লোহাগড়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ক্ষোভ: ভুক্তভোগী ও এলাকাবাসীর সুষ্ঠু তদন্তের দাবি
নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকে কেন্দ্র করে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে—মোচড়া গ্রামের জলিল শেখের ছেলে বহু মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি নয়ন শেখ নিজের অপকর্ম ঢাকতেই নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করেছেন। ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী দাবি করেছেন—সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত হোক।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে সরেজমিনে কামঠানা গ্রামে গিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।অনৈতিক প্রস্তাবকে কেন্দ্র করে সৃষ্টি ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মোচড়া গ্রামের জলিল শেখের ছেলে নয়ন শেখ তার ভাগ্নে আব্দুল্লাহ শেখের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ভাগ্নে আব্দুল্লাহ নিজেই তার মামা নয়নকে কুপিয়ে গুরুতর জখম করে।
কিন্তু, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে নয়ন শেখ ভাগ্নে আব্দুল্লাহকে বাদ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে অন্য পাঁচজনকে অভিযুক্ত করে নড়াইলের আমলি আদালতে মামলা নং ২৬৭/২৫ দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে—কামঠানা গ্রামের হাফিজার মুন্সির ছেলে আশিকুর রহমান সানজার (৩৫)শরিফুল মুন্সি (৪০)সাজিদ মুন্সি (২১)মোচড়ার জামাল শেখ (৫০)বাশগ্রামের শিবলী নোমান মাহামুদ (৪০)
আদালতের নির্দেশে লোহাগড়া থানা ১ ডিসেম্বর মামলাটি নথিভুক্ত করে। এরপর পুলিশ আশিকুর রহমান সানজারকে গ্রেফতার করে আদালতে পাঠায়।স্বাক্ষীরাও জানেন না ঘটনাটি!
অবাক করা বিষয়—মামলার স্বাক্ষী হিসেবে যাকে রাখা হয়েছে, মোচড়া গ্রামের আল আমিন শেখ (৩১)—তিনি সংবাদকর্মীদের কাছে বলেন,আমি ঘটনাটি সম্পর্কে কিছুই জানি না। আমাকে না জানিয়ে আমার নাম সাক্ষী করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ
আসামি সাজিদের পিতা ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন—নয়ন ও তার লোকজনের হামলার কারণে নিরাপত্তাহীনতায় আমরা শহরে বাস করছি।১০ মাস আগে নয়ন আমাকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। সেই মামলার প্রতিশোধ নিতে আমার ছেলে–ভাইকে জড়িয়ে মিথ্যা মামলা করেছে।তিনি ওই হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও ন্যায়বিচারের দাবি করেন।
ইউপি সদস্যের প্রতিক্রিয়ালোহাগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য রতন শেখ বলেন—ঘটনা ঘটেছে মোচড়া গ্রামে; অথচ আমার গ্রামের নিরীহ চারজনকে আসামি করা হয়েছে। এটা স্পষ্ট প্রতিশোধমূলক মামলা। আমি তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি চাই।
এ বিষয় লোহাগড়া থানার ইনস্পেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন—আমরা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করছি। সত্যতা যাচাই করে প্রকৃত জড়িতদের অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মিরসরাইয়ে পাহাড় কাটা বাঁধা দিতে গিয়ে ৪ বনকর্মী হামলার শিকার
খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ অভিযান
আদমদীঘিতে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
অভয়নগরে বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা
গলাচিপায় তরমুজ চাড়া ও ক্ষেতে পানি দিয়ে লাখ লাখ টাকার ক্ষতির অভিযোগ
মেহেরপুরে অনলাইন উদ্যোক্তাদের নিয়ে এস এস আইটির ৩ দিনব্যাপী ফ্রি ওয়ার্কশপ
কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধ দিবস কর্মবিরতি
নাগেশ্বরেীতে ৩দফা দাবীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসুচি পালিত
শরীয়তপুর-৩ আসনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী আজহার হোসাইন বাদল
গজারিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
লোহাগড়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ক্ষোভ: ভুক্তভোগী ও এলাকাবাসীর সুষ্ঠু তদন্তের দাবি
নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমান আটপাড়ায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।