উলিপুরে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি গুরুতর আহত থানায় মামলা দায়ের
কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এস.এম শফিক হাসান চয়ন(৩৮) উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭ তারিখ ২২/১১/২৫ ইং।
মামলার এজাহার সুত্রে জানাগেছে,উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়াদামার হাট এলাকায় জমি নিয়ে প্রতিপক্ষদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এটি নিয়ে আদালতে বিচারাধীন দুটি মামলা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা তাকে ও তার পরিবারকে জানে মেরে ফেলা সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।
গত ২১ নভেম্বর ২৫ বিকেল ৪টার দিকে মোসলেম আলী, রতন মিয়া, খায়রুল ইসলাম দিপু, রবিউল ইসলাম, আবুল কালামসহ ৭–৮ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জমিতে থাকা পুকুরে জোর মাছ ধরতে থাকে। বিষয়টি জানতে পেরে শফিক হাসান ও তার বাবা শাহাদাৎ হোসেন সাজু ঘটনাস্থলে গিয়ে তাদের কে বাঁধা দিলে বিবাদীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এজাহারসূত্রে জানা যায়, প্রথমেই মোসলেম আলী ধারালো ছোরা দিয়ে তার বাবার মাথায় কোপ দেন এতে মাথা ফেটে গুরুতর জখম হয় এবং সেলাই দিতে হয়। এরপর দিপু, রতন ও অন্যরা ধারালো অস্ত্র দিয়ে তার বাবার মাথা, মুখমণ্ডল, চোখের নিচে এবং হাতে একাধিক কোপ মারেন। এসব আঘাতে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম সৃষ্টি হয়।
এসময় রবিউল ইসলাম ছোড়ার উল্টো পিঠ দিয়ে তার বাবার বাম পায়ে আঘাত করলে পায়ের হাড় ভেঙে যায়। আহত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লে মোসলেম আলী তার বুকের ওপর বসে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। অজ্ঞাত হামলাকারীরাও লাঠি ও লোহার রড দিয়ে শফিক হাসান ও তার বাবা শাহাদাৎ হোসেন কে মারধর করে। পরে
তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শফিক হাসান ও তার বাবাকে উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শফিক হাসান প্রাথমিক চিকিৎসা নেন। তার বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা কারীদের হামলায় শাহাদাৎ হোসেন সাজুর মাথা হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে প্রায় ৩৪টি সেলাই পড়ে এবং তার বাম পা ভেঙে যায়। বর্তমানে সাজু মিয়া অবস্থা সংকটাপন্ন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশংকা জনক বলে ডাক্তার জানিয়েছেন।
এ ঘটনায় মাইদুল ইসলাম, মোকছেদ আলী, ইসমাইল হোসেনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাটি অমানবিক।
এজাহারের তফশিল অনুযায়ী, সাদুয়াদামার হাট মৌজার আরএস দাগ নং–২২১৪ ও ২২১৮ মোট ৯৫ শতক জমি, যাতে পুকুর অবস্থিত এই জমিকেই কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, মামলা তদন্তাধীন আছে, আসামী গ্রেফতারের চলছে।#
এমএসএম / এমএসএম
সোনাগাজীর নবাবপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও অসহায়দের মাঝে ছাগল বিতরণ
কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
আনোয়ারায় সংস্কারের অভাবে একযুগ ধরে অচল "হাজেরা-নূর মাতৃসদন সড়ক"
রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র কর্তৃক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন
রাজশাহীতে ভেজাল গুড়ের কারখানায় র্যাব-৫ অভিযান, ২ লাখ টাকা জরিমানা
আধুনিক দাকোপ গড়তে ধানের শীষের বিকল্প নাই: জিয়াউর রহমান পাপুল
নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় তরুণকে কুপিয়ে হত্যা, আটক ২
রাণীনগরে সুশীল সমাজ প্রতিনিদের সাথে সংলাপ অনুষ্ঠিত
সন্দ্বীপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান
তানোর বরেন্দ্র অঞ্চলে রসুনের চাষ ছাঠাই জনপ্রিয়তা বাড়ছে
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপিরসাবেক সাধারণ সম্পাদক শাহিন শিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার