয়া চৌধুরী, আহমেদ শরীফ জাহাঙ্গীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইমদাদুর রহমান, শ্রমিক নেতা নজির আহমেদ, ইউনিয়ন শিবির সভাপতি মুনাওয়ার হোসাইন, বিভিন্ন গ্রামের মুরব্বি ও চা শ্রমিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে অবহেলিত শরীয়তপুরকে আধুনিক জেলায় গড়ার প্রতিশ্রুতি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর

রৌমারীতে বিদ্যুতের কাঠের খুটি চুরি করে বিক্রির

নেত্রকোনা-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সুবর্ণচরে মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন

খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় আটক যুবক

ধামইরহাটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাতকানিয়ায় মেয়াদোত্তীর্ণ রসমালাই–দধি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশে হাশিমপুর ইসলামী কিন্ডার গার্টেনের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

সুবর্ণচরে চরজুবিলী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সাভারে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী দুস্থ–অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরন

হাটহাজারীতে ৭২০ কৃষকের মধ্যে বিনামূল্যে রবি ফসলের প্রনোদনা বিতরণ

আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করিনা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি - দাউদার মাহমুদ