চন্দনাইশে মানবপাচার প্রতিরোধ ও ভিকটিম সুরক্ষা বিষয়ক বিশেষ সংলাপ অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে কারিতাসের উদ্যোগে নারী-পুরুষের জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়া প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে মানবপাচার প্রতিরোধ ও ভিকটিম সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলে রিমি সুভাষ দাশের সভাপতিত্ব এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
কারিতাস কর্মকর্তা শ্যামল চন্দ্র মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন, মানবপাচার প্রতিরোধ কমিটির নেতা শাহনাজ বেগম, কারিতাস কর্মকর্তা জসিন্তা দাস, মো. হাছান আলী, সাবিনা ইয়াছমিন, শারমিন আকতার, মো. আজাদ, মো. মহিউদ্দিন, সাং
এমএসএম / জামান