ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

পাবনা-৩ আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে চাটমোহরে মশাল মিছিল ও হুঁশিয়ারি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৩:৫৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া) সংসদীয় আসনে স্থানীয় নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে চাটমোহর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন। সুজানগরবাসী ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়ায় এ তিনটি উপজেলার স্থানীয় নেতাকর্মীরা জোরালো প্রতিবাদ জানিয়ে আসছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল মশাল মিছিল নিয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, "আমরা আজকেও শুনেছি আপনারা আমাদের লোকজনকে বাধার সৃষ্টি করেন। আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি যদি ভদ্রভাবে থাকতে চান ভদ্রভাবে থাকুন। তা না হলে আগামীতে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আমাদের বাধ্য করবেন না। আমরা চাইলে বহিরাগত কাউকে আশ্রয়-প্রশ্রয় না দিয়ে চাটমোহর থেকে বিতাড়িত করে দিতে পারি এক ঘণ্টার মধ্যে। আমাদেরকে স্বতন্ত্র প্রার্থী দিতে বাধ্য করবেন না। আমরা শান্তিপ্রিয়, অশান্তির পথে যাবেন না।" তিনি বিএনপি মনোনীত প্রার্থীর উদ্দেশ্যে আরও বলেন, "গত শনিবার আপনারা সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে এসেও পাঁচ ছয় হাজারের বেশি লোক জমায়েত করতে পারেননি। বালুচর মাঠে সমাবেশ করার কথা থাকলেও করতে ব্যর্থ হয়েছেন। যেখানে আজকে আমার মশালের সংখ্যা যত ছিল, সেদিন আপনার নেতাকর্মীর সংখ্যা তত ছিল। আপনাদের মনে রাখতে হবে পাবনা-৩ এর মানুষ আপনাদেরকে ধিক্কার জানিয়েছে, আপনাদের লাল কার্ড দেখিয়েছে। তাই বেশি আকাশে উড়বেন না, বেশি বড়াই করবেন না, কারণ আপনারা বহিরাগত।"

হাসাদুল ইসলাম হীরা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "বারংবার বলছি। আপনারা মাঠ জরিপ দেখুন। তৃণমূলে নেতাকর্মীদের অবস্থানের কথা বিবেচনা করুন। বহিরাগত প্রার্থীকে এখান থেকে প্রত্যাহার করে পাবনা-৩ এর স্থানীয় সন্তানকে মনোনয়ন দিন। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। আমাদেরকে বাধ্য করবেন না, সারা বাংলাদেশ থেকে চাটমোহরকে যেন বিচ্ছিন্ন করতে না হয়। আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন সংগ্রাম করছি। যদি তাকে প্রত্যাহার না করেন তাহলে আমরা বাধ্য হবো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে।"

পথ সমাবেশে পাবনা-৩ আসনের সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম বলেন, "আমার বিএনপি থেকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল এমন একজনকে মনোনয়ন দেয়া হবে যার এলাকায় জনপ্রিয়, মানুষের সাথে সুসম্পর্ক রাখে, যার জনসম্পৃক্ততা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু পাবনা-৩ আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি কি এলাকায় জনপ্রিয়? জনসম্পৃক্ত? না নাই। চাটমোহর ভাঙ্গুড়া-ফরিদপুরে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। আমরা চাই আমাদের এলাকা থেকে একজনকে মনোনয়ন দেয়ার জন্য।" তিনি কেন্দ্রীয় নেতা তারেক রহমানের কাছে আবেদন করেন, সবার শান্তির লক্ষ্যে স্থানীয় মাটির সন্তানকে মনোনয়ন দেওয়া হোক।

সমাবেশে আরও বক্তব্য দেন চাটমোহর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল প্রমুখ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা