ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

শেরপুরে মাছ চাষের পুকুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে আটক ২: মুচলেকায় ছাড়া


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ১২:১৫

শেরপুরে মাছ চাষের পুকুরে ইঁদুর মারা কলের ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে ফাঁদ জব্দ সহ দুইজনকে আটক করে সদর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে শেরপুর পৌরসভার উত্তর মীরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই এলাকার মৎস্যচাষী সামিউল আলম (৪২) ও পাখি শিকারী আব্দুর রহমান (৭৫)। পরে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে আর পাখি শিকার না করার অঙ্গীকার করে অন্যদেরকেও সচেতন করার মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি এ অভিযানে নেতৃত্ব দেন। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরপুর শহরের মীরগঞ্জ এলাকায় বেশ কিছুদিন ধরে ফাঁদ পেতে শালিক, বক, মাছরাঙা সহ বিভিন্ন পাখি শিকারের অভিযোগ শোনা যাচ্ছিলো। বৃহস্পতিবার দুপুরে ‘প্রস্ফুটিত শেরপুর’ নামে একটি ফেসবুক পেজে শহরের মীরগঞ্জ এলাকায় মাছ চাষের একটি পুকুরে কেঁচি ফাঁদ পেতে বক, মাছরাঙা পাখি হত্যার দুটি ছবি প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় একজন সাংবাদিকের নজরে এলে তাৎক্ষনিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়াকে অবহিত করা হয়।

তাঁর নির্দেশে বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি বিশেষ অভিযান পরিচালনা করেন। সাংবাদিক জাহিদুল খান সৌরভ এবং শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক হাকিম বাবুল এ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। অভিযানকালে শহরের উত্তর মীরগঞ্জ এলাকায় সামিউল আলমের মাছ চাষের পুকুরের মাঝখানে বাঁশের খুঁটির ওপরে লাগানো অবস্থার ইঁদুর মারা কলের ফাঁদ জব্দ করা হয় এবং সেখান থেকে একটি মাছরাঙা ও একটি বক পাখির মরদেহ জব্দ করা হয়। ঘটনাস্থলে পুকুরের ইজারাদার মাছ চাষী সামিউল আলম এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাখি শিকারী আব্দুর রহমানকে আটক করা হয়। আটককৃত দুইজন ফাঁদ পেতে পাখি শিকারের বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একইসাথে তারা ভবিষ্যতে আর পাখি শিকার না করার অঙ্গীকার করেন এবং অন্যদেরকেও এ বিষয়ে সচেতন করার বিষয়ে লিখিত মুচলেকা দিলে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এসময় উপস্থিত এলাকাবাসীকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র সংরক্ষণে সচেতনতামুলক বার্তা প্রদান করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটককৃতরা প্রথমবার ফাঁদ পেতে পাখি শিকারের দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেছে। ভবিষ্যতে আর এ ধরনের অপরাধে লিপ্ত হবে না মর্মে অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বন্যপ্রাণী ও পাখি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

এমএসএম / এমএসএম

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

‎বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত

তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সুবর্ণচরে আনন্দ মিছিল

‎বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

উলিপুরে বিএনপির দোয়া মহফিল অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় ইবতেদায়ী ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ২১ শিক্ষার্থী অনুপস্থিত