ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

জনগণের আশার আলো রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ১:১০

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার চলতি বছরের গত ৭ অক্টোবর  রায়পুরে যোগদানের পরপরই উপজেলার সকল অনিয়- দুর্নীতি  রুখতে দিনরাত নিরলসভাবে কাজ করছেন।

রায়পুর উপজেলা চত্বরে নতুন ডিজাইন করে চমকে দিয়েছেন উপজেলাগামী সবাইকে। এছাড়াও ইতিমধ্যেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন ,  বোমা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে,  অবৈধ স্থাপনা উচ্ছেদ,  জন্ম ও মৃত নিবন্ধনে অতিরিক্ত ফি আদায় সহ সকল ধরনের অনিয়ম, দুর্নীতি রুখতে নিজেকে বাজি রেখে কাজ করছেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার।

রায়পুরবাসী নতুন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার কে পেয়ে যেন নিজেদের সমস্যা সমাধানে ভরসার স্থান ও নতুন করে আশার আলো খুঁজে পেয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু নিবন্ধনের নামে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে এক দালালকে হাতেনাতে আটক করে তার কাছ থেকে আদায়কৃত ২২ হাজার টাকা উদ্ধার করে সরাসরি ভুক্তভোগী পরিবারের হাতে ফেরত দিয়ে সর্বসাধারণের নজিরবিহীনভাবে মন কেড়েছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার  । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে একটি মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার জন্য স্থানীয় দালালচক্র ভুক্তভোগীর কাছ থেকে অস্বাভাবিকভাবে ২২,০০০ টাকা দাবি করে নেয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে প্রশাসন।

‎অভিযানে জড়িত একজন দালালকে আটক করা হয় এবং পুরো টাকা উদ্ধার করে(২ ডিসেম্বর)রাতে ৮টায় আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর কাছে ফেরত দেওয়া হয়।

‎ভুক্তভোগীর নিরাপত্তার স্বার্থে তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
‎উপজেলা প্রশাসন জানায়, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন বা কোনো সংশোধন সেবা নিতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ দেওয়ার নিয়ম নেই। এসব সেবায় কোনো ব্যক্তি বা দালাল অতিরিক্ত অর্থ দাবি করলে তা সরাসরি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য আহ্বান জানানো হয়।

‎উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রায়পুরে সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য কোনোভাবেই বরদাশ করা হবে না বলে  জানিয়েছেন উপজেলা প্রশাসন ।"

রায়পুর সাধারণ জনগণ বলেন, " এভাবে নিঃস্বার্থে একজন উপজেলা নির্বাহী অফিসার জনগণের দোরগোড়ায় যেভাবে সেবা দিচ্ছেন তা সত্যি অবিশ্বাস্য এবং প্রশংসনীয়। জনগণের  দাবী রায়পুরে এভাবে একজন উপজেলা নির্বাহী অফিসার কাজ করলে খুব শীঘ্র উপজেলা থেকে সকল অনিয়ম দুর্নীতি মুক্ত করা সম্ভব।  তারা আরও দাবী জানান,  ভুমি অফিসের তহশিলদারদের জমা খারিজে বাণিজ্য,  ইটভাটায় অবৈধভাবে টপ সয়েল কেটে নেওয়ার বিরুদ্ধেও পদক্ষেপ চান ভুক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ