খালিয়াজুরীতে জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বাড়ীর জায়গার বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে থাকা রডের আঘাতে ছোট ভাই নিহত। নিহত ব্যক্তির নাম জাহেদ মিয়া (৬০)। নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে ২১ নভেম্বর ( শুক্রবার) দুপুর আড়াই টার সময় ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, খালিয়াজুরীর দুর্লভপুর গ্রামের মৃত আলী হোসেন মীরের চার ছেলে।তার মধ্যে মৃত জাহেদের পক্ষে তিন ভাই আর অপর পক্ষে তোতা। তাদের মধ্যে বন্দোবস্তের পঞ্চাশ শতাংশ জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মৃত জাহেদসহ তিন ভাইয়ের দাবী আমরা সমহারে ভাগ বাটোয়ারা করে নিব। তাতে তোতা মিয়া অসম্মতি জানায় এমনকি জোড় পুর্বক জায়গা দখলে নিতে চায়। এ নিয়ে গ্রামীণ সালিশও হয়েছে কয়েকবার কিন্তু তাতে তোতা মিয়া মানতে রাজী নয় বলেন জানান ঐ গ্রামেরই বর্তমান ইউ,পি সদস্য গোলাম মোস্তফা ( গোলাপ মিয়া)। অন্য কোন উপায় না পেয়ে জাহেদসহ তিন ভাই আদালতের শরণাপন্ন হয় এমনকি আদালতে মামলাও চলমান রয়েছে। মামলা চলমান থাকা সত্বেও তোতা মিয়া জোড় পুর্বক বাড়ীর পঞ্চাশ শতাংশ জায়গা একা দখল করতে চাইলে জাহেদ মিয়ারা খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ জানায়। লিখিত অভিযোগের পর থানার এএসআই উভয় পক্ষকে থানায় ডাকলে তাতে সাড়া না দিয়ে তোতা মিয়া জোড় পুর্বক ঐ জায়গায় ধান বীজ বপন করতে চায় আর জাহেদের লোকজন মাসকালাই বীজ বপন করবে। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের সংঘর্ষের সময় তোতা মিয়ার ছেলে,মেয়ের জামাই,পুতরা ও নিজে পরিকল্পিতভাবে জাহেদ মিয়াকে হাতে থাকা রড দিয়ে আঘাত করে। আঘাতে জাহেদ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে যায়। সংঘর্ষে জাহেদ মিয়ার দুই ছেলে ও জাহেদ মিয়ার আরেক ভাই আশিকুরের ছেলেও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে খালিয়াজুরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ রেফার্ড করেন। পথিমধ্যে জাহেদ মিয়ার অবস্থা শোচনীয় হয়ে পড়ায় মদন হাসপাতালে জাহেদ মিয়াকে ভর্তি করানোর চেষ্টা করলে তারাও ( মদনের ডাক্তার) নেত্রকোণা দ্রুত নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। জাহেদ মিয়াকে নেত্রকোণা হাসপাতালে নিয়ে গেলে নেত্রকোণা সদর হাসপাতালের চিকিৎসকাধীন অবস্থায় সকালে জাহেদ মিয়ার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির লাশ প্রতিবেদন লেখা পর্যন্ত ময়না তদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গেই রয়েছে বলে জানান ইউ,পি সদস্য গোলাম মোস্তফা।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান, ঘটনাটি শুনা মাত্রই ঘটনা স্থলে গিয়েছি। এটি তাদের বাড়ীর জায়গা নিয়ে দ্বন্দ্বের ফলে এমনটি হয়েছে। এ বিষয়ে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে ওসি জানান,এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ
মীর হেলালকে এমপি প্রার্থী করায় চট্টগ্রামে দোয়া মাহফিল
কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি
চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন
স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সাভারের বেদে পল্লিতে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩
ভূররুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডাক্তার মোঃ মিলন
দখল–দূষণে ১৪০ ফুট ডাকাতিয়া নদী সঙ্কুচিত হয়ে ৪০–৬০ ফুট, ভাঙ্গা ব্রিজে দুর্ঘটনার ঝুঁকি
মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার
বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু
"নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা" জাহের
Link Copied