ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নেতৃত্বে আহসান হাবিব সাদা

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৪:৩৪

সারাদেশের ন্যায় রৌমারীতেও স্কুলের সহকারি শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে কর্মবিরতি। ক্ষোভ ও হতাশায় ভুগছেন  অভিভাবক। সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় প্রধান শিক্ষকরা বিকল্পভাবে পরীক্ষা পরিচালনা করার চেষ্টাতেও বাধা। 
গতকাল ৩ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহসান হাবিব সাদার নেতৃত্বে সহকারী শিক্ষদের জমায়েতে এমন ঘটনার চিত্র দেখা গেছে। 
তিনদফা দাবী আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। শিক্ষকরা দাবী আদায়ে প্রায়োজনে পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার শুরু হওয়া প্রাথমিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করেছেন সহকারি শিক্ষকরা। ফলে তাদের উপর ক্ষুব্ধ হতাশায় পড়েছেন অভিভাবকরা। সহকারি শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় প্রধান শিক্ষক ও অভিভাবক মিলে বিকল্পভাবে পরীক্ষা পরিচালনা করছেন। এমতাবস্থায় আজ বুধবারের পরীক্ষাও কর্মবিরতির সহকারী শিক্ষকগণ জমায়েত হয়ে মূল্যায়ন পরিক্ষাও বন্ধ করে দেন তারা। 
রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীরা বলেন, আমরা দুটি পরীক্ষা দিয়েছি, আজকের পরীক্ষার জন্য এসেছি। প্রধান শিক্ষক স্যার আমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় অন্যান্য শিক্ষকগণ এসে পরীক্ষা নিতে বাধা দেয়। এতে আমরা পরীক্ষা দিতে না পারলে উত্তীর্ণ হতে পারবো না এবং ভবিষ্যৎ খারাপ হবে। 
স্কুলে আসা অনেক অভিভাবক বলেন, সহকারী শিক্ষকগণ তাদের স্বার্থ উদ্ধারে শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করে তারা আন্দোলন ও কর্মবিরতিতে রয়েছে। ডিসেম্বর মাস ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে। সহকারী শিক্ষক ছাড়া পরীক্ষা নিতে প্রধান শিক্ষকের হিমশিম খেতে হচ্ছে। এ পরীক্ষা নিতে আমরা অভিভাবকগণ সহযোগীতায় রয়েছি। আজ বুধবার পরীক্ষা শুরু হওয়ার আগ মুহুর্তে ১ থেকে দেড়শত শিক্ষক স্কুলে এসে প্রধান শিক্ষককে পরীক্ষা নিতে বাধা প্রদান করে। পরে নিজেরাই প্রতিষ্ঠানের মুলফটকে তালা লাগিয়ে দেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে তাদের স্বার্থ উদ্ধারে লিপ্ত রয়েছে, এমন শিক্ষকদের বিরুদ্ধে সরকারের দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।  
এদিকে প্রাথমিক শিক্ষক পরিবার সংগঠনের সভাপতি আহসান হাবিব সাদা জানান, আমার স্কুলেও দুইদিন পরীক্ষা নিয়েছি। আজকে পরীক্ষার প্রস্তুতি চলাকালিন সয়ম সহকারী শিক্ষকগণ পরীক্ষা নিতে বাধা দেয়। পরে সহকারী শিক্ষা অফিসারকে ফোন করলে পাওয়া যায় নি। বাধ্যগত আমি উপজেলায় এসে তাকে না পেয়ে মডেল স্কুলে গিয়ে সহকারী শিক্ষা অফিসারের সাথে কথা হয়। তবে আমি সহকারী শিক্ষকদের আন্দোলনের সাথে জড়িত নই। 
নাম প্রকাশ্যে অনেক শিক্ষকই বলেন, প্রধান শিক্ষক সাদা মাষ্টার শিক্ষক পরিবার সংগঠনের সভাপতি হওয়ায়, সহকারী শিক্ষকদের আন্দোলনে পরিচালনায় রয়েছে।  
রৌমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু বলেন, গত দুইদিন অভিভাকের সহযোগীতায় পরীক্ষা নিয়েছি। আজকের পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় কর্মবিরতির শতাধীক সহকারী শিক্ষক এসে আমাকে পরীক্ষা না নিতে অনুরোধ করলেও পরে শিক্ষার্থীদের বের করে দিয়ে নিজেরা বিদ্যালয়ের মুল গেটে তালা দেন। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে স্কুল ছেড়ে চলে যায়। 
উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমূল আলম বলেন, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলাকালিন সময় আন্দোলনরত সহকারী শিক্ষকগণ বিদ্যালয়ে এসে পরীক্ষা বন্ধ করে দেয়। এমন সময় আমাকে বললে, আমি বিদ্যালয়ে যাই এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারকে ডেকে নেয়া হয় বিদ্যালয়ে। পরে তিনিসহ পরীক্ষা নেয়ার জন্য আন্দোলনকারী শিক্ষকদেরকে অনুরোধ করলে, তারা অনুরোধ রক্ষা করে নি। প্রধান শিক্ষক সাদা মাষ্টার আন্দোলন পরিচালনার সাথে জড়িত থাকার বিষয়ে বললে তিনি বলেন, প্রধান শিক্ষক আহসান হাবিব সাদাকে আন্দোলনের নেতৃত্ব দেয়ার অপরাধে তাকে জবাবদিহির আওতায় আনা হবে। 

সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাফিউর রহমান বলেন, আমি আপনাদের আন্দোলন ও কর্মবিরতিকে সমর্থন করি। আপনাদের লিখিত স্বারক আমাকে দেন, আমি যথাযথ ভাবে উর্দ্ধোতন কর্মকর্তা বরাবরে পাঠিয়ে দেবো। তবে পরীক্ষা গুলো নিলে ভালো হয়।

এমএসএম / এমএসএম

সীমাহীন দুর্নীতি-অনিয়মের দায়ে পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার বরখাস্ত

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা

বিজয় দিবস উদযাপনে কোটালীপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা

আত্রাইয়ে তমালের মৎস্য খামারে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষতি

জয়পুরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

টাঙ্গাইলে মক্কা টাওয়ার'সহ অসংখ্য প্ল্যানবিহীন ভবন নির্মাণে প্রতিবেশীদের ভোগান্তি

চট্টগ্রামে রেলের স্ক্র্যাপ বিক্রি করছে বন্দর কর্তৃপক্ষ

মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার

গোসাইরহাট ও ডামুড্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ

বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাদকা হিসেবে গরু জবাই করে গোশত বিতরণ

রাণীনগরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি