গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মনোনয়ন প্রাপ্তির পর হতে নির্বাচনের মাঠে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণ-সংযোগ করে চলছেন। নির্বাচনী পরিকল্পনা নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত মিটিং সিটিং করছেন। ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী এ্যাড: মো: মিজানুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ অনুরূপভাবে মাঠে প্রচার-প্রচারণা ও গণ-সংযোগ করছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী এম আনিসুল ইসলাম বুলু মিয়া নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন মাঠে প্রচার-প্রচারণা ও গণ-সংযোগ করছেন। মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভা ও ১৬টি ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন মোট ১টি পৌরসভা ও ২৩টি ইউনিয়নের সমন্বয়ে গোপালগঞ্জ-১ আসন গঠিত হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৭,৭৬২ জন। এর মধ্যে পুরুষ ২,০৭,৫১৮ জন ও মহিলা-২,০০,২৪৪ জন।
জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের সম্ভ্রান্ত মোল্লা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন এবং জয়নগর হাইস্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, যেখানে তিনি ১৯৮৯ সালে স্যার এফ রহমান হল ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি এবং পরে দুইবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং যুবদলে থাকা অবস্থায় দলটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। ১৯৯৬/৯৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামী সরকারের দুঃশাসন ও মামলা হামলা গুমখুন সহ দ্রব্য মূল্যের উর্ধগতি, প্রহসনের নির্বাচনের প্রতিবাদ আন্দোলনে তিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনে অগ্রণী ভূমিকা ও তৃণমূল নেতাকর্মীদের রক্ষা করতে তাঁকে বার বার কারা বরণ করতে হয়েছে এবং এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে দেড় শতাধিক রাজনৈতিক মামলা হয়েছে বলে জানা গেছে। ২০০৮ সালে গোপালগঞ্জ -১ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০০৮ সালের পর হতে তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নিয়মিত ভাবে মাঠে কাজ করেছেন। দীর্ঘদিনের রাজনীতির কর্মকান্ড বিবেচনায় এবং সবসময় এলাকায় অবস্থান করে তৃণমূলের সাথে সম্পৃক্ত থাকায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার তাঁকে দলীয় মনোনয়ন দিয়েছে। মনোনয়ন প্রাপ্তীর পর হতে বিজয় অর্জনের লক্ষ্যে তিনি দলীয় নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে মিটিং সিটিংসহ গ্রাম-গঞ্জে প্রতিদিন গণ-সংযোগ করে চলছেন। দলীয় নেতাকর্মীরাও তাঁকে এমপি নির্বাচিত করার লক্ষ্যে মাঠে ব্যাপক কাজ করছেন। গোপালগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে অন্যান্য বছর থেকে এবছর বিএনপির সেলিমুজ্জামান সেলিম এর অবস্থা অনেক ভালো এবং এ বারের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিজয় হওয়ার সম্ভাবনা তারই বেশী রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ-১ আসনে মনোনীত প্রার্থী ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড: মো: মিজানুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচার-প্রচারণায় ও নিয়মিতভাবে গণসংযোগে করছেন। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ-সংযোগ মোটর সাইকেল শোডাউনের মধ্যে দিয়ে প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিগত ২০১৮ সালের নির্বাচনে এ্যাড: মিজানুর রহমান আওয়ামীলীগের হেভি ওয়েট প্রার্থী মুহাম্মদ ফারুক খানের সাথে নির্বাচনে লড়ে দ্বিতীয় হয়েছিলেন। তিনি জানান, এ নির্বাচনী এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাল একটি রিজার্ভ ভোট রয়েছে। এ্যাড: মিজানুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে এই আসন হতে জাতীয় সংসদ নির্বাচনে ইতিপূর্বে কয়েকবার প্রতিদ্বন্দিতায় করায় তার এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি বলেন, “আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকবে না। আমরা নির্বাচিত হলে এই আসনের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর করবো। এলাকায় চাঁদাবাজি, মামলা বানিজ্য, নিরীহ মানুষকে হয়রাণী ও মাদকের আখড়া চিরতরে বন্ধ করে দিবো এবং মানুষের মধ্যে অস্বস্তি দূর করে স্বস্তি ফিরিয়ে আনবো-ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তাকে গোপালগঞ্জ-১ আসনের জন্য মনোনয়ন দিয়েছেন এবং মনোনয়ন প্রাপ্তীর পর হতে নেতাকর্মীদের সাথে নিয়ে নিয়মিতভাবে নির্বাচনে মাঠে ব্যাপক গণসংযোগ করে চলছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ-১ আসনে গোপালগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার সাবেক আমির ও বর্তমানে জেলা মজলিসে সূরা সদস্য মাওলানা আব্দুল হামিদকে প্রার্থী হিসেবে মনোনিত করেছেন। তিনি এই প্রথম বারের মত এ আসন হতে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণ-সংযোগ করছেন। মাওলানা আব্দুল হামিদ মনোনয়ন প্রাপ্তির পর হতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিয়মিতভাবে নির্বাচনী এলাকায় ব্যাপক গণ-সংযোগ করছেন। মাওলানা আব্দুল হামিদ গোপালগঞ্জ কামিল মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ অধ্যক্ষের দায়িত্ব পালন করায় সমগ্র জেলাব্যাপী শিক্ষকদের সাথে তার একটি সু-সম্পর্ক রয়েছে তেমনি ভাবে এলাকাব্যাপী রয়েছে তার অসংখ্য ছাত্রছাত্রী। সবকিছু মিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ-১ আসনে মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল হামিদকে সামনে রেখে এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে জামায়াতের নেতাকর্মীরা ব্যাপক ভাবে কাজ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে সকল প্রার্থীরা বিজয়ের প্রত্যাশায় জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়মিতভাবে ছুটে চলছে এবং আগামী নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিজয় মালা কার গলায় উঠবে।
এমএসএম / এমএসএম
পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ
বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন
রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন
কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়
সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য
সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত
সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা
বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু