পাবনা-৩ আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে চাটমোহরে মশাল মিছিল ও হুঁশিয়ারি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া) সংসদীয় আসনে স্থানীয় নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে চাটমোহর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন। সুজানগরবাসী ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়ায় এ তিনটি উপজেলার স্থানীয় নেতাকর্মীরা জোরালো প্রতিবাদ জানিয়ে আসছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল মশাল মিছিল নিয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।
সমাবেশে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, "আমরা আজকেও শুনেছি আপনারা আমাদের লোকজনকে বাধার সৃষ্টি করেন। আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি যদি ভদ্রভাবে থাকতে চান ভদ্রভাবে থাকুন। তা না হলে আগামীতে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আমাদের বাধ্য করবেন না। আমরা চাইলে বহিরাগত কাউকে আশ্রয়-প্রশ্রয় না দিয়ে চাটমোহর থেকে বিতাড়িত করে দিতে পারি এক ঘণ্টার মধ্যে। আমাদেরকে স্বতন্ত্র প্রার্থী দিতে বাধ্য করবেন না। আমরা শান্তিপ্রিয়, অশান্তির পথে যাবেন না।" তিনি বিএনপি মনোনীত প্রার্থীর উদ্দেশ্যে আরও বলেন, "গত শনিবার আপনারা সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে এসেও পাঁচ ছয় হাজারের বেশি লোক জমায়েত করতে পারেননি। বালুচর মাঠে সমাবেশ করার কথা থাকলেও করতে ব্যর্থ হয়েছেন। যেখানে আজকে আমার মশালের সংখ্যা যত ছিল, সেদিন আপনার নেতাকর্মীর সংখ্যা তত ছিল। আপনাদের মনে রাখতে হবে পাবনা-৩ এর মানুষ আপনাদেরকে ধিক্কার জানিয়েছে, আপনাদের লাল কার্ড দেখিয়েছে। তাই বেশি আকাশে উড়বেন না, বেশি বড়াই করবেন না, কারণ আপনারা বহিরাগত।"
হাসাদুল ইসলাম হীরা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "বারংবার বলছি। আপনারা মাঠ জরিপ দেখুন। তৃণমূলে নেতাকর্মীদের অবস্থানের কথা বিবেচনা করুন। বহিরাগত প্রার্থীকে এখান থেকে প্রত্যাহার করে পাবনা-৩ এর স্থানীয় সন্তানকে মনোনয়ন দিন। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। আমাদেরকে বাধ্য করবেন না, সারা বাংলাদেশ থেকে চাটমোহরকে যেন বিচ্ছিন্ন করতে না হয়। আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন সংগ্রাম করছি। যদি তাকে প্রত্যাহার না করেন তাহলে আমরা বাধ্য হবো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে।"
পথ সমাবেশে পাবনা-৩ আসনের সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম বলেন, "আমার বিএনপি থেকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল এমন একজনকে মনোনয়ন দেয়া হবে যার এলাকায় জনপ্রিয়, মানুষের সাথে সুসম্পর্ক রাখে, যার জনসম্পৃক্ততা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু পাবনা-৩ আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি কি এলাকায় জনপ্রিয়? জনসম্পৃক্ত? না নাই। চাটমোহর ভাঙ্গুড়া-ফরিদপুরে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। আমরা চাই আমাদের এলাকা থেকে একজনকে মনোনয়ন দেয়ার জন্য।" তিনি কেন্দ্রীয় নেতা তারেক রহমানের কাছে আবেদন করেন, সবার শান্তির লক্ষ্যে স্থানীয় মাটির সন্তানকে মনোনয়ন দেওয়া হোক।
সমাবেশে আরও বক্তব্য দেন চাটমোহর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল প্রমুখ।
এমএসএম / এমএসএম
আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা
সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম
চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আসলাম চৌধুরী
খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি
নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
’ম্যানেজে’ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার
মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী মিঠুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: ক্ষুদ্ধ নেতাকর্মীরা
মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন করলো বন বিভাগ
মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস
কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন