খালিয়াজুরীতে জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বাড়ীর জায়গার বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে থাকা রডের আঘাতে ছোট ভাই নিহত। নিহত ব্যক্তির নাম জাহেদ মিয়া (৬০)। নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে ২১ নভেম্বর ( শুক্রবার) দুপুর আড়াই টার সময় ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, খালিয়াজুরীর দুর্লভপুর গ্রামের মৃত আলী হোসেন মীরের চার ছেলে।তার মধ্যে মৃত জাহেদের পক্ষে তিন ভাই আর অপর পক্ষে তোতা। তাদের মধ্যে বন্দোবস্তের পঞ্চাশ শতাংশ জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মৃত জাহেদসহ তিন ভাইয়ের দাবী আমরা সমহারে ভাগ বাটোয়ারা করে নিব। তাতে তোতা মিয়া অসম্মতি জানায় এমনকি জোড় পুর্বক জায়গা দখলে নিতে চায়। এ নিয়ে গ্রামীণ সালিশও হয়েছে কয়েকবার কিন্তু তাতে তোতা মিয়া মানতে রাজী নয় বলেন জানান ঐ গ্রামেরই বর্তমান ইউ,পি সদস্য গোলাম মোস্তফা ( গোলাপ মিয়া)। অন্য কোন উপায় না পেয়ে জাহেদসহ তিন ভাই আদালতের শরণাপন্ন হয় এমনকি আদালতে মামলাও চলমান রয়েছে। মামলা চলমান থাকা সত্বেও তোতা মিয়া জোড় পুর্বক বাড়ীর পঞ্চাশ শতাংশ জায়গা একা দখল করতে চাইলে জাহেদ মিয়ারা খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ জানায়। লিখিত অভিযোগের পর থানার এএসআই উভয় পক্ষকে থানায় ডাকলে তাতে সাড়া না দিয়ে তোতা মিয়া জোড় পুর্বক ঐ জায়গায় ধান বীজ বপন করতে চায় আর জাহেদের লোকজন মাসকালাই বীজ বপন করবে। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের সংঘর্ষের সময় তোতা মিয়ার ছেলে,মেয়ের জামাই,পুতরা ও নিজে পরিকল্পিতভাবে জাহেদ মিয়াকে হাতে থাকা রড দিয়ে আঘাত করে। আঘাতে জাহেদ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে যায়। সংঘর্ষে জাহেদ মিয়ার দুই ছেলে ও জাহেদ মিয়ার আরেক ভাই আশিকুরের ছেলেও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে খালিয়াজুরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ রেফার্ড করেন। পথিমধ্যে জাহেদ মিয়ার অবস্থা শোচনীয় হয়ে পড়ায় মদন হাসপাতালে জাহেদ মিয়াকে ভর্তি করানোর চেষ্টা করলে তারাও ( মদনের ডাক্তার) নেত্রকোণা দ্রুত নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। জাহেদ মিয়াকে নেত্রকোণা হাসপাতালে নিয়ে গেলে নেত্রকোণা সদর হাসপাতালের চিকিৎসকাধীন অবস্থায় সকালে জাহেদ মিয়ার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির লাশ প্রতিবেদন লেখা পর্যন্ত ময়না তদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গেই রয়েছে বলে জানান ইউ,পি সদস্য গোলাম মোস্তফা।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান, ঘটনাটি শুনা মাত্রই ঘটনা স্থলে গিয়েছি। এটি তাদের বাড়ীর জায়গা নিয়ে দ্বন্দ্বের ফলে এমনটি হয়েছে। এ বিষয়ে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে ওসি জানান,এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
Link Copied