ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র শাবনূর: ৪৬ বছরে পা রাখলেন জনপ্রিয় এই অভিনেত্রী
বাংলাদেশি চলচ্চিত্রের স্বর্ণালি অধ্যায়ের এক অবিচ্ছেদ্য নাম শাবনূর। ১৯৭৯ সালের এই দিনে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রাঙ্গনে যাত্রার শুরুতেই প্রখ্যাত নির্মাতা এহতেশাম তাঁর নাম পরিবর্তন করে রাখেন ‘শাবনূর’। এই নামেই তিনি অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন জনপ্রিয় ও শক্তিশালী এক অভিনেত্রী হিসেবে।
মাত্র ১৪ বছর বয়সে, ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। যদিও প্রথম চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে আশানুরূপ সাফল্য পায়নি, তবে পরবর্তী সময়ে সালমান শাহের সঙ্গে জুটি বাঁধার পরই বদলে যায় তাঁর ক্যারিয়ারের গতিপথ। জনপ্রিয় সালমান শাহ–শাবনূর জুটি ঢালিউডে সৃষ্টি করে এক স্বর্ণযুগ। এই জুটির ১৪টি চলচ্চিত্রই ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য লাভ করে।
১৯৯৪ সালে জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যায় এই জুটিকে। একই বছরে শাহ আলম কিরণ তাঁদের নিয়ে নির্মাণ করেন ফারুক–কবরী অভিনীত ‘সুজন সখী’ চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ। এরপর একের পর এক সফল সিনেমায় দর্শক মাতান তাঁরা—১৯৯৫ সালে ‘স্বপ্নের ঠিকানা’, ১৯৯৬ সালে ‘স্বপ্নের পৃথিবী’ ও ‘তোমাকে চাই’, এবং ১৯৯৭ সালে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ চলচ্চিত্রগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।
সালমান শাহের অকালপ্রয়াণের পরও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। রিয়াজের সঙ্গে তাঁর জুটি দর্শকদের মাঝে সমানভাবে গ্রহণযোগ্যতা পায়। এছাড়া মান্না, ফেরদৌস, শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গেও তিনি উপহার দিয়েছেন একাধিক সফল চলচ্চিত্র। রোমান্টিক চরিত্রের পাশাপাশি আবেগনির্ভর ও চরিত্রাভিনয়েও তিনি ছিলেন সাবলীল।
দীর্ঘ অভিনয়জীবনে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শাবনূর অর্জন করেছেন অসংখ্য সম্মাননা। তিনি দশবার মেরিল–প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হন। এছাড়া দুবার বাচসাস পুরস্কার এবং ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
ব্যক্তিগত জীবনে শাবনূর বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তা এখনো অম্লান। পরিবার নিয়ে বিদেশে বসবাস করলেও ঢালিউডের দর্শকদের হৃদয়ে তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো নিয়মিতই টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে দর্শক টানে।
ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা আজ ৪৬ বছরে পা রাখলেন। জন্মদিনে দেশ–বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছায় আবারও প্রমাণিত—শাবনূর কেবল একজন অভিনেত্রী নন, তিনি একটি আবেগ, একটি সময়, ঢালিউডের এক অবিস্মরণীয় অধ্যায়।
এমএসএম / এমএসএম
শাড়িতে আবারও আলোচনায় স্বস্তিকা
‘বাংলাদেশি শিল্পীদের অভিনয় মুগ্ধ করে আমাকে’
গায়ের চামড়া পুড়ে কয়লা হয়েছিল : নাজিফা তুষি
গায়ে হলুদের থিমে জন্মদিন, কাজে সতর্ক হ্যাপি মম
ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র শাবনূর: ৪৬ বছরে পা রাখলেন জনপ্রিয় এই অভিনেত্রী
‘বলিউডে টিকে থাকতে হলে ব্যক্তিত্ব বজায় রাখতে হয়’
আবারও আলোচনায় শিল্পা শেঠি
কুসুম সিকদারের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা
‘শীত বিলাসের জোর দাবি জানাই’
‘আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি সাধারণ একজন নাগরিক’
সম্মাননার মুকুটে নতুন পালক: হেদায়েত উল্লাহ তুর্কীর মিজাফ বিজয় অর্জন
ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা