ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

শাড়িতে আবারও আলোচনায় স্বস্তিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ১১:২১

ওপার বাংলার পরিচিত ও সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই নিজের স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে নজর কাড়েন। কখনো খোলামেলা পোশাক, কখনো আবার সাবলীল সাজ- সব ক্ষেত্রেই তিনি থাকেন আত্মবিশ্বাসী। সমালোচনা কিংবা কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজের মতো করেই এগিয়ে চলেন এই টালিউড তারকা।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী, যা মুহূর্তেই নজর কেড়ে নেয় ভক্তদের।
ছবিতে দেখা যায়, হালকা ধূসর রঙের নকশাদার শাড়িতে স্বস্তিকা। সাজে ছিল আভিজাত্যের ছোঁয়া, সঙ্গে আত্মবিশ্বাসী ভঙ্গি। সাদামাটা লুক হলেও তাতে উষ্ণতার প্রকাশ স্পষ্ট। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য’, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
নেটিজেনদের বড় একটি অংশ এই লুকের প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘শাড়ি হোক বা বিকিনি- সব লুকেই অনন্য।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘বয়স কেবল সংখ্যা, সৌন্দর্য আর আত্মবিশ্বাসই আসল।’
পর্দার বাইরেও পোশাক নির্বাচনে স্বস্তিকা বরাবরই স্পষ্টভাষী ও স্বাধীনচেতা। শাড়ি থেকে ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তার স্বাচ্ছন্দ্য চোখে পড়ে। তবে খোলামেলা সাজে ধরা দিলেই মাঝেমধ্যে কটাক্ষ ও ট্রলের শিকার হন তিনি।
কিছুদিন আগে বিকিনি পরা ছবিতে নেটদুনিয়ায় তুমুল আলোচনা ও সমালোচনার মুখে পড়েন স্বস্তিকা। সেই রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন আবহে হাজির হলেন তিনি।
এই ট্রল প্রসঙ্গে আগেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্বস্তিকা। একবার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, বয়স নিয়ে কটাক্ষ করা মানুষদের মন্তব্যে তিনি বিন্দুমাত্র গুরুত্ব দেন না এবং নিজের স্বাধীনতা নিয়েই তিনি স্বচ্ছন্দ।
উল্লেখ্য, গত শনিবার নিজের ৪৫তম জন্মদিনে বিকিনি পরা একাধিক ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। সেসব ছবি ঘিরে বিতর্ক হলেও সমালোচনাকে পাশ কাটিয়ে নিজের মতো করেই এগিয়ে চলছেন স্বস্তিকা মুখার্জি- যার প্রমাণ আবারও মিলল তার শাড়ির লুকে।

Aminur / Aminur

সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

শাড়িতে আবারও আলোচনায় স্বস্তিকা

‘বাংলাদেশি শিল্পীদের অভিনয় মুগ্ধ করে আমাকে’

গায়ের চামড়া পুড়ে কয়লা হয়েছিল : নাজিফা তুষি

গায়ে হলুদের থিমে জন্মদিন, কাজে সতর্ক হ্যাপি মম

ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র শাবনূর: ৪৬ বছরে পা রাখলেন জনপ্রিয় এই অভিনেত্রী

‘বলিউডে টিকে থাকতে হলে ব্যক্তিত্ব বজায় রাখতে হয়’

আবারও আলোচনায় শিল্পা শেঠি

কুসুম সিকদারের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা

‘শীত বিলাসের জোর দাবি জানাই’

‘আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি সাধারণ একজন নাগরিক’

সম্মাননার মুকুটে নতুন পালক: হেদায়েত উল্লাহ তুর্কীর মিজাফ বিজয় অর্জন

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা