ফ্যাসিস্টদের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে শিল্প সমৃদ্ধশীল দেশ গঠনে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
কেরুজ চিনিকলে ২০২৫-২৬ আখ মাড়াই মরসুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত অর্থ বছরে চিনি কারখানায় সাড়ে ৬৩ কোটি লোকসানের বোঝা মাথায় নিয়ে এবারের ৮৮ তম আখ মাড়াই মরসুমের যাত্রা শুরু করা হলো। মুনাফা অর্জন না হলেও লোকসান কমাতে চিনিকল কর্তৃপক্ষ নানামুখি কৌশল অবলম্বন করেছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে মিলের কেন ক্যারিয়ার চত্তরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, চিনি শিল্পকে আধুনিকায়নের মাধ্য দিয়ে এগিয়ে নিতে সরকার কাজ করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া জঞ্জাল দুর করে শিল্প সমৃদ্ধশীল বাংলাদেশ গঠনে আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। কেরুজ চিনিকল এ অঞ্চলের মানুষের জন্য অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি। এ শক্তিকে আরো শক্তিশালী করতে প্রধান কাচামাল আখচাষের কোন বিকল্প নেই। উন্নত মানের বীজ ও আধুনিক মানের প্রযুক্তিতে আখচাষকে আরো সমৃদ্ধ করতে হবে। সেক্ষেত্রে কৃষকরা অধিক মুনাফা অর্জন করতে পারবে। আখচাষের জন্য কৃষকের আগ্রহ বাড়াতে আবারো আখের মূল্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল হক বলেন, এ প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব এলাকার কৃষকদেরই। সেক্ষেত্রে বেশী বেশী আখচাষের কোন বিকল্প নেই। তাই আখ চাষ বাড়ান, বাচান আপনাদের ঐতিহ্যবাহি এ চিনি শিল্প প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, কেরুজ ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে এ অঞ্চলের মানুষকে। দেশের ভারী শিল্প প্রতিষ্ঠান দর্শনা এটা কত গর্বের তা উপলদ্ধি করেই আখচাষের প্রতি আগ্রহী হতে হবে সকলকে। পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, কেরুজ চিনিকল এ অঞ্চলকে করে রেখেছে আলোকিত। অর্থনৈতিকভাবে করেছে সমৃদ্ধ। তাই এ প্রতিষ্ঠান প্রতি দরদি হতে সবাইকে। কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান স্বাগত বক্তব্যে বলেন, কেরুজ চিনিকল এলাকার একটি সুনাম ধন্য শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এলাকার সর্বক্ষেত্রেই ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠাকাল থেকেই। আখচাষে কৃষকরা যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে সেক্ষেত্রে আমরা নানামুখি কর্মসূচি গ্রহন করেছি। তাই সকলের প্রতি আহ্বান করছি বেশী বেশী আখ চাষ করে প্রতিষ্ঠানটিকে রক্ষায় ভূমিকা নিন। এ সময় শিল্প উপদেষ্ঠার হাত থেকে সর্বচ্চ আখচাষ ও অধিক ফলনের জন্য সেরা পুরস্কার গ্রহন করেন ভেড়ামারার ইসমাইল হোসেন, শৈলমারির মজিদ হোসেন, দক্ষিণচাঁদপুরের বজলুর রহমান, উথলীর শামীম হোসেন,সিংনগরের মোমিনুল হক, লোকনাথপুরের গোলাম সরোয়ার ও মোমিনপুরের রাজিবুল হাসান। কেরুজ মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়ার উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বানিজ্য) আজহারুল ইসলাম, প্রধান প্রকৌশলী মাহমুদুল হক ভূইয়া, কন্ট্রোলার শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা এডিসি নয়ন কুমার রাজবংশি, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) কেএইচএম তাসফিকুর রহমান, এনডিসি আলাউদ্দিন আল আজাদ, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) সুমন সাহা, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক গালিব, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) রাজিবুল হাসান, ডিজিএম সম্প্রসারণ মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (বীজ) দেলোয়ার হোসেন, নুরুল হাসান, সেলস অফিসার মাসুদুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, ফিরোজ আহমেদ সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মনিরুল ইসলাম প্রিন্স, হাফিজুর রহমান হাফিজ, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান, খবির উদ্দিন প্রমুখ। কেরুজ চিনিকলে আখ মাড়াই মরসুম শুরু হওয়ার আগে বিকাল ৩ টার দিকে ডিস্টিলারী বিভাগ পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা সহ কর্মকর্তারা। দুপুর ১ টার দিকে গাড়ি বহর যোগে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কেরুজ অতিথি ভবনে পৌছুলে চিনিকলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহ অভ্যার্থনা জানানো হয়। পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সন্ধ্যা ৬ টার দিকে শিল্প উপদেষ্ঠা আদিলুর রহমান খান গাড়ি বহর যোগে নাটোরের উদ্দোশ্যে কেরুজ অতিথি ভবন ত্যাগ করেছেন। বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশন কর্তৃক ২০২৫-২৬ আখ মাড়াই মরসুমের নির্ধারিত লক্ষমাত্রা অনুযায়ি ৫ হাজার ৫৬২ একর জমিতে আখচাষ রয়েছে। যার মধ্যে কৃষকের জমির পরিমান ৩ হাজার ৯৩৫ ও কেরুজ নিজস্ব জমিতে রয়েছে ১ হাজার ৬২৫ একর আখ। ৬৯ মাড়াই দিবসে ৭৬ হাজার মেট্রিকটন আখ মাড়াই করতে হবে। যার গড় মাড়াই হার ১ হাজার ১৫০ মেট্রিকটন। চিনি আহরণের গড় হার নির্ধারিন করা হয়েছে সাড়ে ৫ দশমিক ৬ শতাংশ। চিনি উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে ৪ হাজার ২৫৬ মেট্রিকটন। তবে ১০২ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন বিএমআরই (আধুনিকায়নকৃত) চিনি কারখানায় এবারের আখ মাড়াই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। আগামি ২ সপ্তাহের মধ্যে নতুন কারখানায় মাড়াই কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেলেও তা অনেকটাই অনিশ্চিত।
Aminur / Aminur
বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার: ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা
বিনোদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
কসবা উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ফরিদপুর সুগার মিলে ৫০তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
সাভারে প্রবাসীর বাসায় লুটপাট ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এ নিহত শহিদ মোঃ শাহরিয়ার শুভ’র সমাধীতে পুষ্পস্তবক অর্পণ
ঠাকুরগাঁওয়ে অটো চালিয়ে জীবনের ভার বহন করেন সংগ্রামী ছাত্র তৈয়বুর
ফ্যাসিস্টদের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে শিল্প সমৃদ্ধশীল দেশ গঠনে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
যাত্রীদেরকে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে চালক কাউসারের জীবনে বাতি নিভে গেল
তানোরে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ: ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শালিখায় বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা