ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

পাবনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ১:৫৮

নির্বাচনের আগ মুহুর্তে আমার পাবনাতে পোস্টিং মানে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে আমার আগমন। পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা পাবনা প্রেসক্লাবে শনিবার প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। 
পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, আমি নতুন এসেছি। এ জেলায় শান্তি শৃঙ্খলা আর সুষ্ঠুভাবে জেলার সকল কার্যক্রম পরিচালনার জন্য সাংবাদিকদের সহযোগিতা ছাড়া একার পক্ষে সম্ভব নয়। 
 জেলা প্রশাসক শাহেদ মোস্তফা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নানা শ্রেণির মানুষ এখন ডিজিটাল হয়রাণীর শিকার হচ্ছেন। এআই ছবি দিয়ে ভিডিও তৈরি করে হয়রানি ও ব্ল্যাকমেইল করা হচ্ছে। এ বিষয়টি ফ্যাক্ট চেক করে সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান। 
তিনি বলেন, নির্বাচনে আগ মুহুর্তে আমার পাবনাতে পোস্টিং মানে বুঝতে পারছেন সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে আমার আগমন।  সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করাই এখন মূল দায়িত্বের মধ্যে পড়েছি। শান্তিপূর্ণ  ভোটগ্রহণ হলে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন।  নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদন করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন উল্লেখ্য করে তিনি বলেন, জনপ্রাসনের তথ্য পাওয়ার আগে গণমাধ্যম পেয়ে থাকে। তাই গণমাধ্যমের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। 
নির্বাচন কেন্দ্রীক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছেন যে তিন স্তরের নিরাপত্তার ব্যাপারে। কেন্দ্রের নিরাপত্তা, মোবাইল স্টাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স এই তিন নিরাপত্তার দায়িত্বে থাকবেন। 
অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি রুমী, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। 
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমসহ পাবনায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২

আত্রাইয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব: হুমকিতে কৃষি ও গ্রামীণ জনপথ

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ