ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- ডাঃ আনোয়ারুল হক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:০

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারহাট্টা উপজেলা শাখার আয়োজনে বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বারহাট্টা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহাম্মদ কমলের সঞ্চালনায় ও সভাপতি মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক।
সভার শুরুতে বারহাট্টা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিক আহাম্মদ কমল উপজেলা কমিটির বিভিন্ন পদে দ্বায়িত্ব প্রাপ্ত সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরে উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের ইউনিয়ন কমিটি গঠনের অগ্রগতি জানতে তাদের বক্তব্য শোনেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম মারুফ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সুজা, জেলা সদর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এবং জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন মিল্কি, সদর উপজেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, মাহবুবুর রহমান জানু, বারহাট্টা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ঠাকুর, সহ-সভাপতি সত্যেন্দ্র পাল, এম,এ আওয়াল, রেজাউল আলম, মশিউর রহমান শামীম, দবির হোসেন দুদু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আলতাবুর রহমান হানিফ, সাংবাদিক আজিজুল হক ফারুক, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, আমাদের সকল তৃণমূলসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে সকল হিংসা-বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে, সন্মিলিতভাবে চলতে হবে। একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় আগামীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীর সঙ্গে কাজ করা এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য।সভা শেষে নেতাকর্মীরা বলেন, 'বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাই একসাথে কাজ করবো।'

Aminur / Aminur

একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ

মীর হেলালকে এমপি প্রার্থী করায় চট্টগ্রামে দোয়া মাহফিল

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি

চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন

স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাভারের বেদে প‌ল্লি‌তে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩

ভূররুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডাক্তার মোঃ মিলন

দখল–দূষণে ১৪০ ফুট ডাকাতিয়া নদী সঙ্কুচিত হয়ে ৪০–৬০ ফুট, ভাঙ্গা ব্রিজে দুর্ঘটনার ঝুঁকি

মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার

বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

"নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা" জাহের