ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

জামায়াত শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়, স্লোগানে রায়পুর বিএনপি নেতৃবৃন্দ


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ২:৪

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রায়পুরে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলে জামায়াতকে কেন্দ্র করে উসকানিমূলক স্লোগান (জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়) দেওয়াকে ঘিরে তৃণমূল রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
‎ঐ স্লোগানে অংশগ্রহণ করেন রায়পুর উপজেলা বিএনপি সভাপতি নাজমুল ইসলাম মিঠু,  রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী,  বিএনপি নেতা আলমাস সহ রায়পুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

‎স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় রায়পুর শহরে অনুষ্ঠিত ওই মিছিলে “জামায়াত-শিবির রাজাকার”সহ একাধিক উত্তেজনাকর স্লোগান দেওয়া হয়। সংশ্লিষ্ট মহলের মতে, হাদীর ওপর হামলার প্রতিবাদকে কেন্দ্র করে এ ধরনের স্লোগান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে এবং রাজনৈতিক শালীনতার প্রশ্ন তুলেছে।

‎তৃণমূল পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, এ ধরনের উসকানিমূলক স্লোগান নির্বাচনীয় আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে এমন কর্মকাণ্ড প্রশাসনের নজরদারি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন সৃষ্টি করছে। বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা।

বিএনপির নেতাদের উস্কানীমূলক স্লোগানের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়পুর উপজেলা সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল বলেন, " এধরণের উস্কানীমূলক বক্তব্যে স্পষ্ট আচরণবিধির লংঘন।  অবশ্যই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে শাস্তি দাবি করব।"

বিষয়টি নিয়ে জানতে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠুকে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন,  " যারা মনোনয়ন পত্র নিবে এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের উপর বিষয়টি আচরণবিধি লংঘনের বিধি আরোপ করা হবে কিন্তু আমি এখনো জানিনা কারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী? কারণ কেউ এখনো এখান থেকে মনোনয়ন পত্র নেননি। আপনি বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানাতে পারেন। "

এবিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কে বারবার ফোন দেওয়া হলেও রিসিভ না করায় নিউজ লেখা পর্যন্ত তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের