খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুলের শিল্প ও কৃষি বিপ্লবের অঙ্গীকার
খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন, গত এক যুগে দাকোপ-বটিয়াঘাটা ছিল অবহেলিত জনপদ। উন্নয়ন বঞ্চিত এ এলাকার মানুষ একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল। শহরের প্রান্তসীমায় অবস্থিত বটিয়াঘাটার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। অপার সম্ভাবনাময় এ উপজেলায় আমি শিল্প এবং কৃষি বিপ্লব ঘটাতে চাই। বটিয়াঘাটার মানুষের ভাগ্যের উন্নয়নে আমি নিজেকে সমর্পণ করতে এসেছি। শনিবার বিকালে বটিয়াঘাটার বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, নদী ভাঙ্গন রোধে বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ সাধন করা হবে। জলমা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে সাজানো হবে। ৯০ এর এরশাদ পতন আন্দোলনে ঢাকার রাজপথে সাহসী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে মৎস্য এবং কৃষি উৎপাদন দ্বিগুণ করা হবে। বটিয়াঘাটা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ফলে বদলে যাবে এ জনপদের অর্থনীতি। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও উন্নত উপজেলা হিসাবে বটিয়াঘাটাকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।
উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এমএম এ বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাহাঙ্গীর আলম, ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুজ্জামান মৌলঙ্গী, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা হাওলাদার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ হুমায়ুন কবির, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহম্মেদ, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার আকন, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আকুঞ্জি, সুরখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মোল্লা, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পলাশ মহলদার, সুরখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ এনামুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সিনিয়র সহ সভাপতি ফজলুল হক ফারুক, জেলা মহিলা দলের সহ সভাপতি রেহানা ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান দুলু প্রমুখ। অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২
আত্রাইয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব: হুমকিতে কৃষি ও গ্রামীণ জনপথ
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার