ঝিনাইদহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
"প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,
সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।" স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন পালিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর), সকাল ১০ ঘটিকায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রায় সার্বিক পৃষ্ঠপোষকতা প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ঝিনাইদহ।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এঁর নেতৃত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল কাদের, সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিক সহ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও করমচারীবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় ডিসিকোর্ট চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় ও বাক-শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়, ঝিনাইদহ সহ, শহরের বেশ কয়েকটি বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য প্রদান কালে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল কাদের বলেন,
"বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তারা আমাদের সন্তান, তারা আমাদের পরিবারের অন্যতম অঙ্গ। বুদ্ধি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা তাদেরকে সাথে নিয়ে একটি সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন, আমরা সকলে মিলে তাদের পাশে দাঁড়াই।"
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস। বক্তব্য প্রদান কালে তিনি বলেন,
" আমরা মানুষ হয়েছি কি না জানি না, তবে আমরা অমানুষ হয়ে গিয়েছি এটি সত্য। আমরা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অবজ্ঞা অবহেলা করি। বাবা-মা পর্যন্ত এমন সন্তান কে অবহেলা করে। আমরা ঘটা করে আর শোভাযাত্রা করতে চাই না। পরিবারের সবাই যেন প্রতিবন্ধীদের পাশে থাকি। তারা আমাদের পরিবারের অংশ। আমরা তাদের প্রতি আরও মানবিক হয়ে উঠি। সৃষ্টিকর্তা তাদেরকে প্রতিবন্ধী করেছেন। সৃষ্টিতে কারও হাত নেই। সরকার প্রতিবন্ধীদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। আসুন, আমরা সকলে মিলে তাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি।"
দিবসটি সম্পর্কে ঝিনাইদহ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিক বলেন,
"প্রতিবন্ধীরা আমাদের সমাজের বৃহৎ অংশ। তাদেরকে হেয় করে, অবমূল্যায়ন করে সমাজ ও রাষ্ট্রে সমতা আনা সম্ভব না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে আমরা সমাজসেবা অফিস সর্বদা নিয়োজিত আছি। আসুন, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হই।"
কর্মসূচির এক পর্যায়ে অসহায়, অচল ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জেলা সমাজসেবা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ঝিনাইদহ কার্যালয়।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালী,আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ
চরলক্ষ্যায় মাদকসেবী কিশোর গ্যায়ের তাণ্ডবে আতঙ্কে দিনপার করছে স্থানীয়রা, থানায় অভিযোগ
খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
কুমিল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে এতিমখানায় পশু সদকা ও দোয়া
ঈশ্বরদীতে নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
শ্রীপুরে অন্ধ প্রতিবন্ধীরা সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন
উলিপুরে কুড়িগ্রাম রুটে বিপদজনক ভাবে ট্রেনে উঠছে শিশুরা ছিনতাইকারীরা বেপরোয়া
রায়গঞ্জে উন্নত ক্রসব্রীড বকনা পেয়ে উচ্ছ্বসিত ১১২ কৃষক
বাঘা পৌর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরায় গীতা পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে খালেদা জিয়ার সুস্হতা কামনা
শালিখায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা