ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ১:৪৩

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ। এমন বিরল ঘটনা ঘটেছে পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার ৭০ কিলোমিটার গভীরে। এসময় প্রায় ৩ মণ ইলিশ মাছ জাহাজে থাকা শ্রমিকরা ধরতে পারলেও, বাকি মাছগুলো সমুদ্রে লাফিয়ে পড়ে যায়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ওই জাহাজের একটি ভিডিও ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ১০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

জানা যায়, কয়লাবাহী এমভি কেএসএল গ্লাডিটর নামের লাইটারেজ জাহাজটি গভীর সমুদ্রে চলার সময় হঠাৎই জাহাজের ডেকে লাফিয়ে উঠতে থাকে প্রচুর ইলিশ মাছ। এ সময় বেশিরভাগ মাছ সাগরে ফিরে গেলেও শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন।

স্থানীয় জেলেদের মতে, গভীর সমুদ্রে মাঝে মধ্যেই মাছের ঝাঁকে এমন আচরণ দেখা যায়। সমুদ্রের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ দলবদ্ধ হয়ে চলাচল করে, এবং আমরা যখন মাছ শিকারে গিয়ে সমুদ্রে জাল ফেলি তখনও মাছের দলগুলো ছোটাছুটি করে এমন দৃশ্য আমাদের চোখে পড়ে। তবে জাহাজে এক সঙ্গে এত ইলিশ ওঠার ঘটনা অত্যন্ত বিরল।

জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন বলেন, আমরা কয়লাবাহী জাহাজ নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে প্রচুর পরিমাণে ইলিশ মাছ লাফিয়ে জাহাজে উঠে থাকে। সে সময় আমি জাহাজের ভেতরে অবস্থান করছিলাম। হঠাৎ জাহাজের শ্রমিকদের উল্লাস এবং চিৎকারে আমি দৌড়ে সামনে এসে দেখি জাহাজের ডেকে প্রচুর পরিমাণে ইলিশ লাফাচ্ছে এবং সমুদ্রে পড়ে যাচ্ছে। এ অবস্থায় জাহাজের শ্রমিকরা প্রায় তিন মণ ইলিশ সংগ্রহ করেছে, বাকি মাছগুলো সমুদ্রে চলে গেছে। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বড় শিকারি মাছ বা জোরালো স্রোতের কারণে ইলিশগুলো আতঙ্কিত হয়ে ওপরে লাফ দিতে পারে। তবে যাই ঘটুক না কেন, সঠিকভাবে সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা পালন হওয়ায় সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মনে করি। 

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২

আত্রাইয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব: হুমকিতে কৃষি ও গ্রামীণ জনপথ

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ