বড়লেখায় আমন ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন
ষড়ঋতুর বাংলাদেশ। ঋতু বৈচিত্র্য মূলত বাংলাদেশের অলংকার। বহুকাল ধরে চলে আসছে ঋতুর এই রকমারি বৈচিত্র্য। বিশ্বের খুব কম দেশেই মেলে এ ছয় ঋতুর দেখা।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রতিটি মাঠ জুড়ে হেমন্তের আগামনীর আবাস। মাঠে মাঠে ঝুলছে সোনালী ধানের শীষ। এইসব মাঠবর্তী ধানের শীষে দুলছে উপজেলার সকল কৃষক-কৃষাণির স্বপ্ন। পাশাপাশি অপরুপ সৌন্দর্যে ভরা আমন ধানের ডগায় দুলছে এখন হেমন্তের শিশির বিন্দু। দিগন্ত জুড়ে যে দিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে যেন জুড়িয়ে যায় মন। ঋতু শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। উপজেলার প্রতিটি মাঠ জুড়ে ধানের শীষে পড়ছে শীতের শিশির বিন্দু। সকাল হলেই দেখা মিলছে সাদা কুয়াশার ভেলা ভাসতে। এই কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মুক্ত বিন্দুর ধানের শীষের ওপর জমতে শুরু করেছে শিশির। আদিগন্ত মাঠজুড়ে এখন ধানের প্রাচুর্য। হলুদে-সবুজে একাকার অপরূপ প্রকৃতি। চারিদিকে ধূসর আবহ ঘিরে রাখছে। শেষ বিকেলে কুয়াশার আবছা চাদর প্রকৃতিকে ঢেকে শিশিরের শব্দের মতো নামছে সন্ধ্যা।
শস্য-শ্যামলা, সবুজ বাংলার কৃষি প্রধান দেশের মৌলভীবাজার অঞ্চলের বড়লেখা উপজেলার দিগন্ত জুড়ে খোলা মাঠে দুলছে এখন কৃষকের কাঙ্খিত স্বপ্ন। ধুধু চোখে নজর কাড়ছে আমন ধানের ক্ষেত। ভালো ফলনের আশায় আমন ধান পরিচর্যায় কৃষকরা এখন ব্যস্ত সময় পারকরছেন। মাঠে মাঠে চলছে আমন ধান পরিচর্যার মহোৎসব। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান পরিচর্যার কার্যক্রম। ধান ক্ষেতগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। কার্তিক মাসের শুরতেই ধানের গাছ এখন শিশির ভেজা বাতাসে দুলছে। সম্প্রতি মাঠের চারিদিকে এখন সবুজের সমারোহ। গত বছরের চেয়ে এ বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে মাঠ জুড়ে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮'শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের উচ্চ ফলন শীল উফশি জাতের বীজ, রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করার পাশাপাশি রোপা আমন প্রদর্শী দেয়া হয়। এবার রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৭শ ৯৬ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী ৮ হাজার ৫'শ ২৩ হেক্টর, হাইব্রিড ১৫০ হেক্টর। তবে স্থানীয় জাতের আবাদ কমে দাঁড়িয়েছে ১২০ হেক্টরে। অর্থাৎ উফসী জাতের প্রতি কৃষকের আগ্রহ বেড়েছে, আর কমেছে স্থানীয় জাতের চাষাবাদ। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৮'শ ৪০ মেট্রিক টন ধান। ফলন ভালো হওয়া লক্ষ্য মাত্রার চেয়ে উৎপাদন বেশী হবে।
উপজেলার দক্ষিনভাগ ইউনিয়নের গজভাগ গ্রামের কৃষক লালই মিয়া বলেন, কৃষকদের নিবিড় পরিচর্যা আর প্রাকৃতিক কোনো ধরনের দুর্যোগ না থাকায় এবার রুপা আমনের ভালো ফলন হয়েছে। বিনা মূল্যে সার বিজসহ বিভিন্ন সহায়তা করেছে কৃষি বিভাগ। এবার ফলন ভালো হয়েছে, কৃষকরা লাভবান হবে।
গাংকুল গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, রোপা আমন আবাদে খরছ কম হওয়া অন্য বছরের চেয়ে এবার আমনের আবাদ বেশী করেছি। ভালো উৎপাদনের জন্য কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকতারা। সময় মত বৃষ্টিপাত তাকায়, ধানে তেমন কোনো ধরনের রোগবালাই না হওয়া আমনসহ অন্যান্য জাত ধানের ফসল ভালো হয়েছে। গত বছরের চেয়ে এবার কৃষকের গুলায় ধান উঠবে বেশী।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাশেদুজ্জামান বিন হাফেজ বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমনসহ অন্যান ধানের বাম্পার ফলন হয়েছে। শুরু থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের উচ্চ ফলনশীল ধানের জাত নির্বাচন, সঠিক রোপণ প্রক্রিয়া, সময়মতো জমিতে সার ও কীটনাশক দেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। কৃষকরা সে অনুযায়ী পরিচর্যা করায় এবার অন্যবছরের ছেয়ে ফলন ভালো হয়েছে উৎপাদন বেশী হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, লক্ষ্যমাত্রার প্রায় সবটাই অর্জিত হয়েছে। মৌসুমের শেষে যে বৃষ্টি হয়েছিল, তা জমিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। বড় কোনো ধরনের রোগ-বালাই হয়নি। উচ্চ ফলনশীল উফশী ধানের সবচেয়ে বেশি চাষাবাদ হয়েছে। ফলন ভালো হওয়া বিভিন্ন আধুনিক জাতের প্রতি কৃষকদের আগ্রহ বাড়বে। ইতোমধ্যে ধান কাটাও শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বানঃ ওলানা আব্দুল ওয়াহাব
সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
পাবনায় মিশু হাফসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা, ফাঁসির দাবিতে উত্তাল জনতা
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত
ঘরবন্দী জীবনে স্বস্তি, রায়গঞ্জে দুইজনকে হুইল চেয়ার প্রদান
বড়লেখায় ইবতেদায়ী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভায় জনসমুদ্র
নরসিংদীতে ভূমিকম্প: ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে অপেক্ষা বিশেষজ্ঞ দলের
টাঙ্গাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত